Bollywood Gossip: গ্ল্যামারের চুড়োয় থেকে না খেতে পেয়ে তিলে তিলে মৃত্যু, বলিউড তারকাদের মর্মান্তিক পরিণতি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: এক সময়ের লক্ষ টাকা রোজগার করা তারকারা যাঁরা শেষ জীবনে বিনা চিকিৎসায় কিম্বা না খেতে পেয়ে মারা গেছেন এমনও আছে৷ চিনে নিন তাঁদের৷
মুম্বই: বলিউড বললেই চোখে এক ঝকমকে চাকচিক্যপূর্ণ জীবন, লাইমলাইট এমনটাই মনে হয়৷ কিন্তু বাস্তবটা কী পুরোটাই তাই৷ না এর ঠিক একটা অন্য দিকও রয়েছে৷ যা গোপন, যা কালো, যা অন্ধকার৷ তারকারা তাঁদের সৌন্দর্য্য, ফ্যাশন সেন্স এবং দুর্দান্ত জীবনযাত্রার পাশাপাশি তাদের বিপুল পরিমাণ আয়ের জন্য বিখ্যাত। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন, যাদের পারিশ্রমিক কোটি টাকা।কিন্তু এক সময়ের লক্ষ টাকা রোজগার করা তারকারা যাঁরা শেষ জীবনে বিনা চিকিৎসায় কিম্বা না খেতে পেয়ে মারা গেছেন এমনও আছে৷ চিনে নিন তাঁদের৷
advertisement
advertisement
advertisement
পারভিন বাবি: পারভিন বাবি, যিনি ৭০ এবং ৮০-র দশকের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন, তাঁর লাস্য, সৌন্দর্য্য আর পাঁচজন সমসাময়িক অভিনেত্রীর থেকে তাঁকে আলাদা করে দিয়েছিল৷ তিনিও শেষ বয়স চরম নিঃসঙ্গতায় কাটিয়েছেন, পরতে হয়েছিল আর্থিক সংকটের মুখেও৷ ২০ জানুয়ারি, ২০০৫এ যখন তার অ্যাপার্টমেন্টে তাঁর লাশ পাওয়া যায়, তার ২ দিন আগে তিনি মারা গিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement