এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, অ্যাজিসিলাওস তাদের সংস্পর্শে ছিলেন। এই মামলায় তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে অ্যাজিসিলাওসকে। ২ দিনের জন্য গ্যাব্রিয়েলার ভাইকে হেফাজতে পেয়েছে এনসিবি।