সিড-কিয়ারার বিয়ে নিয়ে সরগরম বলি-পাড়া! কিন্তু জানেন কি অভিনেত্রীর আসল নাম ‘কিয়ারা’ নয়? নাম পরিবর্তন করেছেন আরও অনেক তারকাই

Last Updated:
Bollywood actors who changed their names: বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের নাম পরিবর্তন কিন্তু নয়া ট্রেন্ড নয়। আসলে অভিনেতা-অভিনেত্রীদের নামেই তাঁরা পপুলার তথা জনপ্রিয় হয়ে ওঠেন। শুধু কিয়ারাই নন, নাম পরিবর্তনের তালিকায় রয়েছেন আরও অনেক তারকাই।
1/18
বলিউডে ফের বাজছে বিয়ের সানাই। গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। কার্যতই তাঁদের বিয়ে নিয়ে সরগরম গোটা দেশ। এই হেভিওয়েট বিয়ের জন্য সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্যালেস। তবে কবে বিয়ে, সেটা নিয়ে জলঘোলা চলছে। কথা ছিল, বিয়েটা হবে ৬ ফেব্রুয়ারি। কিন্তু শেষে ওই দিন খবর আসে যে, পিছিয়ে গিয়েছে বিয়ের তারিখ। পরে জানা যায়, মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি বসবে সিড-কিয়ারার বিয়ের আসর। তবে জানেন কি, সুন্দরী অভিনেত্রীর আসল নাম কিন্তু কিয়ারা নয়। শোনা যায়, সলমন খানের পরামর্শেই মূলত তাঁর এই নাম পরিবর্তন।
বলিউডে ফের বাজছে বিয়ের সানাই। গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। কার্যতই তাঁদের বিয়ে নিয়ে সরগরম গোটা দেশ। এই হেভিওয়েট বিয়ের জন্য সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্যালেস। তবে কবে বিয়ে, সেটা নিয়ে জলঘোলা চলছে। কথা ছিল, বিয়েটা হবে ৬ ফেব্রুয়ারি। কিন্তু শেষে ওই দিন খবর আসে যে, পিছিয়ে গিয়েছে বিয়ের তারিখ। পরে জানা যায়, মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি বসবে সিড-কিয়ারার বিয়ের আসর। তবে জানেন কি, সুন্দরী অভিনেত্রীর আসল নাম কিন্তু কিয়ারা নয়। শোনা যায়, সলমন খানের পরামর্শেই মূলত তাঁর এই নাম পরিবর্তন।
advertisement
2/18
বলিউডে
বলিউডে
advertisement
3/18
এই তালিকায় রয়েছেন ছোটে নবাব সইফ আলি খানও। অভিনেতার আসল নাম ছিল সাজিদ আলি খান। আসলে করিনা কাপুর খানের সঙ্গে তাঁর বিয়ের শংসাপত্র ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। আর সেখান থেকেই এই তথ্যটি জানা গিয়েছিল।
এই তালিকায় রয়েছেন ছোটে নবাব সইফ আলি খানও। অভিনেতার আসল নাম ছিল সাজিদ আলি খান। আসলে করিনা কাপুর খানের সঙ্গে তাঁর বিয়ের শংসাপত্র ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। আর সেখান থেকেই এই তথ্যটি জানা গিয়েছিল।
advertisement
4/18
বলিউডে কেরিয়ার শুরু করার আগে নাম বদলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আসলে প্রথমে তাঁর নাম ছিল ক্যাটরিনা টারকোয়াট। অর্থাৎ অভিনেত্রী নিজের মায়ের পদবী ব্যবহার করতেন। কিন্তু ভারতে আসার পরে তিনি তাঁর বাবার পদবী ব্যবহার করতে শুরু করেন। আর তিনি হয়ে যান ক্যাটরিনা কাইফ।
বলিউডে কেরিয়ার শুরু করার আগে নাম বদলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আসলে প্রথমে তাঁর নাম ছিল ক্যাটরিনা টারকোয়াট। অর্থাৎ অভিনেত্রী নিজের মায়ের পদবী ব্যবহার করতেন। কিন্তু ভারতে আসার পরে তিনি তাঁর বাবার পদবী ব্যবহার করতে শুরু করেন। আর তিনি হয়ে যান ক্যাটরিনা কাইফ।
advertisement
5/18
এই তালিকায় রয়েছেন টাইগার শ্রফও। তাঁর আসল নাম ছিল জয় হেমন্ত শ্রফ। তাঁর বাবা জ্যাকি শ্রফ তাঁকে আদর করে টাইগার বলে ডাকতেন। শোনা যায় যে, অভিনেতা যখন ছোট ছিলেন, সেই সময় বাঘের মতোই কামড়ে দিতেন তিনি। তাই সেখান থেকেই নাম হয়েছিল টাইগার।
এই তালিকায় রয়েছেন টাইগার শ্রফও। তাঁর আসল নাম ছিল জয় হেমন্ত শ্রফ। তাঁর বাবা জ্যাকি শ্রফ তাঁকে আদর করে টাইগার বলে ডাকতেন। শোনা যায় যে, অভিনেতা যখন ছোট ছিলেন, সেই সময় বাঘের মতোই কামড়ে দিতেন তিনি। তাই সেখান থেকেই নাম হয়েছিল টাইগার।
advertisement
6/18
 পরিবর্তন হয়েছে আয়ুষ্মান খুরানার নামও। জন্মের পরেই অভিনেতার নাম রাখা হয়েছিল নিশান্ত খুরানা।
পরিবর্তন হয়েছে আয়ুষ্মান খুরানার নামও। জন্মের পরেই অভিনেতার নাম রাখা হয়েছিল নিশান্ত খুরানা।
advertisement
7/18
নাম পরিবর্তন হয়েছে শিল্পা শেঠিরও। প্রথমে তাঁর নাম রাখা হয়েছিল অশ্বিনী শেঠি। পরে অভিনেত্রীর মা সুনন্দা শেট্টি মেয়ের নাম পরিবর্তন করে শিল্পা রেখেছিলেন।
নাম পরিবর্তন হয়েছে শিল্পা শেঠিরও। প্রথমে তাঁর নাম রাখা হয়েছিল অশ্বিনী শেঠি। পরে অভিনেত্রীর মা সুনন্দা শেট্টি মেয়ের নাম পরিবর্তন করে শিল্পা রেখেছিলেন।
