Tollywood| Tonni Laha Roy: মা আর নেই! বুক ফাটা পোস্ট তন্বীর... মান অভিমান ভুলে পাশে এলেন সেই 'মিঠাই', চোখ ভিজল দর্শকদের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
গত মঙ্গলবার অর্থাৎ ১৪ই মে মৃত্যু হয়েছে তন্বীর মায়ের। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজের বুক ফাটা যন্ত্রণার কথা লেখেন, যা পড়ে চোখ ভিজেছে সবার।
advertisement
গত মঙ্গলবার১৪ই মে মৃত্যু হয়েছে তন্বীর মায়ের। তন্বী লেখেন, ‘এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?'
advertisement
‘মা ও মা! তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছ বোধহয়। কিন্তু দেখলাম চোখের পাতা পড়ছে না তোমার। নিঃশ্বাস তখনও চলছে। ডাক্তার এসে বলল, আর কিছু সময়। এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা মা করে ডাকছি। ১০ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে। মানে মা বেঁচে আছে। মা-এর বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। তারপর সেকেন্ড পেরিয়ে গেল, শিরাটা থেমে গেল। মা…’।
advertisement
advertisement
advertisement
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
advertisement