Meyebela I Rupa Ganguly: রূপা-হীন ‘মেয়েবেলা’র টিআরপি কমল হু হু করে! অনুশ্রীর প্রবেশের এক মাসেই বন্ধ মেগা

Last Updated:
Meyebela I Rupa Ganguly: ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ১৫ জুন শেষ শ্যুট হতে চলেছে এই মেগার। কবে শেষ সম্প্রচার, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও কেন বন্ধ হয়ে যাচ্ছে?
1/7
গত এক মাস ধরে মন্দা চলছে ‘মেয়েবেলা’র। টিআরপি কমে গেল হু হু করে। রূপা গঙ্গোপাধ্যায় এই মেগা থেকে সরে যাওয়ার পরেই টিআরপি কমতে শুরু করে।
গত এক মাস ধরে মন্দা চলছে ‘মেয়েবেলা’র। টিআরপি কমে গেল হু হু করে। রূপা গঙ্গোপাধ্যায় এই মেগা থেকে সরে যাওয়ার পরেই টিআরপি কমতে শুরু করে।
advertisement
2/7
গত সপ্তাহে ‘মেয়েবেলা’র টিআরপি ছিল ৪.২। চলতি সপ্তাহে টিআরপি যদিও অল্প বেড়ে হয়েছে ৫.৩, তাও কপাল ফিরল না। শেষমেশ বন্ধই করে দেওয়া হচ্ছে বলে শোনা গেল ইন্ডাস্ট্রি সূত্রে।
গত সপ্তাহে ‘মেয়েবেলা’র টিআরপি ছিল ৪.২। চলতি সপ্তাহে টিআরপি যদিও অল্প বেড়ে হয়েছে ৫.৩, তাও কপাল ফিরল না। শেষমেশ বন্ধই করে দেওয়া হচ্ছে বলে শোনা গেল ইন্ডাস্ট্রি সূত্রে।
advertisement
3/7
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন।
advertisement
4/7
তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল। তবে এবার জানা গেল, সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে মেগা।
তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল। তবে এবার জানা গেল, সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে মেগা।
advertisement
5/7
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ১৫ জুন শেষ শ্যুট হতে চলেছে এই মেগার। কবে শেষ সম্প্রচার, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও কেন বন্ধ হয়ে যাচ্ছে?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ১৫ জুন শেষ শ্যুট হতে চলেছে এই মেগার। কবে শেষ সম্প্রচার, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও কেন বন্ধ হয়ে যাচ্ছে?
advertisement
6/7
এক মাস আগে রূপার পরিবর্তে অভিনেত্রী অনুশ্রী দাস মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেছিলেন। তার পর থেকেই বিতর্ক শুরু। কেন  রাতারাতি মুখ্য চরিত্র বদলানো হল?
এক মাস আগে রূপার পরিবর্তে অভিনেত্রী অনুশ্রী দাস মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেছিলেন। তার পর থেকেই বিতর্ক শুরু। কেন রাতারাতি মুখ্য চরিত্র বদলানো হল?
advertisement
7/7
রূপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মেগা শুরু হওয়ার পর গল্প নিয়ে তাঁর বেশ আপত্তি তৈরি হয়। শুরুর দিকে যে রকম বলা হয়েছিল, তার সঙ্গে মিল ছিল না সিরিয়ালের পরবর্তী মেকিংয়ের। সেই বিতর্কের পর থেকেই টিআরপি কমতে থাকে।
রূপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মেগা শুরু হওয়ার পর গল্প নিয়ে তাঁর বেশ আপত্তি তৈরি হয়। শুরুর দিকে যে রকম বলা হয়েছিল, তার সঙ্গে মিল ছিল না সিরিয়ালের পরবর্তী মেকিংয়ের। সেই বিতর্কের পর থেকেই টিআরপি কমতে থাকে।
advertisement
advertisement
advertisement