হোম » ছবি » বিনোদন » এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

  • 15

    Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

    ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ভারতীয় সিনেমার সিনেমার মুকুটে যোগ করেছে নতুন পালক। দক্ষিণী ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গান ও 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ভারতের ঝুলিতে এনেছে অস্কার। সব মিলিয়ে উদযাপনের মেজাজে ভারতীয় সিনেমার কলাকুশলীরা। তার মধ্যে চেরি অন দ্য কেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি! কিছুদিন যাবত শোনা যাচ্ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের পর আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে দীপিকাকে। আর সেই গুঞ্জন অনুযায়ী দীপিকাকে দেখা গেল অস্কারের মঞ্চে। নাটু নাটু গানের আগে বক্তব্য রাখলেন তিনি।

    MORE
    GALLERIES

  • 25

    Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

    লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন তাঁর রেড কার্পেট লুকে৷ হলিউডের বাকি সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন তিনি৷ কখনও বা গিয়েছেন এগিয়েও৷

    MORE
    GALLERIES

  • 35

    Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

    এর পর যখন নাটু নাটু-কে অস্কার পুরস্কৃত হিসেবে ঘোষণা করা হয়, তখন আর দীপিকা চোখের জল ধরে রাখতে পারেননি৷

    MORE
    GALLERIES

  • 45

    Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

    তাছাড়া নাটু নাটু গানের সঙ্গে মঞ্চে পারফর্মও করেন গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম ৷ তাঁদের পারফরম্যান্স ইন্ট্রোডিউস করিয়ে দেন দীপিকা পাড়ুকোন৷

    MORE
    GALLERIES

  • 55

    Oscars 2023: এ কী কেলেঙ্কারি! অস্কারের রেড কার্পেটে বড় ভুল, বদলে গেল দীপিকা পাড়ুকোনের নাম

    আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন দীপিকা। কান চলচ্চিত্র উৎসবে জ্যুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি, বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। দীপিকার পরিচিতি এখন বিশ্বব্যাপী। তবু তাঁকে চিনতেই পারল না আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দীপিকাকে পাড়ুকোনের সব ছবিতে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম বসিয়েছে তারা।

    MORE
    GALLERIES