সিগারেটে টানেই ছিল সুখ, কিন্তু সেই সুখ ত্যাগের সিদ্ধান্ত নিলেন মুম্বই তারকা! কেন

Last Updated:
quit smoking: কোনও ব্যক্তি যদি ২৮ দিন টানা ধূমপান না করেন, তবে বোঝা যায়, একেবারে সিগারেট ছেড়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। তাই ২৮ দিন অতিক্রম করার জন্য অপেক্ষা করছেন অভিনেতা।
1/10
#মুম্বই: সিগারেটের নেশায় বুঁদ ছিলেন তিনি। ধূমপানে মহা সুখ ছিল তাঁর। কিন্তু চার দিনের বেশি হয়ে গেল সিগারেটে একটা টানও দেননি। কিন্তু বিষাক্ত এই সুখ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ? এই মনের জোর কি কোনও রোগের আভাস পাওয়ার পরেই?
#মুম্বই: সিগারেটের নেশায় বুঁদ ছিলেন তিনি। ধূমপানে মহা সুখ ছিল তাঁর। কিন্তু চার দিনের বেশি হয়ে গেল সিগারেটে একটা টানও দেননি। কিন্তু বিষাক্ত এই সুখ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ? এই মনের জোর কি কোনও রোগের আভাস পাওয়ার পরেই?
advertisement
2/10
না, তার আগেই নিজের শরীর, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে গেলেন মুম্বইয়ের তারকা। তার নেপথ্যে রয়েছে পরিবার, সন্তানের প্রতি অগাধ ভালবাসা। নতুন বছরের রেসোলিউশন নিলেন, সিগারেট খাওয়া ছেড়ে দেবেন।
না, তার আগেই নিজের শরীর, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে গেলেন মুম্বইয়ের তারকা। তার নেপথ্যে রয়েছে পরিবার, সন্তানের প্রতি অগাধ ভালবাসা। নতুন বছরের রেসোলিউশন নিলেন, সিগারেট খাওয়া ছেড়ে দেবেন।
advertisement
3/10
advertisement
4/10
তার পর সংবাদমাধ্যমকে এই রেসোলিউশন নিয়ে বলেন, ''এই বছর সিগারেট ছেড়ে দেব বলে ঠিক করেছিলাম। এটা খুব একটা সহজ নয় কিন্তু। তাও চেষ্টা করছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি সিগারেট খাচ্ছি না।''
তার পর সংবাদমাধ্যমকে এই রেসোলিউশন নিয়ে বলেন, ''এই বছর সিগারেট ছেড়ে দেব বলে ঠিক করেছিলাম। এটা খুব একটা সহজ নয় কিন্তু। তাও চেষ্টা করছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি সিগারেট খাচ্ছি না।''
advertisement
5/10
তবে জানা গেল, নিকোটিন প্যাচের সাহায্যে এই কাজে সক্ষম হচ্ছেন তিনি। বহুদিন ধরেই চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না ধূমপান ছাড়তে।
তবে জানা গেল, নিকোটিন প্যাচের সাহায্যে এই কাজে সক্ষম হচ্ছেন তিনি। বহুদিন ধরেই চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না ধূমপান ছাড়তে।
advertisement
6/10
কিন্তু এবার ছেলের সামনে ভাল উদাহরণ রাখার জন্য রেসোলিউশন নিয়ে সফল হয়েছেন তিনি। ফলে শরীরও ভালই লাগছে অর্জুনের। ফ্রেশ লাগছে বলে জানালেন।
কিন্তু এবার ছেলের সামনে ভাল উদাহরণ রাখার জন্য রেসোলিউশন নিয়ে সফল হয়েছেন তিনি। ফলে শরীরও ভালই লাগছে অর্জুনের। ফ্রেশ লাগছে বলে জানালেন।
advertisement
7/10
যখনই সিগারেট খেতে ইচ্ছে করছে, নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেলছেন। এমনকি ধ্যান করলেও এই বিষয়ে উপকার পাচ্ছেন তিনি। এমন কোনও জায়গায় যাচ্ছেন না এখন, যেখানে গেলে সঙ্গের দোষে সিগারেট খেয়ে ফেলতে পারেন।
যখনই সিগারেট খেতে ইচ্ছে করছে, নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেলছেন। এমনকি ধ্যান করলেও এই বিষয়ে উপকার পাচ্ছেন তিনি। এমন কোনও জায়গায় যাচ্ছেন না এখন, যেখানে গেলে সঙ্গের দোষে সিগারেট খেয়ে ফেলতে পারেন।
advertisement
8/10
অর্জুন জেনেছেন, কোনও ব্যক্তি যদি ২৮ দিন টানা ধূমপান না করেন, তবে বোঝা যায়, একেবারে সিগারেট ছেড়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। তাই ২৮ দিন অতিক্রম করার জন্য অপেক্ষা করছেন তিনি। তবেই তিনি বুঝে যাবেন যে পুরোপুরি নেশা ত্যাগ হয়েছে তাঁর।
অর্জুন জেনেছেন, কোনও ব্যক্তি যদি ২৮ দিন টানা ধূমপান না করেন, তবে বোঝা যায়, একেবারে সিগারেট ছেড়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। তাই ২৮ দিন অতিক্রম করার জন্য অপেক্ষা করছেন তিনি। তবেই তিনি বুঝে যাবেন যে পুরোপুরি নেশা ত্যাগ হয়েছে তাঁর।
advertisement
9/10
২০১৩ সালে বিয়ের পর ২০১৫ সালে অর্জুন এবং তাঁর স্ত্রী নেহা স্বামী পুত্রসন্তানের জন্ম দেন। নিষ্ঠাবান বাবা হিসেবে সুখ্যাতি রয়েছে অনেক দিন ধরেই। আর তাই ছেলের জন্য খারাপ নেশা ছেড়ে দিলেন তিনি।
২০১৩ সালে বিয়ের পর ২০১৫ সালে অর্জুন এবং তাঁর স্ত্রী নেহা স্বামী পুত্রসন্তানের জন্ম দেন। নিষ্ঠাবান বাবা হিসেবে সুখ্যাতি রয়েছে অনেক দিন ধরেই। আর তাই ছেলের জন্য খারাপ নেশা ছেড়ে দিলেন তিনি।
advertisement
10/10
ছেলে অয়নের জন্য তাঁর ভালবাসার প্রমাণ এর আগেও বহুবার পেয়েছেন তাঁর ভক্তরা। তবে এবার তিনি যা করলেন, তাতে অনেক মানুষের উপর তার একটি অপূর্ব প্রভাব পড়তে পারে। যা মানবজাতির উপকার করবে।
ছেলে অয়নের জন্য তাঁর ভালবাসার প্রমাণ এর আগেও বহুবার পেয়েছেন তাঁর ভক্তরা। তবে এবার তিনি যা করলেন, তাতে অনেক মানুষের উপর তার একটি অপূর্ব প্রভাব পড়তে পারে। যা মানবজাতির উপকার করবে।
advertisement
advertisement
advertisement