ধারাবাহিক থেকে ডেমি মুরের সঙ্গে ছবি, হৃতিক-শাহিদদের নায়িকা...বলিউডের 'হট প্রপার্টি' এখন ম্রুনাল ঠাকুর

Last Updated:
একটি সাক্ষাৎকারে ম্রুনাল জানান “আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম। ট্রেনের দরজার সামনে অনেক সময় দাঁড়াতাম। ভাবতাম, ট্রেন থেকে ঝাঁপ দেব।”
1/8
রূপালি বডিকন ড্রেসে বাজিমাত করলেন 'জার্সি' খ্যাত নায়িকা ম্রুনাল ঠাকুর
রূপালি বডিকন ড্রেসে বাজিমাত করলেন 'জার্সি' খ্যাত নায়িকা ম্রুনাল ঠাকুর
advertisement
2/8
 খুব অল্প বয়স থেকেই নানা জায়গায় অডিশন দিতে শুরু করেছিলেন ম্রুনাল। সুযোগ না পেয়ে অতীতে একাধিকবার ভেঙে পড়েছিলেন।
খুব অল্প বয়স থেকেই নানা জায়গায় অডিশন দিতে শুরু করেছিলেন ম্রুনাল। সুযোগ না পেয়ে অতীতে একাধিকবার ভেঙে পড়েছিলেন।
advertisement
3/8
 একটি সাক্ষাৎকারে ম্রুনাল জানান  “আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম। ট্রেনের দরজার সামনে অনেক সময় দাঁড়াতাম। ভাবতাম, ট্রেন থেকে ঝাঁপ দেব।”
একটি সাক্ষাৎকারে ম্রুনাল জানান “আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম। ট্রেনের দরজার সামনে অনেক সময় দাঁড়াতাম। ভাবতাম, ট্রেন থেকে ঝাঁপ দেব।”
advertisement
4/8
মুম্বই এসে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ‘তুফান’-এর নায়িকা।
মুম্বই এসে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ‘তুফান’-এর নায়িকা।
advertisement
5/8
কিন্তু মন যেন সায় দিত না! এদিকে, বাড়ি ভাড়া, খাওয়ার খরচ জোগাতে কালঘাম ছুটত। কিন্তু হারেননি ম্রুনাল। প্রথমে মডেলিং, তার পর ছোট পর্দা দিয়ে কেরিয়ারের যাত্রা শুরু করেন
কিন্তু মন যেন সায় দিত না! এদিকে, বাড়ি ভাড়া, খাওয়ার খরচ জোগাতে কালঘাম ছুটত। কিন্তু হারেননি ম্রুনাল। প্রথমে মডেলিং, তার পর ছোট পর্দা দিয়ে কেরিয়ারের যাত্রা শুরু করেন
advertisement
6/8
ধীরে ধীরে স্বপ্ন সত্যি হল। বলিউড।  হৃতিক রোশন, ফারহান আখতার, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি
ধীরে ধীরে স্বপ্ন সত্যি হল। বলিউড। হৃতিক রোশন, ফারহান আখতার, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি
advertisement
7/8
ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে ডেমি মুরের সঙ্গে ছবি। তার পর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের কেরিয়ার বর্ণময়
ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে ডেমি মুরের সঙ্গে ছবি। তার পর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের কেরিয়ার বর্ণময়
advertisement
8/8
‘লাভ সোনিয়া’ করার সময়ে কলকাতায় এসে সোনাগাছিতে গিয়েছিলেন ম্রুণাল। সেখানকার বাসিন্দারা কেমন ভাবে কথা বলেন, তাঁদের হাঁটাচলা সব কিছু রপ্ত করেছিলেন।
‘লাভ সোনিয়া’ করার সময়ে কলকাতায় এসে সোনাগাছিতে গিয়েছিলেন ম্রুণাল। সেখানকার বাসিন্দারা কেমন ভাবে কথা বলেন, তাঁদের হাঁটাচলা সব কিছু রপ্ত করেছিলেন।
advertisement
advertisement
advertisement