৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ভারতীয় সিনেমার সিনেমার মুকুটে যোগ করেছে নতুন পালক। দক্ষিণী ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গান ও 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ভারতের ঝুলিতে এনেছে অস্কার। সব মিলিয়ে উদযাপনের মেজাজে ভারতীয় সিনেমার কলাকুশলীরা। তার মধ্যে চেরি অন দ্য কেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি! কিছুদিন যাবত শোনা যাচ্ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের পর আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে দীপিকাকে। আর সেই গুঞ্জন অনুযায়ী দীপিকাকে দেখা গেল অস্কারের মঞ্চে। নাটু নাটু গানের আগে বক্তব্য রাখলেন তিনি।
আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন দীপিকা। কান চলচ্চিত্র উৎসবে জ্যুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি, বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। দীপিকার পরিচিতি এখন বিশ্বব্যাপী। তবু তাঁকে চিনতেই পারল না আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দীপিকাকে পাড়ুকোনের সব ছবিতে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম বসিয়েছে তারা।