খোলা চুল, কালো অফ-শোল্ডার ফ্রক-এ লাস্যের জোয়ার... নেটদুনিয়ায় উষ্ণ মৌনী

Last Updated:
খোদ রণবীর সিং পর্যন্ত মৌনীর 'হট' অবতারের তারিফ করেছেন
1/7
খোলা চুল, কালো অফ-শোল্ডার ফ্রক-এ লাস্যের জোয়ার... নেটদুনিয়ায় উষ্ণ মৌনী
খোলা চুল, কালো অফ-শোল্ডার ফ্রক-এ লাস্যের জোয়ার... নেটদুনিয়ায় উষ্ণ মৌনী
advertisement
2/7
২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর
২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর
advertisement
3/7
২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে। অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।
২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে। অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।
advertisement
4/7
বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।
বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।
advertisement
5/7
মৌনীর জন্ম কোচবিহারে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লি চলে যান। সেখান থেকে মুম্বই গিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।
মৌনীর জন্ম কোচবিহারে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লি চলে যান। সেখান থেকে মুম্বই গিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।
advertisement
6/7
গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা ছবি, ভিডিও।
গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা ছবি, ভিডিও।
advertisement
7/7
খোদ রণবীর সিং পর্যন্ত মৌনীর 'হট' অবতারের তারিফ করেছেন
খোদ রণবীর সিং পর্যন্ত মৌনীর 'হট' অবতারের তারিফ করেছেন
advertisement
advertisement
advertisement