Neena Gupta: 'কুছ ভরো'! নীনাকে প্যাডেড ব্রা পরতে বাধ্য করেন বয়সে ১৪ বছরের বড় বলি-পরিচালক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Neena Gupta: গুজরাতি পোশাকে সেজে উঠেছেন নীনা গুপ্তা। তাঁকে নিয়ে যাওয়া হল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। কিন্তু নীনাক দেখে মোটেই সন্তুষ্ট হলেন না তিনি।
সে বহু বছর আগের কথা। 'খলনায়ক' ছবির 'চোলি কে পিছে' গানটি শ্যুট হবে। তারই প্রস্তুতি তখন তুঙ্গে। তৈরি করা হচ্ছে নীনা গুপ্তাকেও। গুজরাতি পোশাকে সেজে উঠেছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে যাওয়া হল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। কিন্তু নীনাক দেখে মোটেই সন্তুষ্ট হলেন না তিনি। অভিনেত্রীকে দেখেই তিনি চিৎকার করে বললেন, 'কুছ ভরো'।
advertisement
পরিচালক কী বলতে চেয়েছেন, তা ভালই বুঝেছিলেন নীনা। তাঁর চোলি বা ব্লাউজের ভিতরে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। সুভাষের এ হেন নির্দেশে খানিক অস্বস্তিতে পড়েছিলেন নীনা। 'চোলি কে পিছে' গানে নিজের ভূমিকা নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। তবে গানটি গেয়েছিলেন গানটি তাঁর বন্ধু ইলা অরুণ গাওয়ায় খুশি ছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement