মৌনি রায়। বলিউডের অন্যতম অভিনেত্রী। বাঙালি কন্যার বলিউডে পা রাখা এবং নিজের জায়গা তৈরির লড়াইয়ে দক্ষতার সঙ্গে জিতেছেন তিনি। মৌনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা বোল্ড ছবি তিনি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মৌনি রায় সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। যা বেশ ভাইরাল হয়েছে। ছবিতে খোলা চুল ও কালো পোশাকে ব্ল্যাক ম্যাজিক তৈরি করেছেন নায়িকা। কালো পোশাক, কালো টুপি সেই সঙ্গে ব্ল্যাক লিপস্টিক। এই সাজ মৌনি করে তুলেছে অনন্য। মৌনির এই ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া। কিছুদিন আগেই মৌনি জানিয়েছেন তিনি কবে বসবেন বিয়ের পিঁড়িতে। পাত্র পছন্দ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু সানাই বাজার। তবে সে সবের মধ্যেও কাজ থেমে নেই নায়িকার। এই পোস্টে মৌনি একটি বার্তাও দেন। তিনি প্রত্যেককে বার্তা দেন এক সুন্দর পৃথিবী তৈরির। বলিউডে মৌনি জন আব্রাহাম থেকে অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। মৌনি এ বছরেই জানুয়ারিতেই সেরে ফেলবেন তাঁর বিয়ে। প্রেমিক সুরজের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন তিনি। তাঁর এবং সুরজের মধ্যে যোগ সূত্র তৈরি করে দিয়েছেন বলিউডের আর এক জনপ্রিয় নায়িকা মন্দিরা বেদি। ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। গোয়ার একটি নামকরা ফাইভ স্টার হোটেল তিনি বুক করে ফেলেছেন বিয়ের জন্য। (फोटो साभारः Instagram @imouniroy) ২৭ জানুয়ারি তাঁর বিয়ে। এর মাঝেই নিজের কিছু বিশেষ ফটোশ্যুট করিয়েছেন তিনি। এবং সেই সব ছবি নিজেই শেয়ার করেছেন ইনস্টাতে। মৌনি রায়ের বয়স ৩৬ বছর। সুরজ ও তাঁর বিয়ের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে।