Mithun Chakraborty First Wife Passes Away: চেলে গেলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী, একরাশ ক্ষোভ-বেদনা নিয়ে শেষ হল এক অধ্যায়, লাস্ট পোস্টে দুঃখের কথা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী৷ অনেকেই হয়ত জানেন না যে যোগিতা বালিকে বিয়ে করার আগে তিনি হেলেনা লুকাকে বিয়ে করেন৷ প্রয়াত হেলেনা৷ তিনি থাকতেন আমেরিকায়৷
advertisement
advertisement
advertisement
হেলেনা বলেন, 'মিঠুন যত বড় তারকাই হোক না কেন, এখন আর তার সঙ্গে আমার সম্পর্ক হবে না। আমার সিদ্ধান্ত বদলাবে না, সে যতই ধনী হোক না কেন। আমি তার কাছে ভিক্ষাও চাইনি। এই সম্পর্ক আমার জন্য একটি দুঃস্বপ্ন হিসাবে প্রমাণিত এবং এখন সম্পূর্ণরূপে শেষ. আমি চাই মিঠুন আমার সম্পর্কে কথা বলা বন্ধ করুক। এমনকী তখনই তিনি জানিয়ে দেন যে মিঠুন আর তাঁর সম্পর্ক নিয়ে তিনি আর কোনও রকম কথা বলতে চান না ভবিষ্যতে৷ ফলে আর কখনও এই বিয়ের কথা নিয়ে আলোচনাও হয়নি৷
advertisement
advertisement
advertisement
মিঠুনের সম্বন্ধে শুধুই খারাপ অভিজ্ঞতা ছিল হেলেনার৷ এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুনের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন অভিনেত্রী হেলেনা। বিয়ের পর নিজের প্রথম জন্মদিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, 'সেদিন মিঠুন শহরের বাইরে ছিলেন এবং আমাকে এক টাকাও দেননি। এমনকি তিনি আমাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তারপর আমার বন্ধুরা আমাকে ডিনারের জন্য নিয়ে গেল। তিনি আরও জানিয়েছিলেন যে মিঠুন শুধু নিজেকেই ভালবাসে, আর কাউকে নন৷