'স্বদেশীনি বিদেশিনী'! এক সঙ্গে জুটি বাঁধলেন মৌবনি ও রূপসা ! বহু বছর পর দুই বন্ধুর দেখা ! তারপর?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মৌবনি সরকার ও রূপসা গুহর বন্ধুত্বের গল্প বলতে আসছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায় !
advertisement
advertisement
advertisement
advertisement
পরিচালক জানিয়েছেন, "হিন্দিতে ফিচার এবং সর্ট ফিল্ম বানানোর পর বাংলায় কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। স্বদেশীনি বিদেশিনী দিয়ে ইচ্ছে পূরন হল। তবে খুব শীঘ্রই আমার ফিচার ফিল্মের স্যুট শুরু হতে চলেছে। আমি ভীষণ খুশি কাজটা করে। কারণ কমেডি ফিল্ম বানানো ভীষণ শক্ত।মুলাকাত দাদা-সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। সোচের জন্য সর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টার পেয়েছি। আশা করছি আগামী দিনেও ভাল কাজ করে যেতে পারবো।"