Rekha : আপনার গলায় এতই যৌন আবেদন যে কোনও পুরুষকে ‘বেটা’ ডাকলে... রেখাকে এ কী বলেন মণীশ!

Last Updated:
Rekha : সম্প্রতি মণীশের পোশাকে বড় ব্যানারের পত্রিকার জন্য শ্যুট করেছেন রেখা। ফ্যাশন ডিজাইনার সেই শ্যুট নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, রেখা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারেন। বর্ষীয়ান অভিনেত্রী বারবার পোশাক বদলাতেও রাজি।
1/10
বহু বছরের আবদারের পর মণীশ মালহোত্রার ডাকে সাড়া দিয়েছেন রেখা। যাঁর সৌন্দর্যে মুগ্ধ অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। এমনকি এই প্রজন্মের তারকারাও। ৬৮ বছর বয়সেও নতুন প্রজন্মের নায়িকাদের বলে বলে দশ গোল দিতে পারেন রেখা।
বহু বছরের আবদারের পর মণীশ মালহোত্রার ডাকে সাড়া দিয়েছেন রেখা। যাঁর সৌন্দর্যে মুগ্ধ অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। এমনকি এই প্রজন্মের তারকারাও। ৬৮ বছর বয়সেও নতুন প্রজন্মের নায়িকাদের বলে বলে দশ গোল দিতে পারেন রেখা।
advertisement
2/10
সম্প্রতি মণীশের পোশাকে বড় ব্যানারের পত্রিকার জন্য শ্যুট করেছেন রেখা। ফ্যাশন ডিজাইনার সেই শ্যুট নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, রেখা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারেন। বর্ষীয়ান অভিনেত্রী বারবার পোশাক বদলাতেও রাজি।
সম্প্রতি মণীশের পোশাকে বড় ব্যানারের পত্রিকার জন্য শ্যুট করেছেন রেখা। ফ্যাশন ডিজাইনার সেই শ্যুট নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, রেখা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারেন। বর্ষীয়ান অভিনেত্রী বারবার পোশাক বদলাতেও রাজি।
advertisement
3/10
মণীশের কথায় জানা গেল, তিনি রেখাকে পরামর্শ দিয়েছেন, কাউকে যেন তিনি ‘বেটা’ বলে না ডাকেন। কারণ অভিনেত্রীর গলা এতই সুন্দর আর যৌন আবেদনপূর্ণ যে তাতে অস্বস্তি হয়।
মণীশের কথায় জানা গেল, তিনি রেখাকে পরামর্শ দিয়েছেন, কাউকে যেন তিনি ‘বেটা’ বলে না ডাকেন। কারণ অভিনেত্রীর গলা এতই সুন্দর আর যৌন আবেদনপূর্ণ যে তাতে অস্বস্তি হয়।
advertisement
4/10
সম্প্রতি রেখার সঙ্গে তার সেক্রেটারি ফরজানার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’-তেই নায়িকার জীবনের অজানা তথ্য উঠে এসেছে৷
সম্প্রতি রেখার সঙ্গে তার সেক্রেটারি ফরজানার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’-তেই নায়িকার জীবনের অজানা তথ্য উঠে এসেছে৷
advertisement
5/10
রেখা বাইসেক্সুয়াল, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷
রেখা বাইসেক্সুয়াল, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷
advertisement
6/10
রেখার সবচেয়ে কাছের মানুষ হলেন ফরজানা৷ তাকে টপকে অভিনেত্রীর কাছে পৌঁছানো সম্ভব নয়৷ কেরিয়ারের শুরুর দিন থেকেই রেখার ছায়াসঙ্গী ফরজানা৷
রেখার সবচেয়ে কাছের মানুষ হলেন ফরজানা৷ তাকে টপকে অভিনেত্রীর কাছে পৌঁছানো সম্ভব নয়৷ কেরিয়ারের শুরুর দিন থেকেই রেখার ছায়াসঙ্গী ফরজানা৷
advertisement
7/10
এমনকি রেখার বেডরুমে তিনি ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই৷ তিনিই একমাত্র রেখার পারফেক্ট পার্টনার, তাঁকে ছাড়া রেখা বাঁচতে পারবেন না৷
এমনকি রেখার বেডরুমে তিনি ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই৷ তিনিই একমাত্র রেখার পারফেক্ট পার্টনার, তাঁকে ছাড়া রেখা বাঁচতে পারবেন না৷
advertisement
8/10
রেখা বাইসেক্সুয়াল, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷
রেখা বাইসেক্সুয়াল, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷
advertisement
9/10
যদিও ইয়াসের সম্প্রতি টুইটারে বিবৃতি দিয়ে বলেন, ‘আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার লিভ-ইন রিলেশনশিপ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে লেখালিখি চলছে, যা পুরোপুরি ভুয়ো ও বিভ্রান্তিমূলক৷’
যদিও ইয়াসের সম্প্রতি টুইটারে বিবৃতি দিয়ে বলেন, ‘আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার লিভ-ইন রিলেশনশিপ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে লেখালিখি চলছে, যা পুরোপুরি ভুয়ো ও বিভ্রান্তিমূলক৷’
advertisement
10/10
ইয়াসের উসমান আরও বলেন, বইয়ের কোথাও লিভ-ইন রিলেশনশিপ এই শব্দের ব্যবহার করা হয়নি৷ কোথাও বলা হয়নি তাদের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে৷ তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন৷
ইয়াসের উসমান আরও বলেন, বইয়ের কোথাও লিভ-ইন রিলেশনশিপ এই শব্দের ব্যবহার করা হয়নি৷ কোথাও বলা হয়নি তাদের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে৷ তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement