Raghav-Parineeti Wedding: আলিয়াকে নকল করলেন? না কিয়ারাকে? পরিণীতির বিয়ের ছবি দেখে নেটপাড়ায় ট্রোলের আর শেষ নেই

Last Updated:
কী কাণ্ড! আলিয়ার সোনালি শাড়ি আর কিয়ারার গোলাপি লেহেঙ্গা দুয়ে মিলেই কী সাজলেন পরিণীতি?
1/10
দীর্ঘ ৫ বছর প্রেম করার পর, ২০২২ সালে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে করেন। পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর-আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়-রা।
দীর্ঘ ৫ বছর প্রেম করার পর, ২০২২ সালে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে করেন। পঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রণবীর-আলিয়ার। আসরে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়-রা।
advertisement
2/10
সাদা ও সোনালীর মিশেলে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া
সাদা ও সোনালীর মিশেলে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া
advertisement
3/10
মুম্বইয়ের পালি হিলে রণবীরের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসেছিল রণবীর-আলিয়ার বিয়ের আসর। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সম্পন্ন হয় বিগ বাজেটের এই জমকালো বিয়ে।
মুম্বইয়ের পালি হিলে রণবীরের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসেছিল রণবীর-আলিয়ার বিয়ের আসর। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সম্পন্ন হয় বিগ বাজেটের এই জমকালো বিয়ে।
advertisement
4/10
৭ ফেব্রুয়ারি সাতপাক ঘুরলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। জয়সালমীরের সূর্যগড় প্যালেসে বিয়ে সারেন  সিদ্ধার্থ-কিয়ারা।
৭ ফেব্রুয়ারি সাতপাক ঘুরলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। জয়সালমীরের সূর্যগড় প্যালেসে বিয়ে সারেন সিদ্ধার্থ-কিয়ারা।
advertisement
5/10
গোলাপি প্যাস্টেল শেডের মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা আডবাণী।
গোলাপি প্যাস্টেল শেডের মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা আডবাণী।
advertisement
6/10
গতকালই সাতপাকে বাধা পড়েছেন রাঘব-পরিণীতি। সোমবার সকালে  বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নেন পরিণীতি। ‘রাগনীতি’র সেই অপরূপ ছবি দেখে মুগ্ধ সকলে। নতুন রূপে ধরা দিলেন নববধূ পরিণীতি। নায়িকা মুখে প্রাণখোলা হাসি, পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার। অন্যদিকে, সাদা পোশাকে রাঘব।
গতকালই সাতপাকে বাধা পড়েছেন রাঘব-পরিণীতি। সোমবার সকালে বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নেন পরিণীতি। ‘রাগনীতি’র সেই অপরূপ ছবি দেখে মুগ্ধ সকলে। নতুন রূপে ধরা দিলেন নববধূ পরিণীতি। নায়িকা মুখে প্রাণখোলা হাসি, পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার। অন্যদিকে, সাদা পোশাকে রাঘব।
advertisement
7/10
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজস্থানের উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন।
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজস্থানের উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন।
advertisement
8/10
পরিণীতির পরনে ছিল সোনালি-আইভরি লেহঙ্গা। লেহঙ্গা জুড়ে  স্টোনের কাজ।  হিরে, পান্নার কাজ করা চওড়া নেকপিস।
পরিণীতির পরনে ছিল সোনালি-আইভরি লেহঙ্গা। লেহঙ্গা জুড়ে স্টোনের কাজ। হিরে, পান্নার কাজ করা চওড়া নেকপিস।
advertisement
9/10
আলিয়ার মতো চুল খোলা রেখেছিলেন তিনি। হাতে পরেছিলেন কিয়ারার মতো গোলাপি চুড়ো। আলিয়ার সোনালি শাড়ি আর কিয়ারার গোলাপি লেহেঙ্গা দুয়ে মিলেই কী সাজলেন পরিণীতি? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
আলিয়ার মতো চুল খোলা রেখেছিলেন তিনি। হাতে পরেছিলেন কিয়ারার মতো গোলাপি চুড়ো। আলিয়ার সোনালি শাড়ি আর কিয়ারার গোলাপি লেহেঙ্গা দুয়ে মিলেই কী সাজলেন পরিণীতি? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
advertisement
10/10
বরমালাও প্রায় এক। আলিয়া ভাট যেরকম ছিমছাম মেহেন্দি পরেছিলেন, পরিণীতি তাই। ফলে প্রশ্ন উঠছেই।
বরমালাও প্রায় এক। আলিয়া ভাট যেরকম ছিমছাম মেহেন্দি পরেছিলেন, পরিণীতি তাই। ফলে প্রশ্ন উঠছেই।
advertisement
advertisement
advertisement