বাবা হওয়ার আগেই মৃত্যু, অভিনেতা চিরঞ্জীবীর মূর্তির সঙ্গে সাধ খেলেন স্ত্রী মেঘনা!

Last Updated:
হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি । চিরঞ্জীবীর মৃত্যুর পরেই জানা যায়, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ।
1/6
• বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হয়নি দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজার । গর্ভবতী স্ত্রী’কে রেখে মাত্র ৩৯ বছর বয়সে, অকালেই চলে যান তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হয়নি দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজার । গর্ভবতী স্ত্রী’কে রেখে মাত্র ৩৯ বছর বয়সে, অকালেই চলে যান তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
• জীবনের সুখের দিনে এমন এখ ভয়ঙ্কর ছন্দপতনে ভেঙে পড়েছিলেন স্ত্রী মেঘনা রাজ । মেঘনার সঙ্গে মাত্র দু’বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিরঞ্জীবী । ছবি: ইনস্টাগ্রাম ।
• জীবনের সুখের দিনে এমন এখ ভয়ঙ্কর ছন্দপতনে ভেঙে পড়েছিলেন স্ত্রী মেঘনা রাজ । মেঘনার সঙ্গে মাত্র দু’বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিরঞ্জীবী । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/6
• গত ৭ জুন মৃত্যু হয়েছিল এই কন্নড় অভিনেতার । হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি । চিরঞ্জীবীর মৃত্যুর পরেই জানা যায়, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা । ছবি: ইনস্টাগ্রাম ।
• গত ৭ জুন মৃত্যু হয়েছিল এই কন্নড় অভিনেতার । হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি । চিরঞ্জীবীর মৃত্যুর পরেই জানা যায়, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
• কঠিন এই পরিস্থিতিতে মেঘনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে পরিবার । সকলেই চান, সুস্থ, সন্দরভাবে সন্তানের জন্ম দিক মেঘনা । গত রবিবার তাই পরিবারের পক্ষ থেকে মেঘনার সাধভক্ষণের অনুষ্ঠান করা হয় । ছবি: ইনস্টাগ্রাম ।
• কঠিন এই পরিস্থিতিতে মেঘনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে পরিবার । সকলেই চান, সুস্থ, সন্দরভাবে সন্তানের জন্ম দিক মেঘনা । গত রবিবার তাই পরিবারের পক্ষ থেকে মেঘনার সাধভক্ষণের অনুষ্ঠান করা হয় । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
• সেই অনুষ্ঠানে ঘটে একটি চমকে দেওয়ার মতো ঘটনা । মেঘনা যাতে কোনওভাবেই তাঁর এই স্পেশ্যাল দিনটায় নিজের স্বামীকে মিস না করেন, তাই বাড়িতেই বসানো হয় চিরঞ্জীবীর একটি বিশাল কাটআউট । ছবি: ইনস্টাগ্রাম ।
• সেই অনুষ্ঠানে ঘটে একটি চমকে দেওয়ার মতো ঘটনা । মেঘনা যাতে কোনওভাবেই তাঁর এই স্পেশ্যাল দিনটায় নিজের স্বামীকে মিস না করেন, তাই বাড়িতেই বসানো হয় চিরঞ্জীবীর একটি বিশাল কাটআউট । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/6
• শারীরিকভাবে না থাকলেও ছবির মাধ্যমে সকলের সঙ্গেই সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জীবী । ছবিও তোলেন সকলের সঙ্গে । ছবি: ইনস্টাগ্রাম ।
• শারীরিকভাবে না থাকলেও ছবির মাধ্যমে সকলের সঙ্গেই সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জীবী । ছবিও তোলেন সকলের সঙ্গে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement