বিয়ের পর ঘরে এল সুখবর, বহুদিনের স্বপ্নপূরণ নুসরত-নিখিলের

Last Updated:
পার্লামেন্ট বক্তব্য পেশ করেন। মেক আপ করে সংলাপ আউড়ান। এক জীবনে বহু চরিত্র ফুটিয়ে তোলেন নুসরত জাহান। এবার স্বামী নিখিল জৈন এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফ্যাশন লাইন ' ইউভ ' লঞ্চ করলেন নায়িকা।
1/6
পার্লামেন্ট বক্তব্য পেশ করেন। মেক আপ করে সংলাপ আউড়ান। এক জীবনে বহু চরিত্র ফুটিয়ে তোলেন নুসরত জাহান। এবার স্বামী নিখিল জৈন এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফ্যাশন লাইন ' ইউভ ' লঞ্চ করলেন নায়িকা।
পার্লামেন্ট বক্তব্য পেশ করেন। মেক আপ করে সংলাপ আউড়ান। এক জীবনে বহু চরিত্র ফুটিয়ে তোলেন নুসরত জাহান। এবার স্বামী নিখিল জৈন এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফ্যাশন লাইন ' ইউভ ' লঞ্চ করলেন নায়িকা।
advertisement
2/6
নুসরতের প্রিয় বান্ধবী মিমি ছাড়াও হাজির ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখ। সেখানেই খোশমেজাজে পাওয়া গেল।দুই বন্ধুকে । মিমি ফাঁস করলেন বহুদিন ধরেই নুসরতের এমন ইচ্ছা ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল।
নুসরতের প্রিয় বান্ধবী মিমি ছাড়াও হাজির ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখ। সেখানেই খোশমেজাজে পাওয়া গেল।দুই বন্ধুকে । মিমি ফাঁস করলেন বহুদিন ধরেই নুসরতের এমন ইচ্ছা ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল।
advertisement
3/6
 ফ্যাশন লাইন ইউভ-এ রয়েছে নুসরতের পার্সোনাল টাচ।
ফ্যাশন লাইন ইউভ-এ রয়েছে নুসরতের পার্সোনাল টাচ।
advertisement
4/6
ফ্যাশন শো-এর জন্যও প্রতিটি পোশাক নিজে বাছাই করেছেন তিনি। র‍্যাম্প মাতালেন নুসরত নিজেও।
ফ্যাশন শো-এর জন্যও প্রতিটি পোশাক নিজে বাছাই করেছেন তিনি। র‍্যাম্প মাতালেন নুসরত নিজেও।
advertisement
5/6
নিখিলের সঙ্গে পায়েল, তনুশ্রী, সৌরসেনীরাও গ্ল্যামারের ছটায় সম্মোহিত করলেন ইউভ এর কালেকশনে। পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়ারাও হাজির ছিলেন নিখিল_ নুসরতের নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাতে।
নিখিলের সঙ্গে পায়েল, তনুশ্রী, সৌরসেনীরাও গ্ল্যামারের ছটায় সম্মোহিত করলেন ইউভ এর কালেকশনে। পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়ারাও হাজির ছিলেন নিখিল_ নুসরতের নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাতে।
advertisement
6/6
ইউভ লাইনের পোশাকগুলি মূলত পার্টি ওয়ার। ইন্ডিয়ান, ওয়েস্টার্নের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন পোশাকও রয়েছে। শাড়ি, লহেঙ্গার নানা রকম ভেরিয়েশন রয়েছে এই ফ্যাশন লাইনে।
ইউভ লাইনের পোশাকগুলি মূলত পার্টি ওয়ার। ইন্ডিয়ান, ওয়েস্টার্নের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন পোশাকও রয়েছে। শাড়ি, লহেঙ্গার নানা রকম ভেরিয়েশন রয়েছে এই ফ্যাশন লাইনে।
advertisement
advertisement
advertisement