1/ 6


এ বছর সব কিছুতেই একেবারে অন্য নিয়ম। করোনার থাবায় মানুষের জীবনের কোনও কিছুই ঠিক ভাবে হচ্ছে না। করোনা এ বছর পুজোতেও থাবা বসিয়েছে। দুর্গাপুজোতেই দেখেছি আমরা কতটা কড়া ছিল প্রশাসন।
2/ 6


কালী পুজোর ক্ষেত্রেও কড়া প্রশাসন। প্রতিবারের মতো পুজোর আমেজটাই নেই এ বছর। তবুও কি মায়ের আরাধনা হচ্ছে না ! নিশ্চয়ই হচ্ছে। সব কিছু হচ্ছে করোনা সর্তকতা মেনেই।
5/ 6


তবে সব সময় তিনি কিন্তু করোনার কথা মাথায় রেখেছেন। পুজো প্যান্ডালেও তাঁর মুখে কিন্তু মাস্ক দেখা গেল। সাজ যেমনই হোক মাস্ক কিন্তু মাস্ট।