ড্রাগ রাখার অভিযোগে গ্রেফতার অর্জুন রামপালের ‘লিভ ইন পার্টনার’ গ্যাব্রিয়েলার ভাই !

Last Updated:
গ্যাব্রিয়েলার ভাইয়ের কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পেয়েছে।
1/6
সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে নেমে এবার ড্রাগ পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল এনসিবি ৷ তিনি বলিউড তারকা অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিয়োলোস ডিমেট্রিয়াডেস ৷
সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে নেমে এবার ড্রাগ পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল এনসিবি ৷ তিনি বলিউড তারকা অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিয়োলোস ডিমেট্রিয়াডেস ৷
advertisement
2/6
অ্যাজিসিয়োলোসের কাছে হাসিস এবং অ্যালপ্রাজোলামের মতো নিষিদ্ধ ট্যাবলেট পেয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা ৷
অ্যাজিসিয়োলোসের কাছে হাসিস এবং অ্যালপ্রাজোলামের মতো নিষিদ্ধ ট্যাবলেট পেয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা ৷
advertisement
3/6
অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মেয়ে ৷ তিনি মডেল এবং ডিজাইনার ৷ তাঁদের দু’জনের একটি ছেলেও রয়েছে ৷
অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মেয়ে ৷ তিনি মডেল এবং ডিজাইনার ৷ তাঁদের দু’জনের একটি ছেলেও রয়েছে ৷
advertisement
4/6
প্রাক্তন মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে ২০ বছরের বিয়ের সম্পর্ক ভাঙার পর গ্যাব্রিয়েলার সঙ্গে এখন লিভ ইনে রয়েছেন অর্জুন ৷
প্রাক্তন মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে ২০ বছরের বিয়ের সম্পর্ক ভাঙার পর গ্যাব্রিয়েলার সঙ্গে এখন লিভ ইনে রয়েছেন অর্জুন ৷
advertisement
5/6
গ্যাব্রিয়েলার ভাইয়ের কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পেয়েছে। তাদের অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন।
গ্যাব্রিয়েলার ভাইয়ের কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পেয়েছে। তাদের অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন।
advertisement
6/6
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, অ্যাজিসিয়ালোসও তাদের সংস্পর্শে ছিলেন। এই মামলায় তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে অ্যাজিসিয়ালোসকে। ২ দিনের জন্য গ্যাব্রিয়েলার ভাইকে হেফাজতে পেয়েছে এনসিবি।
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, অ্যাজিসিয়ালোসও তাদের সংস্পর্শে ছিলেন। এই মামলায় তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে অ্যাজিসিয়ালোসকে। ২ দিনের জন্য গ্যাব্রিয়েলার ভাইকে হেফাজতে পেয়েছে এনসিবি।
advertisement
advertisement
advertisement