advertisement
8/18
 তালিকায় রয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল রাজীব হরি ওম ভাটিয়া। এর পর ‘আজ’ ছবিতে কুমার গৌরবের চরিত্রের নাম ‘অক্ষয়’ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আর তার পরেই নিজের নাম পরিবর্তন করে ‘অক্ষয়’ রাখেন তিনি।
তালিকায় রয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল রাজীব হরি ওম ভাটিয়া। এর পর ‘আজ’ ছবিতে কুমার গৌরবের চরিত্রের নাম ‘অক্ষয়’ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আর তার পরেই নিজের নাম পরিবর্তন করে ‘অক্ষয়’ রাখেন তিনি।
advertisement
9/18
অজয় দেবগনের আসল নাম ছিল বিশাল দেবগন। সেই নাম পরিবর্তন করা হয়েছিল। আর সংখ্যাতত্ত্বের কারণে অভিনেতা নিজের পদবীর বানানটা পরিবর্তন করেছিলেন।
অজয় দেবগনের আসল নাম ছিল বিশাল দেবগন। সেই নাম পরিবর্তন করা হয়েছিল। আর সংখ্যাতত্ত্বের কারণে অভিনেতা নিজের পদবীর বানানটা পরিবর্তন করেছিলেন।
advertisement
10/18
এই তালিকায় রয়েছেন বলিউডের এক সময়কার হার্টথ্রব প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও। তাঁর আসল নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আইয়াপন।
এই তালিকায় রয়েছেন বলিউডের এক সময়কার হার্টথ্রব প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও। তাঁর আসল নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আইয়াপন।
advertisement
11/18
নাম পরিবর্তনের তালিকায় রয়েছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনও। প্রথমে তাঁর নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে ভারতের বিখ্যাত কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে তাঁর নাম পরিবর্তন করে অমিতাভ রাখা হয়।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনও। প্রথমে তাঁর নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে ভারতের বিখ্যাত কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে তাঁর নাম পরিবর্তন করে অমিতাভ রাখা হয়।
advertisement
12/18
অভিনেতা সানি দেওল নিজের ডাক নাম ব্যবহার করেন। আর এই নামেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। আসলে অভিনেতার প্রকৃত নাম ছিল অজয় সিং দেওল। কিন্তু অভিনেতা পরে নিজের ডাক নাম ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
অভিনেতা সানি দেওল নিজের ডাক নাম ব্যবহার করেন। আর এই নামেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। আসলে অভিনেতার প্রকৃত নাম ছিল অজয় সিং দেওল। কিন্তু অভিনেতা পরে নিজের ডাক নাম ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
advertisement
13/18
নাম পরিবর্তনের এই তালিকায় রয়েছেন অভিনেতা জন আব্রাহামও। পরে তিনি নিজের নাম পরিবর্তন করে জন রাখেন। আর এই নামেই খ্যাতি লাভ করেছেন তিনি।
নাম পরিবর্তনের এই তালিকায় রয়েছেন অভিনেতা জন আব্রাহামও। পরে তিনি নিজের নাম পরিবর্তন করে জন রাখেন। আর এই নামেই খ্যাতি লাভ করেছেন তিনি।
advertisement
14/18
 তালিকায় রয়েছেন চিরযৌবনা অভিনেত্রী রেখা। দক্ষিণী অভিনেত্রী নিজের সৌন্দর্যের জাদুতে মাদকতা ছড়িয়ে দিয়েছিলেন বলিউডে। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তাঁর নাম ছিল ভানুরেখা গণেশন। পরে তিনি নাম পরিবর্তন করেন এবং রেখা নামেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তালিকায় রয়েছেন চিরযৌবনা অভিনেত্রী রেখা। দক্ষিণী অভিনেত্রী নিজের সৌন্দর্যের জাদুতে মাদকতা ছড়িয়ে দিয়েছিলেন বলিউডে। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তাঁর নাম ছিল ভানুরেখা গণেশন। পরে তিনি নাম পরিবর্তন করেন এবং রেখা নামেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
advertisement
15/18
গালে টোল ফেলা হাসির জাদুতে ভক্তদের হৃদয় ঘায়েল করেছিলেন মিষ্টি অভিনেত্রী প্রীতি জিন্টা। প্রথমে তাঁর নাম ছিল প্রীতম জিন্টা সিং। ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পরে নিজের নাম বদলে প্রীতি জিন্টা করে দিয়েছিলেন তিনি।
গালে টোল ফেলা হাসির জাদুতে ভক্তদের হৃদয় ঘায়েল করেছিলেন মিষ্টি অভিনেত্রী প্রীতি জিন্টা। প্রথমে তাঁর নাম ছিল প্রীতম জিন্টা সিং। ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পরে নিজের নাম বদলে প্রীতি জিন্টা করে দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement