Mithun Chakraborty: খোশমেজাজে মিঠুন, তড়িঘড়ি ফিরলেন শ্যুটিংয়ে, চেনা ছন্দে 'মহাগুরু'কে পেয়ে বড় স্বস্তি ইউনিটের!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty: যেমন কথা ঠিক তেমন কাজ৷ কথা রেখেই ১৯ তারিখ সকালেই 'শাস্ত্রী' ছবির শ্যুটিংয়ে ফিরলেন অভিনেতা মিঠুন৷
advertisement
advertisement
অভিনেতা মিঠুনের ডান হাত ও ডান পা-সহ পুরো ডানদিকেই দুর্বলতা ছিল৷ হাসপাতালে নিয়ে আসার পর ব্রেনের এম আর আই করার পর দেখা যায় ইস্কেমিক কার্ডিওভাসকুলার স্ট্রোক হয়েছে অভিনেতার৷ তিনজন চিকিৎসকের দলের পর্যবেক্ষণ ছিলেন অভিনেতা৷ নিউরো মেডিসিন, হৃদরোগ বিশেষজ্ঞ, গ্যস্ট্রোএন্টারোলজিস্ট দেখেছিলেন মিঠুন চক্রবর্তীকে৷
advertisement
ব্রেন স্ট্রোক হওয়ার পর দ্রুত অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় তাড়াতাড়ি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই শ্যুটিংয়ে ফিরতে চাইছিলেন অভিনেতা৷ তবে চিকিৎসকেরা বিশ্রামে এবং চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন অভিনেতাকে সেইমতো চিকিৎসকদের কথা মেনে ফের চেনা ছন্দে ধরা দিলেন মহাগুরু৷
advertisement
advertisement
সোমবার সকালেই শ্যুটিং ফ্লোরে খোশমেজাজে ধরা দেন মহাগুরু৷ পুরনো চেনা ছন্দে মহাগুরুকে পেয়ে ইউনিটের সকলেই ভীষণ খুশি৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রাম নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা৷ জানা গেছে, ১ মার্চ পর্যন্ত চলবে ছবির শ্যুটিং৷ চলতি বছরের দুর্গাপুজোর সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি 'শাস্ত্রী'৷