হোম » ছবি » বিনোদন » ব্যর্থ অভিনেত্রী-জীবন,‘করীব’-এর নায়িকা নেহা এখন সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

  • 18

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    সিনেমা হিট হয়েছে অথচ নায়িকা হারিয়ে গিয়েছেন অথবা সিনেমা ব্যর্থ হলেও নায়িকাকে দর্শকের ভাল লেগেছিল-এই দুই উদাহরণই বলিউডে ভুরি ভুরি৷ ‘করীব’ ছবির নায়িকা নেহা পড়েন দ্বিতীয় দলে৷ কিন্তু তার পরও তাঁর কেরিয়ার থেমে গিয়েছে অকালেই৷ তিনি রয়ে গিয়েছেন বলিউডের ব্যর্থ ও বিস্মৃত নায়িকাদের দলে৷

    MORE
    GALLERIES

  • 28

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    নেহার জন্মগত নাম শাবানা রাজা৷ সিভিল ইঞ্জিনিয়ার বাবা এবং গৃহবধূ মায়ের সন্তান শাবানার স্বপ্ন ছিল না অভিনেত্রী কেরিয়ারের৷ দিল্লিতে পড়াশোনার সময় তিনি নজরে পড়েন বিধুবিনোদ চোপড়ার ইউনিটের কর্মীদের৷

    MORE
    GALLERIES

  • 38

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    ১৯৯৮ সালে মুক্তি পায় ববি দেওল ও শাবানা রাজা অভিনীত ‘করীব’৷ কিন্তু নায়িকার নাম পাল্টে দিলেন পরিচালক বিধুবিনোদ৷ ছবিতে চরিত্রের নাম অনুযায়ী নাম দিলেন নেহা৷ সেই নামেই পরিচিত হল নবাগতা শাবানার অভিনেত্রী সত্তা৷ কিন্তু এই পরিচয় হারিয়ে যাওয়া মানতে পারেননি তিনি৷ পরে বলেছিলেন এক সাক্ষাৎকারে, এতে তিনি ভুগতেন অস্তিত্বহীনতায়৷

    MORE
    GALLERIES

  • 48

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    ১৯৯৯-এ ‘হোগি প্যায়ার কি জিত’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন অজয় দেবগণের বিপরীতে। ২০০০-এ নেহাকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে, ‘ফিজা’ ছবিতে। পরের বছর নেহা অভিনয় করেন ‘এহসাস: দ্য ফিলিং’ এবং ‘রাহুল’-এ৷ কিন্তু বলিউডে তাঁর অভিনীত কোনও ছবিই সফল হয়নি৷ পরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চেষ্টা করেও ব্যর্থ হন৷

    MORE
    GALLERIES

  • 58

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    এর পর আরও কিছু বক্স অফিস ব্যর্থ ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন নেহা ওরফে শাবানা৷ ২০০৬ সালে তিনি বিয়ে করেন অভিনেতা মনোজ বাজপেয়ীকে৷ দাম্পত্যের পাঁচ বছরে সংসারে আসে কন্যা৷ এর পর মেয়ের দেখাশোনার জন্য অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী৷

    MORE
    GALLERIES

  • 68

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    ১৯৯৮ সালে করীব-এর মতো মুক্তি পেয়েছিল সত্যা-ও৷ ওই ছবির নায়ক তৎকালীন মনোজ বাজপেয়ীর সঙ্গ নেহার আলাপ এক পার্টিতে৷ সেখানে নাকি নেহার সাজসজ্জা একদমই ছিল আটপৌরে৷ কিন্তু সেই সাজেই নেহাতে ভাল লেগেছিল মনোজের৷ এর পর শুরু তাঁদের প্রেমপর্ব৷

    MORE
    GALLERIES

  • 78

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    বিয়ের পর নেহা নিজের শাবানা পরিচয়েই কামব্যাক করেন বলিউডে৷ অভিনয় করেন ‘আলিবাগ’ ছবিতে৷ কিন্তু টিনসেল টাউনে নেহার দ্বিতীয় ইনিংসও সফল হয়নি৷ সে সব নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই৷ স্বামী ও কন্যার সংসারের নিভৃত কোণেই তিনি সুখী৷ তাই মনোজের ইচ্ছে থাকলেও তিনি আর বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না৷

    MORE
    GALLERIES

  • 88

    Kareeb Heroine: সফল হয়নি অভিনেত্রী-জীবন, ‘করীব’-এর নায়িকা নেহা এখন এক সুপারস্টারের স্ত্রী, ঘোর সংসারী

    মনোজের দ্বিতীয় পক্ষের স্ত্রী নেহা৷ কেরিয়ারের শুরুতে ১৯৯৫ সালে মনোজের প্রথম বিয়ে ভেঙে যায়৷ প্রাক্তন দাম্পত্য বা সম্পর্কের ছায়া পড়েনি তাঁর নতুন সম্পর্কে৷ প্রচারের আলো থেকে দূরেই তিনি ও নেহা বড় করছেন তাঁদের একমাত্র সন্তানকে৷ তারকাসুলভ খ্যাতির আঁচ সেখানে তাঁরা পড়তে দেন না৷

    MORE
    GALLERIES