কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পিছিয়ে নেই বলিউডের তারকারাও। গোলাপি গাউনে উপচে পড়া যৌবন। পারদ চড়ালেন নার্গিস ফাখরি। রকস্টার ছবিতে প্রথম নজর কেড়েছিলেন। প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন। গোলাপি গাউনের উপরে কেপ। স্পষ্ট ক্লিভলাইন। টিউব ড্রেসের উপর কেপ। নার্গিসের হট লুকে বরাবরই মুগ্ধ দর্শক। দুধসাদা পোশাকে উষ্ণতা বাড়িয়েছেন নার্গিস। বিদেশিনীর সৌন্দর্যে মুগ্ধ অনেকেই। পার্পল রঙের প্যান্টস্যুটে অভিনেত্রী। হটনেসের মাত্রা বাড়িয়ে দিয়েছেন নার্গিস। নার্গিস ফাখরির গ্ল্যামারাস লুক কর্পোরেট প্যান্ট স্যুটে। নার্গিসের উষ্ণতায় পারদ চড়েছে দ্রুত। এই ছবিতে লাস্যের বন্যা। রকস্টার ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নজর কেড়েছিলেন। দুজনের রসায়ন ছিল চোখে পড়ার মতো। প্লিটেড সেমি শিয়ার ড্রেসে ফ্যাশনিস্তা নার্গিস। সাদা কালো পোশাকে স্নিগ্ধ লুক নার্গিস ফাখরির।