Tollywood Actress Ananya Guha wore bikini, viral photos: সম্প্রতি বৈদিক ভিলেজ রিসর্টে ঘুরতে গিয়েছিলেন স্যান্ডিজির বউ অর্থাৎ অনন্যা গুহ। আর সেখানেই নীল ও কালো মিশেলে একটি বিকিনিতে ধরা দিয়েছেন, সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি।
*তবে এটাই অনন্যার প্রথম সিরিয়াল নয়। 'মিঠাই'-এর আগে অনন্যা জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'তেও অভিনয় করেছিলেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
3/ 10
*কৃষ্ণকলি সিরিয়ালে 'শ্যামা' অর্থাৎ তিয়াশা রায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সেখানে অবশ্য চরিত্রে সামান্য হলেও নেগেটিভ শেড ছিল। ছবিঃ ইনস্টাগ্রাম।
4/ 10
*মিঠাই সিরিয়ালে অবশ্য অনন্যা একেবারে মিষ্টি বউ। অবাঙালি পরিবারের কন্যা হলেও তিনি এখন বাঙালি বাড়ির বউ। ছবিঃ ইনস্টাগ্রাম।
5/ 10
*সম্প্রতি বৈদিক ভিলেজ রিসর্টে ঘুরতে গিয়েছিলেন স্যান্ডিজির বউ অর্থাৎ অনন্যা গুহ। আর সেখানেই নীল ও কালো মিশেলে একটি বিকিনিতে ধরা দিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
6/ 10
*ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের নীল জলে গা ডুবিয়ে বসে রয়েছেন অনন্যা। তাঁর নানান মুডের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ইনস্টাগ্রাম।
7/ 10
*ক্যাপশনে অনন্যা লিখেছেন, ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। তবে এই প্রথম নয়। এর আগেও সুইমিং পুলে স্নানের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ইনস্টাগ্রাম।