Neena Gupta: 'কুছ ভরো'! নীনাকে প্যাডেড ব্রা পরতে বাধ্য করেন বয়সে ১৪ বছরের বড় বলি-পরিচালক

Last Updated:
Neena Gupta: গুজরাতি পোশাকে সেজে উঠেছেন নীনা গুপ্তা। তাঁকে নিয়ে যাওয়া হল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। কিন্তু নীনাক দেখে মোটেই সন্তুষ্ট হলেন না তিনি।
1/5
সে বহু বছর আগের কথা। 'খলনায়ক' ছবির 'চোলি কে পিছে' গানটি শ্যুট হবে। তারই প্রস্তুতি তখন তুঙ্গে। তৈরি করা হচ্ছে নীনা গুপ্তাকেও। গুজরাতি পোশাকে সেজে উঠেছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে যাওয়া হল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। কিন্তু নীনাক দেখে মোটেই সন্তুষ্ট হলেন না তিনি।  অভিনেত্রীকে দেখেই তিনি চিৎকার করে বললেন, 'কুছ ভরো'।
সে বহু বছর আগের কথা। 'খলনায়ক' ছবির 'চোলি কে পিছে' গানটি শ্যুট হবে। তারই প্রস্তুতি তখন তুঙ্গে। তৈরি করা হচ্ছে নীনা গুপ্তাকেও। গুজরাতি পোশাকে সেজে উঠেছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে যাওয়া হল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। কিন্তু নীনাক দেখে মোটেই সন্তুষ্ট হলেন না তিনি। অভিনেত্রীকে দেখেই তিনি চিৎকার করে বললেন, 'কুছ ভরো'।
advertisement
2/5
পরিচালক কী বলতে চেয়েছেন, তা ভালই বুঝেছিলেন নীনা। তাঁর চোলি বা ব্লাউজের ভিতরে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। সুভাষের এ হেন নির্দেশে খানিক অস্বস্তিতে পড়েছিলেন নীনা। 'চোলি কে পিছে' গানে নিজের ভূমিকা নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। তবে গানটি গেয়েছিলেন গানটি তাঁর বন্ধু ইলা অরুণ গাওয়ায় খুশি ছিলেন তিনি।
পরিচালক কী বলতে চেয়েছেন, তা ভালই বুঝেছিলেন নীনা। তাঁর চোলি বা ব্লাউজের ভিতরে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। সুভাষের এ হেন নির্দেশে খানিক অস্বস্তিতে পড়েছিলেন নীনা। 'চোলি কে পিছে' গানে নিজের ভূমিকা নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। তবে গানটি গেয়েছিলেন গানটি তাঁর বন্ধু ইলা অরুণ গাওয়ায় খুশি ছিলেন তিনি।
advertisement
3/5
পরিচালকের কথা মাথায় রেখে নীনাকে একটি প্যাডেড ব্রা পরানো হয় নীনাকে। কিন্তু কোনও দোষারোপ নয়, কাজের বিষয়ে সুভাষ খুঁতখুঁতে ছিলেন বলেই এমন আচরণ করেছিলেন বলে তাঁর আত্মজীবনী 'সাচ কহুঁ তো'-তে জানিয়েছিলেন নীনা।
পরিচালকের কথা মাথায় রেখে নীনাকে একটি প্যাডেড ব্রা পরানো হয় নীনাকে। কিন্তু কোনও দোষারোপ নয়, কাজের বিষয়ে সুভাষ খুঁতখুঁতে ছিলেন বলেই এমন আচরণ করেছিলেন বলে তাঁর আত্মজীবনী 'সাচ কহুঁ তো'-তে জানিয়েছিলেন নীনা।
advertisement
4/5
বলিউডের জাঁকজমকে নেপথ্যে লুকিয়ে থাকা অন্ধকারের ছবিটিও তুলে ধরেছেন নীনা। জানিয়েছেন কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা। নীনা জানান, অতীতে এক প্রযোজক  অভিনেত্রীকে তাঁর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন।
বলিউডের জাঁকজমকে নেপথ্যে লুকিয়ে থাকা অন্ধকারের ছবিটিও তুলে ধরেছেন নীনা। জানিয়েছেন কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা। নীনা জানান, অতীতে এক প্রযোজক অভিনেত্রীকে তাঁর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন।
advertisement
5/5
প্রযোজকের এ হেন প্রস্তাবে আঁতকে উঠেছিলেন নীনা। কোনও প্রকার তাঁর হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। সেই দিনের তিক্ত অভিজ্ঞতার স্মৃতি আজও ভোলেননি তিনি।
প্রযোজকের এ হেন প্রস্তাবে আঁতকে উঠেছিলেন নীনা। কোনও প্রকার তাঁর হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। সেই দিনের তিক্ত অভিজ্ঞতার স্মৃতি আজও ভোলেননি তিনি।
advertisement
advertisement
advertisement