হলদে হল গোটা শরীর! শাশুড়ির সামনে নিককে জমিয়ে হলুদ মাখালেন মহিলারা, দেখুন অদেখা ছবি

Last Updated:
1/9
♦ প্রায় তিন মাস হতে চলল বিয়ের ৷ কিন্তু ইন্টারনেটে এখনও ট্রেন্ড করছে প্রিয়াঙ্কা-নিকের রূপথাক বিয়ের ছবি৷ করবে নাই বা কেন, রোজই সামনে আসছে নতুন নতুন ছবি৷ তবে এবারে এল একেবারে অদেখা অনুষ্ঠানের কিছু ছবি৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ প্রায় তিন মাস হতে চলল বিয়ের ৷ কিন্তু ইন্টারনেটে এখনও ট্রেন্ড করছে প্রিয়াঙ্কা-নিকের রূপথাক বিয়ের ছবি৷ করবে নাই বা কেন, রোজই সামনে আসছে নতুন নতুন ছবি৷ তবে এবারে এল একেবারে অদেখা অনুষ্ঠানের কিছু ছবি৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/9
♦ এতদিন প্রিয়াঙ্কার হিন্দু ও ক্রিশ্চান রীতির বিয়ে, মেহেন্দি, সঙ্গীতের নতুন নতুন ছবি সামনে এলেও অধরাই ছিল হলদি ও চূড়ার অনুষ্ঠানের ছবি৷ এ বার সামনে এল সেই ছবি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এতদিন প্রিয়াঙ্কার হিন্দু ও ক্রিশ্চান রীতির বিয়ে, মেহেন্দি, সঙ্গীতের নতুন নতুন ছবি সামনে এলেও অধরাই ছিল হলদি ও চূড়ার অনুষ্ঠানের ছবি৷ এ বার সামনে এল সেই ছবি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
♦ প্রিয়াঙ্কার মেহেন্দির অনুষ্ঠানে হাজির ছিলেন বিখ্যাত ইউটিউবার লিলি সিং ৷ যিনি ‘সুপার ওম্যান’ নামেই পরিচিত ৷ তিনি জমিয়ে হলুদ মাখান নিক জোনাসকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ প্রিয়াঙ্কার মেহেন্দির অনুষ্ঠানে হাজির ছিলেন বিখ্যাত ইউটিউবার লিলি সিং ৷ যিনি ‘সুপার ওম্যান’ নামেই পরিচিত ৷ তিনি জমিয়ে হলুদ মাখান নিক জোনাসকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/9
♦ হিন্দু রীতির বিয়ের আগে জোধপুরের উমেদ ভবনেই অনুষ্ঠিত হয় নিক-প্রিয়াঙ্কার হলদি সেরিমনি ৷ একসঙ্গে দুজনের গায়ে লাগে হলুদ৷ দুজনের সাদা পোশাকও ছিল একে অপরের সঙ্গে মিলিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ হিন্দু রীতির বিয়ের আগে জোধপুরের উমেদ ভবনেই অনুষ্ঠিত হয় নিক-প্রিয়াঙ্কার হলদি সেরিমনি ৷ একসঙ্গে দুজনের গায়ে লাগে হলুদ৷ দুজনের সাদা পোশাকও ছিল একে অপরের সঙ্গে মিলিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/9
♦ বিয়েতে লাল, মেহেন্দির অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ পোশাক বেছে নিলেও হলদির দিন প্রিয়াঙ্কা বেছেছিলেন একেবারে হালকা লাল-অফহোয়াইট পোশাক৷ তবে সেই পোশাকও কিন্তু সাধারণ ছিল না৷ লাল পাড়ের অফ হোয়াইট আনারকলিতে প্রিয়াঙ্কা লাগছিলেন দারুণ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ বিয়েতে লাল, মেহেন্দির অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ পোশাক বেছে নিলেও হলদির দিন প্রিয়াঙ্কা বেছেছিলেন একেবারে হালকা লাল-অফহোয়াইট পোশাক৷ তবে সেই পোশাকও কিন্তু সাধারণ ছিল না৷ লাল পাড়ের অফ হোয়াইট আনারকলিতে প্রিয়াঙ্কা লাগছিলেন দারুণ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/9
 ♦ এদিনও নিকও যেন হয়ে উঠেছিলেন খাঁটি ভারতীয় জামাই ৷ লাল বর্ডার অফ হোয়াইট কুর্তা-পাজামার সঙ্গে লাল ওড়নায় সেজে হলুদ মেখেছেন ভাল ছেলের মতোই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এদিনও নিকও যেন হয়ে উঠেছিলেন খাঁটি ভারতীয় জামাই ৷ লাল বর্ডার অফ হোয়াইট কুর্তা-পাজামার সঙ্গে লাল ওড়নায় সেজে হলুদ মেখেছেন ভাল ছেলের মতোই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/9
♦ গায়ে হলুদের পর হয় প্রিয়াঙ্কার চুনরি ও চূড়া সেরিমনি ৷ লাল-হলুদ ওড়নায় মাথা ঢেকে তার হতে পরানো হয় চূড়া ৷ একে একে কলিরে বেঁধে দেন মা-কাকিমারা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ গায়ে হলুদের পর হয় প্রিয়াঙ্কার চুনরি ও চূড়া সেরিমনি ৷ লাল-হলুদ ওড়নায় মাথা ঢেকে তার হতে পরানো হয় চূড়া ৷ একে একে কলিরে বেঁধে দেন মা-কাকিমারা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/9
♦ বিয়ের সব অনুষ্ঠানের মতোই এদিনও ভারী গয়না পরেছিলেন প্রিয়াঙ্কা৷ গলায় ভারী চোকর, কানে ভারী চাঁদবালি ও সিঁথিতে চওড়া মাঙ্গটিকা সম্পূর্ণ করেছিল তাঁর সাজ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ বিয়ের সব অনুষ্ঠানের মতোই এদিনও ভারী গয়না পরেছিলেন প্রিয়াঙ্কা৷ গলায় ভারী চোকর, কানে ভারী চাঁদবালি ও সিঁথিতে চওড়া মাঙ্গটিকা সম্পূর্ণ করেছিল তাঁর সাজ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/9
♦ গয়নার মতোই কাস্টমাইজ করে বানানো হয়েছিল প্রিয়াঙ্কার চূড়া এ কলিরাও৷ গোটা কলিরা জুড়ে ছিল নিক-প্রিয়াঙ্কার প্রেম কাহিনি৷ প্যারিসে প্রপোজ করেছিলেন নিক৷ তাই কলিরায় শোভা পেয়েছে আইফেল টাওয়ার৷ দুই ধর্ম মেনে ছিল ক্রস ও ত্রিশূলও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ গয়নার মতোই কাস্টমাইজ করে বানানো হয়েছিল প্রিয়াঙ্কার চূড়া এ কলিরাও৷ গোটা কলিরা জুড়ে ছিল নিক-প্রিয়াঙ্কার প্রেম কাহিনি৷ প্যারিসে প্রপোজ করেছিলেন নিক৷ তাই কলিরায় শোভা পেয়েছে আইফেল টাওয়ার৷ দুই ধর্ম মেনে ছিল ক্রস ও ত্রিশূলও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement