Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াতকে গ্রেফতারের হুঁশিয়ারি জানাল মুম্বই কোর্ট

Last Updated:
দায়ের করা মানহানির মামলায় এখনও পর্যন্ত একবারও শুনানির সময় আদালতে হাজিরা দেননি কঙ্গনা।
1/5
গত বছরের নভেম্বরেই কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করেছিলেন বলিউডের নামী গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। photo source collected
গত বছরের নভেম্বরেই কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করেছিলেন বলিউডের নামী গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। photo source collected
advertisement
2/5
সে সময় হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্ক প্রসঙ্গে জাভেদের বিরুদ্ধে বাড়িতে ডেকে হুমকি দেওয়ার অভিযোগ করেন কঙ্গনা। তাছাড়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বিতর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ জাভেদ আখতারের। তাঁর মতে, কঙ্গনার এই ধরনের দাবির ফলে তিনি নানা হুমকি বার্তা ও টেলিফোন পেয়েছেন। এতে অনেক ক্ষতি হয়েছে জাভেদ আখতারের। তাঁকে নিয়ে ট্রোলডও করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই কঙ্গনার বিরুদ্ধে কেস ফাইল করেন জাভেদ আখতার। photo source collected
সে সময় হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্ক প্রসঙ্গে জাভেদের বিরুদ্ধে বাড়িতে ডেকে হুমকি দেওয়ার অভিযোগ করেন কঙ্গনা। তাছাড়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বিতর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ জাভেদ আখতারের। তাঁর মতে, কঙ্গনার এই ধরনের দাবির ফলে তিনি নানা হুমকি বার্তা ও টেলিফোন পেয়েছেন। এতে অনেক ক্ষতি হয়েছে জাভেদ আখতারের। তাঁকে নিয়ে ট্রোলডও করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই কঙ্গনার বিরুদ্ধে কেস ফাইল করেন জাভেদ আখতার। photo source collected
advertisement
3/5
দায়ের করা মানহানির মামলায় এখনও পর্যন্ত একবারও শুনানির সময় আদালতে হাজিরা দেননি কঙ্গনা। photo source collected
দায়ের করা মানহানির মামলায় এখনও পর্যন্ত একবারও শুনানির সময় আদালতে হাজিরা দেননি কঙ্গনা। photo source collected
advertisement
4/5
মঙ্গলবারও ছিল শুনানির দি‌ন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। photo source collected
মঙ্গলবারও ছিল শুনানির দি‌ন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। photo source collected
advertisement
5/5
এই পরিস্থিতিতে আগামী শুনানির দিনও তিনি উপস্থিত না হলে তাঁর নামে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার হুঁশিয়ারি দিল মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত।photo source collected
এই পরিস্থিতিতে আগামী শুনানির দিনও তিনি উপস্থিত না হলে তাঁর নামে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার হুঁশিয়ারি দিল মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত।photo source collected
advertisement
advertisement
advertisement