অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে, ইতিমধ্যেই কি অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) বিয়ে করেছেন নুসরত। দুই টলি তারকাই যদিও তেমনই ইঙ্গিত দিয়েছেন একাধিকবার। অগাস্ট মাসে সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। আর তার পর থেকেই জল্পনা আরও তৈরি হয়েছে।
যশ দাশগুপ্ত হিন্দুস্থান টাইমস-কে জানান, তিনি প্রথম থেকেই সন্তানকে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন নুসরতকে। যশ (Yash Dasgupta) বলছেন, "আমি এই খবরটা শুনে আঁতকে উঠিনি। আমি শুধু ওকে জিজ্ঞাসা করেছিলাম ও সন্তানকে রাখতে চায় কিনা। ও গর্ভে সন্তান ধারণ করেছে। এই সিদ্ধান্তটা নিতে হতো ওকেই।"