Mother's Day || Bollywood Star: 'মায়ের ভালবাসার কোনও বিকল্প হয় না' ভিকি, কাজল-সহ বলি-তারকারা কী বার্তা দিলেন মায়ের উদ্দ্যশে দেখে নিন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। বিশ্ব আজ মাদারস ডে উদযাপন করছে। সকলেই আজ সোশ্যাল মিডিয়ায় তাদের মায়েদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত, নানা ছবি শেয়ার করছে নিচ্ছে। আবার কেউ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে মাকে দিচ্ছে উপহার। আর সেখানে বাদ নেই বলি-তারকারাও ভিকি কৌশল, কাজল, সুস্মিতা সেন-সহ আরও অনেক তারকা মার সঙ্গে স্যোশাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছেন। মায়েদের জন্য লিখেছেন আন্তরিক বার্তা।
মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। বিশ্ব আজ মাদারস ডে উদযাপন করছে। সকলেই আজ সোশ্যাল মিডিয়ায় তাদের মায়েদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত, নানা ছবি শেয়ার করছে নিচ্ছে। আবার কেউ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে মাকে দিচ্ছে উপহার। আর সেখানে বাদ নেই বলি-তারকারাও ভিকি কৌশল, কাজল, সুস্মিতা সেন-সহ আরও অনেক তারকা মার সঙ্গে স্যোশাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছেন। মায়েদের জন্য লিখেছেন আন্তরিক বার্তা।
advertisement
advertisement
মা তনুজার সঙ্গে একটি সাদা-কালো ছবিও শেয়ার করেছেন কাজল এবং লিখেছেন, “মায়েরা সব সময়ই মা-ই হয়। এটি এমন একটা কাজ যার কোনও ছুটি নেই। শুধু জীবনের বড় সিদ্ধান্তে নয় বরং তুমি যেভাবে প্রতিদিন, প্রতিমুহূর্তে ভালবাসার দিয়ে ছোট ছোট সব বিষয়ে সব সময় পাশে থাক, সেই ভাবেই তোমায় সব সময় চাই। কারণ মা তো মা। তাঁর ভালবাসার কোনও বিকল্প হয় না। সমাজের সব কাজে সব সময় নিজের সব সাহসটুকু আমাকে দিয়ে যেভাবে লড়াই করার জন্য এগিয়ে দিয়েছ তাতে তোমায় ধন্যবাদ বললেও কম বলা হবে। তাও আমাকে সব কাজে এগিয়ে যাওয়ার সাহস যোগানোর জন্য অনেক ধন্যবাদ মা..."
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement