Mithun Chakraborty First Wife Passes Away: চেলে গেলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী, একরাশ ক্ষোভ-বেদনা নিয়ে শেষ হল এক অধ্যায়, লাস্ট পোস্টে দুঃখের কথা...

Last Updated:
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী৷ অনেকেই হয়ত জানেন না যে যোগিতা বালিকে বিয়ে করার আগে তিনি হেলেনা লুকাকে বিয়ে করেন৷ প্রয়াত হেলেনা৷ তিনি থাকতেন আমেরিকায়৷
1/7
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী৷ অনেকেই হয়ত জানেন না যে যোগিতা বালিকে বিয়ে করার আগে তিনি হেলেনা লুকাকে বিয়ে করেন৷ প্রয়াত হেলেনা৷ তিনি থাকতেন আমেরিকায়৷
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী৷ অনেকেই হয়ত জানেন না যে যোগিতা বালিকে বিয়ে করার আগে তিনি হেলেনা লুকাকে বিয়ে করেন৷ প্রয়াত হেলেনা৷ তিনি থাকতেন আমেরিকায়৷
advertisement
2/7
কী কারণে হেলেনার মৃত্যু সেটা জানা যায়নি৷ তবে শেষের কয়েকদিন তাঁর সোশ্যাল পোস্টগুলো বেদনাদায়ক বার্তার ভরা ছিল৷
কী কারণে হেলেনার মৃত্যু সেটা জানা যায়নি৷ তবে শেষের কয়েকদিন তাঁর সোশ্যাল পোস্টগুলো বেদনাদায়ক বার্তার ভরা ছিল৷
advertisement
3/7
মিঠুন ও হেলেনার বিয়ে বেশি দিন টেকেনি৷ মাত্র ৪ মাসেই শেষ হয় তাঁর দাম্পত্য৷ বিয়ের তিন বছর পর একটি নামকরা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হেলেনা বলেছিলেন, তিনি আর কখনো মিঠুনের কাছে যাবেন না। হেলেনা আরও প্রকাশ করেছেন যে তিনিই মিঠুনের কাছে ডিভোর্স চেয়েছিলেন।
মিঠুন ও হেলেনার বিয়ে বেশি দিন টেকেনি৷ মাত্র ৪ মাসেই শেষ হয় তাঁর দাম্পত্য৷ বিয়ের তিন বছর পর একটি নামকরা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হেলেনা বলেছিলেন, তিনি আর কখনো মিঠুনের কাছে যাবেন না। হেলেনা আরও প্রকাশ করেছেন যে তিনিই মিঠুনের কাছে ডিভোর্স চেয়েছিলেন।
advertisement
4/7
হেলেনা বলেন, 'মিঠুন যত বড় তারকাই হোক না কেন, এখন আর তার সঙ্গে আমার সম্পর্ক হবে না। আমার সিদ্ধান্ত বদলাবে না, সে যতই ধনী হোক না কেন। আমি তার কাছে ভিক্ষাও চাইনি। এই সম্পর্ক আমার জন্য একটি দুঃস্বপ্ন হিসাবে প্রমাণিত এবং এখন সম্পূর্ণরূপে শেষ. আমি চাই মিঠুন আমার সম্পর্কে কথা বলা বন্ধ করুক। এমনকী তখনই তিনি জানিয়ে দেন যে মিঠুন আর তাঁর সম্পর্ক নিয়ে তিনি আর কোনও রকম কথা বলতে চান না ভবিষ্যতে৷ ফলে আর কখনও এই বিয়ের কথা নিয়ে আলোচনাও হয়নি৷
হেলেনা বলেন, 'মিঠুন যত বড় তারকাই হোক না কেন, এখন আর তার সঙ্গে আমার সম্পর্ক হবে না। আমার সিদ্ধান্ত বদলাবে না, সে যতই ধনী হোক না কেন। আমি তার কাছে ভিক্ষাও চাইনি। এই সম্পর্ক আমার জন্য একটি দুঃস্বপ্ন হিসাবে প্রমাণিত এবং এখন সম্পূর্ণরূপে শেষ. আমি চাই মিঠুন আমার সম্পর্কে কথা বলা বন্ধ করুক। এমনকী তখনই তিনি জানিয়ে দেন যে মিঠুন আর তাঁর সম্পর্ক নিয়ে তিনি আর কোনও রকম কথা বলতে চান না ভবিষ্যতে৷ ফলে আর কখনও এই বিয়ের কথা নিয়ে আলোচনাও হয়নি৷
advertisement
5/7
অনেক অভিনেত্রীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়ে ছিল। প্রথমে অভিনেত্রী সারিকার সঙ্গে তার সম্পর্কের খবর আসে। পরে তিনি ১৯৭৯ সালে মডেল-অভিনেত্রী হেলেনা লুককে বিয়ে করেন। মিঠুনের এই বিয়েও বেশিদিন টেকেনি এবং চার মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।
অনেক অভিনেত্রীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়ে ছিল। প্রথমে অভিনেত্রী সারিকার সঙ্গে তার সম্পর্কের খবর আসে। পরে তিনি ১৯৭৯ সালে মডেল-অভিনেত্রী হেলেনা লুককে বিয়ে করেন। মিঠুনের এই বিয়েও বেশিদিন টেকেনি এবং চার মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।
advertisement
6/7
কে এই হেলেনা? ৭-এর দশকে ফ্যাশন জগতে পরিচিত নাম হেলেনা৷ তিনি অভিনয় করেন বলিউডের কয়েকটি ছবিতে৷ মর্দ, এক নয়া রিস্তা, মেরে সাথ চল, দো গুলাব ছবিতে তাঁকে দেখা গিয়েছিল৷
কে এই হেলেনা? ৭-এর দশকে ফ্যাশন জগতে পরিচিত নাম হেলেনা৷ তিনি অভিনয় করেন বলিউডের কয়েকটি ছবিতে৷ মর্দ, এক নয়া রিস্তা, মেরে সাথ চল, দো গুলাব ছবিতে তাঁকে দেখা গিয়েছিল৷
advertisement
7/7
মিঠুনের সম্বন্ধে শুধুই খারাপ অভিজ্ঞতা ছিল হেলেনার৷ এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুনের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন অভিনেত্রী হেলেনা। বিয়ের পর নিজের প্রথম জন্মদিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, 'সেদিন মিঠুন শহরের বাইরে ছিলেন এবং আমাকে এক টাকাও দেননি। এমনকি তিনি আমাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তারপর আমার বন্ধুরা আমাকে ডিনারের জন্য নিয়ে গেল। তিনি আরও জানিয়েছিলেন যে মিঠুন শুধু নিজেকেই ভালবাসে, আর কাউকে নন৷
মিঠুনের সম্বন্ধে শুধুই খারাপ অভিজ্ঞতা ছিল হেলেনার৷ এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুনের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন অভিনেত্রী হেলেনা। বিয়ের পর নিজের প্রথম জন্মদিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, 'সেদিন মিঠুন শহরের বাইরে ছিলেন এবং আমাকে এক টাকাও দেননি। এমনকি তিনি আমাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তারপর আমার বন্ধুরা আমাকে ডিনারের জন্য নিয়ে গেল। তিনি আরও জানিয়েছিলেন যে মিঠুন শুধু নিজেকেই ভালবাসে, আর কাউকে নন৷
advertisement
advertisement
advertisement