পরিচালক জানিয়েছেন, "হিন্দিতে ফিচার এবং শর্ট ফিল্ম বানানোর পর বাংলায় কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। স্বদেশীনি বিদেশিনী দিয়ে ইচ্ছে পূরন হল। তবে খুব শীঘ্রই আমার ফিচার ফিল্মের স্যুট শুরু হতে চলেছে। আমি ভীষণ খুশি কাজটা করে। কারণ কমেডি ফিল্ম বানানো ভীষণ শক্ত।মুলাকাত দাদা-সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। সোচ-এর জন্য শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টার পেয়েছি। আশা করছি আগামী দিনেও ভাল কাজ করে যেতে পারবো।"