Moushumi Chatterjee: 'যারা পারে না...', পর্দায় ঘনিষ্ঠতা নিয়ে বিস্ফেরক মৌসুমী, বলিউডের ভিতরের কথায় অবাক সকলে

Last Updated:
Moushumi Chatterjee: এক মজার মন্তব্য করে সকলকে তাক লাগিয়ে দিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সঞ্চালকের প্রশ্নের এমন সব উত্তর দিলেন, যা শুনে হেসে লুটোপুটি সকলেই।
1/5
তাঁর সূক্ষ্ণ রসবোধ চর্চার রসদ জোগায় বারবার। এ বারও অন্যথা হল না। সম্প্রতি কপিল শর্মার শোয়ে একের পর এক মজার মন্তব্য করে সকলকে তাক লাগিয়ে দিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সঞ্চালকের প্রশ্নের এমন সব উত্তর দিলেন, যা শুনে হেসে লুটোপুটি সকলেই।
তাঁর সূক্ষ্ণ রসবোধ চর্চার রসদ জোগায় বারবার। এ বারও অন্যথা হল না। সম্প্রতি কপিল শর্মার শোয়ে একের পর এক মজার মন্তব্য করে সকলকে তাক লাগিয়ে দিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সঞ্চালকের প্রশ্নের এমন সব উত্তর দিলেন, যা শুনে হেসে লুটোপুটি সকলেই।
advertisement
2/5
কপিল জানতে চেয়েছিলেন, সেটে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে সব চেয়ে বেশি ইতস্তত বোধ করতেন কোন অভিনেতা? এক মুহূর্ত না ভেবেই মৌসুমীর উত্তর, "যে রোম্যান্স করতে পারত না, সে ইতস্তত বোধ করত।"
কপিল জানতে চেয়েছিলেন, সেটে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে সব চেয়ে বেশি ইতস্তত বোধ করতেন কোন অভিনেতা? এক মুহূর্ত না ভেবেই মৌসুমীর উত্তর, "যে রোম্যান্স করতে পারত না, সে ইতস্তত বোধ করত।"
advertisement
3/5
মৌসুমীর এই উত্তর শুনে হাসি থামাতে পারেননি কপিলও। এর পরেই তিনি প্রশ্ন করেন, সব থেকে বেশি ফ্লার্ট করতেন কে? ফের মৌসুমীর সোজাসাপটা উত্তর, 'আমি'।
মৌসুমীর এই উত্তর শুনে হাসি থামাতে পারেননি কপিলও। এর পরেই তিনি প্রশ্ন করেন, সব থেকে বেশি ফ্লার্ট করতেন কে? ফের মৌসুমীর সোজাসাপটা উত্তর, 'আমি'।
advertisement
4/5
মৌসুমী একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি হিন্দি এবং বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে কাজ করেছেন।
মৌসুমী একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি হিন্দি এবং বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে কাজ করেছেন।
advertisement
5/5
'বালিকা বধু', 'অনুরাগ', রোটি কাপড়া অউর মকান', 'আঙ্গুর', 'মঞ্জিল', 'ওগো বধূ সুন্দরী', 'আনন্দ আশ্রম'-এর মতো ছবি।
'বালিকা বধু', 'অনুরাগ', রোটি কাপড়া অউর মকান', 'আঙ্গুর', 'মঞ্জিল', 'ওগো বধূ সুন্দরী', 'আনন্দ আশ্রম'-এর মতো ছবি।
advertisement
advertisement
advertisement