দক্ষিণে পা রাখতেই প্রশংসার বন্যা, এক সময়ে এই ম্রুণাল ট্রেন থেকে ঝাঁপ দিতে চাইতেন

Last Updated:
প্রথম দক্ষিণী ছবিতে সাফল্য, বলিউডেও বড় বড় তারকার সঙ্গে জুটি বেঁধে কাজ। কিন্তু শুরু থেকেই এত মসৃণ ছিল না তাঁর জীবন। পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই।
1/9
দক্ষিণে পা রেখেই সাফল্যের স্বাদ ম্রুণাল ঠাকুরের। হনু রঘবাপুদি পরিচালিত তেলুগু ছবি 'সীতা রামম'-এ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
দক্ষিণে পা রেখেই সাফল্যের স্বাদ ম্রুণাল ঠাকুরের। হনু রঘবাপুদি পরিচালিত তেলুগু ছবি 'সীতা রামম'-এ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
advertisement
2/9
জুটি বেঁধেছিলেন মালয়ালী ছবির সুপারস্টার দুলকার সলমনের সঙ্গে। দেশ বিদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। বক্স অফিসেও ভাল লক্ষ্মীলাভ হয়েছে।
জুটি বেঁধেছিলেন মালয়ালী ছবির সুপারস্টার দুলকার সলমনের সঙ্গে। দেশ বিদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। বক্স অফিসেও ভাল লক্ষ্মীলাভ হয়েছে।
advertisement
3/9
প্রথম দক্ষিণী ছবিতেই বাজিমাত বলি নায়িকার। মুম্বইয়ের ছোটপর্দার অভিনেত্রী ধীরে ধীরে বড় পর্দায় পা রাখলেন। তার পর একে একে রাজ্যের বেড়াজাল পেরিয়ে দক্ষিণেও পৌঁছে গেলেন ম্রুণাল। কেরিয়ারের চিত্ররেখা এখন প্রায় শীর্ষে।
প্রথম দক্ষিণী ছবিতেই বাজিমাত বলি নায়িকার। মুম্বইয়ের ছোটপর্দার অভিনেত্রী ধীরে ধীরে বড় পর্দায় পা রাখলেন। তার পর একে একে রাজ্যের বেড়াজাল পেরিয়ে দক্ষিণেও পৌঁছে গেলেন ম্রুণাল। কেরিয়ারের চিত্ররেখা এখন প্রায় শীর্ষে।
advertisement
4/9
প্রথম দক্ষিণী ছবিতে সাফল্য, বলিউডেও বড় বড় তারকার সঙ্গে জুটি বেঁধে কাজ। কিন্তু শুরু থেকেই এত মসৃণ ছিল না তাঁর জীবন। পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই।
প্রথম দক্ষিণী ছবিতে সাফল্য, বলিউডেও বড় বড় তারকার সঙ্গে জুটি বেঁধে কাজ। কিন্তু শুরু থেকেই এত মসৃণ ছিল না তাঁর জীবন। পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই।
advertisement
5/9
খুব ছোট থেকেই তাঁকে অনিশ্চয়তা গ্রাস করেছিল। ব্যর্থ হওয়ার ভয় ছিল তাঁর মনে। অভিনয় করতে চেয়েছিলেন ছোটবেলাতেই। কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন এক সময়ে। মনে হচ্ছিল, তাঁর জীবনে কিচ্ছুটি হবে না। যেখানে পৌঁছতে চান, কোনও দিনও পৌঁছতে পারবেন না।
খুব ছোট থেকেই তাঁকে অনিশ্চয়তা গ্রাস করেছিল। ব্যর্থ হওয়ার ভয় ছিল তাঁর মনে। অভিনয় করতে চেয়েছিলেন ছোটবেলাতেই। কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন এক সময়ে। মনে হচ্ছিল, তাঁর জীবনে কিচ্ছুটি হবে না। যেখানে পৌঁছতে চান, কোনও দিনও পৌঁছতে পারবেন না।
advertisement
6/9
নিজেকে শেষ করে ফেলার কথা ভেবেছেন একাধিক বার। বয়স তখন মাত্র ১৭ বা ১৮। সাক্ষাৎকারে নিজের আত্মহত্যা প্রবণতার কথা বলতে গিয়ে এ কথা জানান তিনি।
নিজেকে শেষ করে ফেলার কথা ভেবেছেন একাধিক বার। বয়স তখন মাত্র ১৭ বা ১৮। সাক্ষাৎকারে নিজের আত্মহত্যা প্রবণতার কথা বলতে গিয়ে এ কথা জানান তিনি।
advertisement
7/9
ম্রুণালের কথায়, ''আমি ভাবতাম, ভাল কাজ না করতে পারলে, জীবনে কিছুই করতে পারব না। ভেবেছিলাম, বয়স ২৩ হতেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এর পর সন্তানের জন্ম দিতে হবে। ঠিক এগুলোই আমি করতে চাইনি।''
ম্রুণালের কথায়, ''আমি ভাবতাম, ভাল কাজ না করতে পারলে, জীবনে কিছুই করতে পারব না। ভেবেছিলাম, বয়স ২৩ হতেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এর পর সন্তানের জন্ম দিতে হবে। ঠিক এগুলোই আমি করতে চাইনি।''
advertisement
8/9
নানা জায়গায় অডিশন দিতে যেতেন তিনি। লোকাল ট্রেনে যাতায়াত করতেন। কত বার যে ভেবেছেন ট্রেন থেকে ঝাঁপ মেরে দেবেন! কিন্তু এই ভুল থেকে নিজেকে এক দিন সরিয়ে আনলেন তিনি। লড়াই করলেন নিজের সঙ্গে।
নানা জায়গায় অডিশন দিতে যেতেন তিনি। লোকাল ট্রেনে যাতায়াত করতেন। কত বার যে ভেবেছেন ট্রেন থেকে ঝাঁপ মেরে দেবেন! কিন্তু এই ভুল থেকে নিজেকে এক দিন সরিয়ে আনলেন তিনি। লড়াই করলেন নিজের সঙ্গে।
advertisement
9/9
হৃতিক রোশন, ফারহান আখতার, শাহিদ কপূর, দুলকার সলমন, আরও কত প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। আর নিজেকে ব্যর্থ মনে হয় না তাঁর।
হৃতিক রোশন, ফারহান আখতার, শাহিদ কপূর, দুলকার সলমন, আরও কত প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। আর নিজেকে ব্যর্থ মনে হয় না তাঁর।
advertisement
advertisement
advertisement