Mandakini: ২৬ বছর পর ছেলের সঙ্গে পর্দায় ফিরছেন 'রাম তেরি গঙ্গা মইলি'র সুপার-হট মন্দাকিনি !

Last Updated:
Mandakini: কে ভুলতে পেরেছে 'রাম তেরি গঙ্গা মইলি'র মন্দাকিনিকে। সেই সময়ে এমন সাহস ক'জনের ছিল! ফের একবার পর্দায় আগুন ধরাবেন তিনি।
1/7
'রাম তেরি গঙ্গ মইলি'। এই ছবির নাম কে না জানে! প্রজন্মের পর প্রজন্ম এই ছবিকে মনে রেখেছে শুধু মাত্র অভিনেত্রী মন্দাকিনির জন্য। সে সময়ে ওই রকম বোল্ড লুকে তাঁকে দেখা গিয়েছিল। যা ছিল চর্চার বিষয়। photo source collected
'রাম তেরি গঙ্গ মইলি'। এই ছবির নাম কে না জানে! প্রজন্মের পর প্রজন্ম এই ছবিকে মনে রেখেছে শুধু মাত্র অভিনেত্রী মন্দাকিনির জন্য। সে সময়ে ওই রকম বোল্ড লুকে তাঁকে দেখা গিয়েছিল। যা ছিল চর্চার বিষয়। photo source collected
advertisement
2/7
মন্দাকিনির রূপে মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। এই একটি ছবিই বলিউডে সোনার অক্ষরে লিখে রেখেছে মন্দাকিনির নাম। photo source collected
মন্দাকিনির রূপে মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। এই একটি ছবিই বলিউডে সোনার অক্ষরে লিখে রেখেছে মন্দাকিনির নাম। photo source collected
advertisement
3/7
মেরঠের মেয়ে মন্দাকিনি। ২২ বছরের নীল নয়না মন্দাকিনিকে দেখেই মনে ধরে যায় রাজ কাপুরের। তিনিই নায়িকাকে মুম্বই নিয়ে আসেন। জেসমিন নাম বদলে রাখেন মন্দাকিনি। photo source collected
মেরঠের মেয়ে মন্দাকিনি। ২২ বছরের নীল নয়না মন্দাকিনিকে দেখেই মনে ধরে যায় রাজ কাপুরের। তিনিই নায়িকাকে মুম্বই নিয়ে আসেন। জেসমিন নাম বদলে রাখেন মন্দাকিনি। photo source collected
advertisement
4/7
তবে ১৯৯৬ এর পর আর কোনওদিন বলিউডে দেখা যায়নি মন্দাকিনিকে। তাঁকে নিয়ে জড়িয়েছে অনেকের নাম। এমনকি দাউদকে নিয়েও মন্দাকিনির প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যায়।photo source collected
তবে ১৯৯৬ এর পর আর কোনওদিন বলিউডে দেখা যায়নি মন্দাকিনিকে। তাঁকে নিয়ে জড়িয়েছে অনেকের নাম। এমনকি দাউদকে নিয়েও মন্দাকিনির প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যায়।photo source collected
advertisement
5/7
ঠিক কী কারণে সফল কেরিয়ার ছেড়েছিলেন মন্দাকিনি তা অজানাই। তবে খুশির খবর ফের একবার ২৬ বছর পর পর্দায় ফিরছেন নায়িকা। photo source collected
ঠিক কী কারণে সফল কেরিয়ার ছেড়েছিলেন মন্দাকিনি তা অজানাই। তবে খুশির খবর ফের একবার ২৬ বছর পর পর্দায় ফিরছেন নায়িকা। photo source collected
advertisement
6/7
সঙ্গে তাঁর ছেলে রব্বিল কাপুর। 'মা ও মা' নামের একটি মিউজিক ভিডিওতে ছেলের সঙ্গে অভিনয় করছেন মন্দাকিনি।photo source collected
সঙ্গে তাঁর ছেলে রব্বিল কাপুর। 'মা ও মা' নামের একটি মিউজিক ভিডিওতে ছেলের সঙ্গে অভিনয় করছেন মন্দাকিনি।photo source collected
advertisement
7/7
এই মিউজিক ভিডিওর পরিচালক সাজন আগরওয়াল। ছেলের সঙ্গে ফের একবার পর্দায় ফিরছেন তিনি। এই খবরে ফের একবার চর্চায় মন্দাকিনি।photo source collected
এই মিউজিক ভিডিওর পরিচালক সাজন আগরওয়াল। ছেলের সঙ্গে ফের একবার পর্দায় ফিরছেন তিনি। এই খবরে ফের একবার চর্চায় মন্দাকিনি।photo source collected
advertisement
advertisement
advertisement