Tollywood: শাঁখা সিঁদুর লাল শাড়িতে নবনীতা, মুখে মিষ্টি হাসি, তাহলে কি জোড়া লাগল ভাঙা সংসার?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Tollywood: না৷ এই ছবি একেবারেই অনস্ক্রিন৷ ঝিতু-নবনীতা এখনও আলাদাই৷ তবে এটাও ঠিক যে তাঁদের মধ্যে কোনও তিক্ততা বা অসম্মানের লেশমাত্র নেই৷
advertisement
advertisement
advertisement
এসবের মাঝে দশমীর রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নবনীতা৷ যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, স্বামী জিতুর স্কুটারে চেপে ঘুরছেন নবনীতা৷ চারিদিক শুনশান, আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে গাড়ির পিছনে বসে ভিডিও করেছেন নবনীতা৷ পুজোর শেষ দিনে এই ভিডিও দেখে স্বভাবতই আঁতকে উঠেছেন অনুরাগীরা৷ তবে কি পুরনো মান অভিমান ভুলে ফের এক হলেন তারা? এমনটাই অনেকে মনে করেছেন৷
advertisement