Tollywood: শাঁখা সিঁদুর লাল শাড়িতে নবনীতা, মুখে মিষ্টি হাসি, তাহলে কি জোড়া লাগল ভাঙা সংসার?

Last Updated:
Tollywood: না৷ এই ছবি একেবারেই অনস্ক্রিন৷ ঝিতু-নবনীতা এখনও আলাদাই৷ তবে এটাও ঠিক যে তাঁদের মধ্যে কোনও তিক্ততা বা অসম্মানের লেশমাত্র নেই৷
1/5
বেশ কয়েক মাস আগেই বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন জিতু-নবনীতা। এক ছাদের নীচে না থাকলেও তাঁদের মধ্যে নেই তিক্ততার রেশ। এখনও একে অপরের সঙ্গে সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা।
বেশ কয়েক মাস আগেই বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন জিতু-নবনীতা। এক ছাদের নীচে না থাকলেও তাঁদের মধ্যে নেই তিক্ততার রেশ। এখনও একে অপরের সঙ্গে সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা।
advertisement
2/5
আলাদা হয়েছে আগেই। আলাদ হয়েছে ছাদ। তবে বিচ্ছেদ আঁকড়ে বসে থাকলে তো আর জীবন চলে না। সম্প্রতি মুক্তি পেয়েছে 'মানুষ'। জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু। পেশাগত ক্ষেত্রে প্রাক্তনের অগ্রগতিতে খুশি নবনীতা।
আলাদা হয়েছে আগেই। আলাদ হয়েছে ছাদ। তবে বিচ্ছেদ আঁকড়ে বসে থাকলে তো আর জীবন চলে না। সম্প্রতি মুক্তি পেয়েছে 'মানুষ'। জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু। পেশাগত ক্ষেত্রে প্রাক্তনের অগ্রগতিতে খুশি নবনীতা।
advertisement
3/5
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। তবে এই বিষয়ে কোনও কথা বলেননি নবনীতা।
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। তবে এই বিষয়ে কোনও কথা বলেননি নবনীতা।
advertisement
4/5
এসবের মাঝে দশমীর রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নবনীতা৷ যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, স্বামী জিতুর স্কুটারে চেপে ঘুরছেন নবনীতা৷ চারিদিক শুনশান, আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে গাড়ির পিছনে বসে ভিডিও করেছেন নবনীতা৷ পুজোর শেষ দিনে এই ভিডিও দেখে স্বভাবতই আঁতকে উঠেছেন অনুরাগীরা৷ তবে কি পুরনো মান অভিমান ভুলে ফের এক হলেন তারা? এমনটাই অনেকে মনে করেছেন৷
এসবের মাঝে দশমীর রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নবনীতা৷ যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, স্বামী জিতুর স্কুটারে চেপে ঘুরছেন নবনীতা৷ চারিদিক শুনশান, আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে গাড়ির পিছনে বসে ভিডিও করেছেন নবনীতা৷ পুজোর শেষ দিনে এই ভিডিও দেখে স্বভাবতই আঁতকে উঠেছেন অনুরাগীরা৷ তবে কি পুরনো মান অভিমান ভুলে ফের এক হলেন তারা? এমনটাই অনেকে মনে করেছেন৷
advertisement
5/5
তবে সম্প্রতি নবনীতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে তাঁকে শাঁখা, সিঁদুর, লাল শাড়িতে দেখা যাচ্ছে৷
তবে সম্প্রতি নবনীতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে তাঁকে শাঁখা, সিঁদুর, লাল শাড়িতে দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement