Star Heroine: আর্মি অফিসারের মেয়ে, দু-জন হিরোর সঙ্গে উথালপাথাল প্রেমলীলা! ২৭-এ বিয়ে, নামবদল... পরিচালককে বিয়ে করে ১০০ কোটির মালিক নায়িকা

Last Updated:
একইভাবে, তার ব্যক্তিগত জীবনও বিতর্কিত। প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। ছিলেন আরও এক নায়কের সঙ্গে। একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে তিনি পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন...
1/8
নয়নতারা। ভারতের সবধেকে ধনী নায়িকা। অনেকেই তাঁকে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ বলে থাকেন। তাঁর পারিশ্রমিকও নাকি দক্ষিণী নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি। দুই দশকের অভিনয় জীবনে ৭৫-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
নয়নতারা। ভারতের সবধেকে ধনী নায়িকা। অনেকেই তাঁকে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ বলে থাকেন। তাঁর পারিশ্রমিকও নাকি দক্ষিণী নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি। দুই দশকের অভিনয় জীবনে ৭৫-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
2/8
নয়নতারা কর্ণাটকের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। আগে তাঁর নাম ছিল ডায়ানা মারিয়াম কুরিয়েন। তার বাবা কুরিয়েন কোডিয়াত্তু ছিলেন একজন সেনা কর্মকর্তা এবং মা ওমেন কুরিয়েন ছিলেন একজন গৃহিণী। নয়নতারা ২০০৩ সালে মালায়ালাম ছবি 'মানসিনাক্কারে' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি তামিল এবং তেলেগু ছবির জন্য অফার পেতে শুরু করেন। ফাইল ছবি। 
নয়নতারা কর্ণাটকের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। আগে তাঁর নাম ছিল ডায়ানা মারিয়াম কুরিয়েন। তার বাবা কুরিয়েন কোডিয়াত্তু ছিলেন একজন সেনা কর্মকর্তা এবং মা ওমেন কুরিয়েন ছিলেন একজন গৃহিণী। নয়নতারা ২০০৩ সালে মালায়ালাম ছবি 'মানসিনাক্কারে' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি তামিল এবং তেলেগু ছবির জন্য অফার পেতে শুরু করেন। ফাইল ছবি।
advertisement
3/8
ভারতীয় অভিনেত্রীদের মধ্যে হাতে গোনা কয়েকজন-ই আছেন, যাঁরা নয়নতারার সমান বা তাঁর থেকে বেশি পারিশ্রমিক পান। 'টাটা স্কাই'-এর একটি ৫০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য নয়নতারা নিয়েছিলেন ৫ কোটি। বলা হয়, ছবির থেকে তিনি বেশি রোজগার করেন বিজ্ঞাপন থেকে।GQ-এর প্রতিবেদন অনুযায়ী নয়নতারার মোট সম্পত্তি ১৮৩-২০০ কোটির। জানা যায়, নয়নতারা ছবি প্রতি ১০ কোটি টাকা নেন।
ভারতীয় অভিনেত্রীদের মধ্যে হাতে গোনা কয়েকজন-ই আছেন, যাঁরা নয়নতারার সমান বা তাঁর থেকে বেশি পারিশ্রমিক পান। 'টাটা স্কাই'-এর একটি ৫০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য নয়নতারা নিয়েছিলেন ৫ কোটি। বলা হয়, ছবির থেকে তিনি বেশি রোজগার করেন বিজ্ঞাপন থেকে।GQ-এর প্রতিবেদন অনুযায়ী নয়নতারার মোট সম্পত্তি ১৮৩-২০০ কোটির। জানা যায়, নয়নতারা ছবি প্রতি ১০ কোটি টাকা নেন।
advertisement
4/8
তাঁর প্রথম তামিল ছবি 'আইয়া' সুপারহিট হয়েছিল। এরপর নয়নতারা রাতারাতি তারকা হয়ে ওঠেন। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে এমন ছবিতে অভিনয়ের পর্যায়ে পৌঁছে যান তিনি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে 'জওয়ান' ছবিতে কাজ করে তিনি এই রেকর্ড তৈরি করেন। ‘জওয়ান’-এর বিপুল সাফল্যে স্বাভাবিক ভাবে সকলে খুশি হলেও শোনা গিয়েছিল, নয়নতারা নাকি তাঁর চরিত্র নিয়ে খুশি ছিলেন না।
তাঁর প্রথম তামিল ছবি 'আইয়া' সুপারহিট হয়েছিল। এরপর নয়নতারা রাতারাতি তারকা হয়ে ওঠেন। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে এমন ছবিতে অভিনয়ের পর্যায়ে পৌঁছে যান তিনি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে 'জওয়ান' ছবিতে কাজ করে তিনি এই রেকর্ড তৈরি করেন। ‘জওয়ান’-এর বিপুল সাফল্যে স্বাভাবিক ভাবে সকলে খুশি হলেও শোনা গিয়েছিল, নয়নতারা নাকি তাঁর চরিত্র নিয়ে খুশি ছিলেন না।
advertisement
5/8
নয়নতারার পেশাগত জীবন সকলেরই জানা। একইভাবে, তার ব্যক্তিগত জীবনও বিতর্কিত। প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। ছিলেন আরও এক নায়কের সঙ্গে। একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে তিনি পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন নয়নতারা।সারোগেসির মাধ্যমে যমজ ছেলে হয় তাঁদের।
নয়নতারার পেশাগত জীবন সকলেরই জানা। একইভাবে, তার ব্যক্তিগত জীবনও বিতর্কিত। প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। ছিলেন আরও এক নায়কের সঙ্গে। একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে তিনি পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন নয়নতারা।সারোগেসির মাধ্যমে যমজ ছেলে হয় তাঁদের।
advertisement
6/8
বর্তমানে নয়নতারা স্বামীর সঙ্গে মুম্বইয়ে একটি ৪ বেডরুমের ফ্ল্যাটে থাকছেন। এই ফ্ল্যাটেই রয়েছে প্রাইভেট সিনেমা রুম,সুইমিং পুল, জিম।
বর্তমানে নয়নতারা স্বামীর সঙ্গে মুম্বইয়ে একটি ৪ বেডরুমের ফ্ল্যাটে থাকছেন। এই ফ্ল্যাটেই রয়েছে প্রাইভেট সিনেমা রুম,সুইমিং পুল, জিম।
advertisement
7/8
নয়নতারার বিলাসবহুল বাড়ি দেখলে চমকে যেতে হয়। এই বাড়িটির মূল্য ১০০ কোটি। এছাড়াও তাঁর আরও ৩টি বাড়ি আছে।
নয়নতারার বিলাসবহুল বাড়ি দেখলে চমকে যেতে হয়। এই বাড়িটির মূল্য ১০০ কোটি। এছাড়াও তাঁর আরও ৩টি বাড়ি আছে।
advertisement
8/8
নয়নতারা গাড়ির কালেকশন নজরকাড়া। তাঁর সবথেকে পছন্দের গাড়িটির দাম ১.৭৬ কোটি! নয়নতারার প্রাইভেট জেট-ও আছে। দাম ৫০কোটি।
নয়নতারা গাড়ির কালেকশন নজরকাড়া। তাঁর সবথেকে পছন্দের গাড়িটির দাম ১.৭৬ কোটি! নয়নতারার প্রাইভেট জেট-ও আছে। দাম ৫০কোটি।
advertisement
advertisement
advertisement