Urfi Javed Viral Video: 'নিম্নাঙ্গ খোলা নয়, আমি অন্তর্বাস পরে আছি', কটাক্ষের জবাব দিলেন উর্ফি

Last Updated:
Urfi Javed Viral Video: এই প্রসঙ্গেই উরফি বলেছেন, মানুষ ,কী পাগল হয়ে গেছেন? তিনি স্কিন রংয়ের অন্তর্বাস পরে আছেন৷ সেটা কী কারও চোখে পড়ছে না?
1/7
*উরফিউরফি জাভেদ । বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। জাভেদকে কে না চেনেন? বিগ বস ওটিটি থেকে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। ফ্যাশন সেন্সের জন্য উরফি প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন। এ ছাড়াও তিনি প্রায়শই তাঁর পোশাকের জন্য ট্রোলড হন। সম্প্রতি, উরফি বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা গোপন কথা ফাঁস করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
*উরফিউরফি জাভেদ । বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। জাভেদকে কে না চেনেন? বিগ বস ওটিটি থেকে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। ফ্যাশন সেন্সের জন্য উরফি প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন। এ ছাড়াও তিনি প্রায়শই তাঁর পোশাকের জন্য ট্রোলড হন। সম্প্রতি, উরফি বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা গোপন কথা ফাঁস করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/7
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
advertisement
3/7
উরফি প্রতিদিন এমন এমন কাজ করেন যে তা মুহূর্তে ভাইরাল হয়। সব কিছুর কেন্দ্র বিন্দুতে রয়েছে নায়িকার পোশাক। কয়েকদিন আগেই বিমানবন্দরে অর্ধনগ্ন উরফিকে দেখে টানাটানি শুরু করে দিয়েছিলেন মানুষ। এবার ফের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি উরফি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
উরফি প্রতিদিন এমন এমন কাজ করেন যে তা মুহূর্তে ভাইরাল হয়। সব কিছুর কেন্দ্র বিন্দুতে রয়েছে নায়িকার পোশাক। কয়েকদিন আগেই বিমানবন্দরে অর্ধনগ্ন উরফিকে দেখে টানাটানি শুরু করে দিয়েছিলেন মানুষ। এবার ফের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি উরফি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
advertisement
4/7
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ফটোশ্যুটে ব্যস্ত উরফি। উর্দ্ধাঙ্গে ঝিনুক দিয়ে ঢেকেছেন স্তন নিম্নাঙ্গে কিছুই নেই। একটা সি থ্রু কাপড়ের টুকরো রয়েছে যা বাতাসে উড়ে যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ফটোশ্যুটে ব্যস্ত উরফি। উর্দ্ধাঙ্গে ঝিনুক দিয়ে ঢেকেছেন স্তন নিম্নাঙ্গে কিছুই নেই। একটা সি থ্রু কাপড়ের টুকরো রয়েছে যা বাতাসে উড়ে যাচ্ছে।
advertisement
5/7
আমি বিকিনি টপটা বানিয়েছি ঝিনুক দিয়ে। এবং একটি ফেবরিকের কাপড় জড়িয়েছি পায়ে।
আমি বিকিনি টপটা বানিয়েছি ঝিনুক দিয়ে। এবং একটি ফেবরিকের কাপড় জড়িয়েছি পায়ে।
advertisement
6/7
তাঁর নগ্ন নিম্নাঙ্গ দেখে কটাক্ষ করেছিলেন অনেকেই৷ অভিনেত্রী কী একেবারে লজ্জা শরমের মাথা খেয়েছেন? এই প্রশ্নই ঘুরছিল সবার মনে৷
তাঁর নগ্ন নিম্নাঙ্গ দেখে কটাক্ষ করেছিলেন অনেকেই৷ অভিনেত্রী কী একেবারে লজ্জা শরমের মাথা খেয়েছেন? এই প্রশ্নই ঘুরছিল সবার মনে৷
advertisement
7/7
এই প্রসঙ্গেই উরফি বলেছেন, মানুষ ,কী পাগল হয়ে গেছেন? তিনি স্কিন রংয়ের অন্তর্বাস পরে আছেন৷ সেটা কী কারও চোখে পড়ছে না?
এই প্রসঙ্গেই উরফি বলেছেন, মানুষ ,কী পাগল হয়ে গেছেন? তিনি স্কিন রংয়ের অন্তর্বাস পরে আছেন৷ সেটা কী কারও চোখে পড়ছে না?
advertisement
advertisement
advertisement