হোম » ছবি » বিনোদন » 'আমার কাছে সেক্সি একধরনের অ্যাটিট্যুড', স্বল্পাবাশে লাস্যময়ী নিয়া শর্মা
'আমার কাছে সেক্সি একধরনের অ্যাটিট্যুড', স্বল্পাবাশে লাস্যময়ী নিয়া শর্মা
Bangla Digital Desk
1/ 7
সাদা অফ-শোল্ডার গাউন, সঙ্গে চড়া গোলাপি আই-শ্যাডো... নেটদুনিয়ায় বাজিমাত নিয়া শর্মার
2/ 7
প্রথমে তাঁর ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের মতো। সেখান থেকে ‘এশিয়াস সেক্সিয়েস্ট উওম্যান’য়ের তালিকায় দ্বিতীয় নিয়া শর্মা।
3/ 7
ওই প্রতিযোগিতায় এশিয়ার সেক্সিয়েস্ট টিভি অভিনেত্রী হিসেবে দ্বিতীয় পুরস্কার পান তিনি। ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্টদের পিছনে ফেলে তিন নম্বরে থাকা নিয়া শর্মা কোনও ফিল্ম তারকা নন। অথচ এখন ফেসবুক থেকে টুইটারে সাহসী ছবি দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন।
4/ 7
কাজের জগতে শেষ তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়্যালটি শো ‘খতরো কে খিলাড়ি ৮’-এ
5/ 7
খবর, ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসিরিজ বিক্রম ভট্টের ‘টুইস্টেড’-এর দ্বিতীয় ভাগে আরও বোল্ড অবতারে ফিরছেন অভিনেত্রী।
6/ 7
নীল হাঁটুঝুল স্লিটেড স্কার্ট আর ফুল-স্লিভ ক্রপ টপে জ্বালাময়ী নিয়া
7/ 7
নিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, '' আমার কাছে সেক্সি মানে খোলামেলা পোশাক নয়। আমার কাছে সেক্সি মানে এক ধরনের অ্যাটিটিউড।'
'আমার কাছে সেক্সি একধরনের অ্যাটিট্যুড', স্বল্পাবাশে লাস্যময়ী নিয়া শর্মা
ওই প্রতিযোগিতায় এশিয়ার সেক্সিয়েস্ট টিভি অভিনেত্রী হিসেবে দ্বিতীয় পুরস্কার পান তিনি। ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্টদের পিছনে ফেলে তিন নম্বরে থাকা নিয়া শর্মা কোনও ফিল্ম তারকা নন। অথচ এখন ফেসবুক থেকে টুইটারে সাহসী ছবি দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন।