Mithun Chakrabortys Former Wife Helena Luke: মিঠুনের সঙ্গে ৪ মাসের ‘সন্দেহ ভরা দাম্পত্য’! বহু প্রেম! বলিউডে নায়িকা হতে গিয়ে ব্যর্থ হেলেনার মৃত্যুর আগে শেষ পোস্টেও ধোঁয়াশা

Last Updated:
Mithun Chakrabortys Former Wife Helena Luke:মিঠুনের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর আক্ষেপ ছিল৷ সাক্ষাৎকারে বলেছিলেন ওই দমবন্ধ করা সম্পর্ক থেকে তিনি বেরতে চেয়েছিলেন৷
1/6
মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী হেলেনা লিউকের মৃত্যুরহস্য ঘিরে ধোঁয়াশা এখনও কাটল না৷ গত ৩ নভেম্বর আমেরিকায় প্রয়াত হন হেলেনা৷ বয়স হয়েছিল ৬৮ বছর৷ মৃত্যুর আগে তাঁর শেষ ফেসবুক পোস্ট আলোচনার কেন্দ্রে৷ তিনি লিখেছিলেন,‘‘অদ্ভুত লাগছে৷ আবেগ মিলেমিশে যাচ্ছে৷ এবং জানি না সব কেন গুলিয়ে যাচ্ছে৷’’ এটাই ছিল হেলেনের শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট৷
মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী হেলেনা লিউকের মৃত্যুরহস্য ঘিরে ধোঁয়াশা এখনও কাটল না৷ গত ৩ নভেম্বর আমেরিকায় প্রয়াত হন হেলেনা৷ বয়স হয়েছিল ৬৮ বছর৷ মৃত্যুর আগে তাঁর শেষ ফেসবুক পোস্ট আলোচনার কেন্দ্রে৷ তিনি লিখেছিলেন,‘‘অদ্ভুত লাগছে৷ আবেগ মিলেমিশে যাচ্ছে৷ এবং জানি না সব কেন গুলিয়ে যাচ্ছে৷’’ এটাই ছিল হেলেনের শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট৷
advertisement
2/6
হেলেনার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী কল্পনা আইয়ার৷ সাতের দশকে হেলেনার সঙ্গে আলাপ মিঠুনের৷ তাঁরা বিয়ে করেন ১৯৭৯-এ৷ তবে তাঁদের দাম্পত্য স্থায়ী হয়েছিল মাত্র ৪ মাস৷ স্বল্পস্থায়ী বিবাহিত জীবন নিয়ে হেলেনা সুখী ছিলেন না৷
হেলেনার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী কল্পনা আইয়ার৷ সাতের দশকে হেলেনার সঙ্গে আলাপ মিঠুনের৷ তাঁরা বিয়ে করেন ১৯৭৯-এ৷ তবে তাঁদের দাম্পত্য স্থায়ী হয়েছিল মাত্র ৪ মাস৷ স্বল্পস্থায়ী বিবাহিত জীবন নিয়ে হেলেনা সুখী ছিলেন না৷
advertisement
3/6
পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘মিঠুন ছিলেন অপরিণত৷ সন্দেহ করত আমার অন্য কারওর সঙ্গে প্রেম আছে বলে৷ পরে বুঝতে পেরেছিলাম ও কমপ্লেক্সে ভুগছে৷ আসলে আমাকে গোপন করে নিজেই সম্পর্কে বাঁধা পড়েছিল৷ সন্দেহ করত আমিও বোধহয় সেটাই করছি৷’’ মিঠুনের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর আক্ষেপ ছিল৷ সাক্ষাৎকারে বলেছিলেন ওই দমবন্ধ করা সম্পর্ক থেকে তিনি বেরতে চেয়েছিলেন৷
পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘মিঠুন ছিলেন অপরিণত৷ সন্দেহ করত আমার অন্য কারওর সঙ্গে প্রেম আছে বলে৷ পরে বুঝতে পেরেছিলাম ও কমপ্লেক্সে ভুগছে৷ আসলে আমাকে গোপন করে নিজেই সম্পর্কে বাঁধা পড়েছিল৷ সন্দেহ করত আমিও বোধহয় সেটাই করছি৷’’ মিঠুনের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর আক্ষেপ ছিল৷ সাক্ষাৎকারে বলেছিলেন ওই দমবন্ধ করা সম্পর্ক থেকে তিনি বেরতে চেয়েছিলেন৷
advertisement
4/6
মিঠুনের সঙ্গে দাম্পত্যের পাশাপাশি বলিউডে হেলেনার কেরিয়ারের স্বপ্নও মুখ থুবড়ে পড়েছিল৷ কিছু সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও বিশেষ সুবিধে হয়নি৷ ‘মর্দ’, ‘জুদাই’, ‘আও পেয়ার করেঁ’, ‘দো গুলাব’, ‘সাথ সাথ’, ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’-এর মতো কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে৷ কিন্তু কোনওদিন প্রথম সারির মুখ হয়ে উঠতে পারেননি৷ পরিচিতি না পেলেও হেলেনার জীবনে প্রেম বা সম্পর্কের অভাব ছিল না৷
মিঠুনের সঙ্গে দাম্পত্যের পাশাপাশি বলিউডে হেলেনার কেরিয়ারের স্বপ্নও মুখ থুবড়ে পড়েছিল৷ কিছু সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও বিশেষ সুবিধে হয়নি৷ ‘মর্দ’, ‘জুদাই’, ‘আও পেয়ার করেঁ’, ‘দো গুলাব’, ‘সাথ সাথ’, ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’-এর মতো কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে৷ কিন্তু কোনওদিন প্রথম সারির মুখ হয়ে উঠতে পারেননি৷ পরিচিতি না পেলেও হেলেনার জীবনে প্রেম বা সম্পর্কের অভাব ছিল না৷
advertisement
5/6
বলিউডের অন্দরমহলে গুঞ্জন, মিঠুনের আগে হেলেনার সম্পর্ক ছিল জাভেদ খানের সঙ্গে৷ আবার শোনা যায়, সারিকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর হেলেনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন৷ কিন্তু তাঁদের বিয়ে ৪ মাসের মধ্যে ভেঙে যাওয়ার পর অভিনেতা বিয়ে করেন অভিনেত্রী যোগীতা বালিকে৷ আটের দশকে উঠতি অভিনেতা বিজয়েন্দ্র ঘাটগের সঙ্গেও হেলেনার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল৷ কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি তাঁর জীবনে৷
বলিউডের অন্দরমহলে গুঞ্জন, মিঠুনের আগে হেলেনার সম্পর্ক ছিল জাভেদ খানের সঙ্গে৷ আবার শোনা যায়, সারিকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর হেলেনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন৷ কিন্তু তাঁদের বিয়ে ৪ মাসের মধ্যে ভেঙে যাওয়ার পর অভিনেতা বিয়ে করেন অভিনেত্রী যোগীতা বালিকে৷ আটের দশকে উঠতি অভিনেতা বিজয়েন্দ্র ঘাটগের সঙ্গেও হেলেনার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল৷ কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি তাঁর জীবনে৷
advertisement
6/6
হেলেনাকে ১৯৮৮ সালের ‘এক নয়া রিস্তা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। বলিউডের ব্যর্থ ইনিংসে ইতি টেনে আমেরিকা চলে যান তিনি৷ কাজ করেন উড়ান সংস্থায়৷ তাঁর ঘটনাবহুল বিতর্কিত জীবনের শেষেও রয়ে গেল রহস্য৷
হেলেনাকে ১৯৮৮ সালের ‘এক নয়া রিস্তা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। বলিউডের ব্যর্থ ইনিংসে ইতি টেনে আমেরিকা চলে যান তিনি৷ কাজ করেন উড়ান সংস্থায়৷ তাঁর ঘটনাবহুল বিতর্কিত জীবনের শেষেও রয়ে গেল রহস্য৷
advertisement
advertisement
advertisement