Malaika Arora: ‘কবে খুইয়েছো ভার্জিনিটি?’ প্রশ্ন করে পুত্রকে রীতিমতো বেকায়দায় ফেললেন মালাইকা! এরপর আরহান যা করলেন…
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Malaika Arora On Son Arhaan Khan Vodcast: ইতিমধ্যেই আরহানের ভিডিও পডকাস্টে অতিথি হিসেবে দেখা গিয়েছে বাবা আরবাজ এবং কাকা সোহেল খানকে। এখন এই পডকাস্টে অতিথি হিসাবে আসতে চলেছেন আরহানের মা মালাইকা অরোরা। যেখানে তাঁকে নিজের সন্তানকে প্রেম, বিয়ে এবং সোশ্যাল মিডিয়ার বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে।
পুত্র আরহান খানের পডকাস্ট 'ডাম্ব বিরিয়ানি'-এর পরের পর্বে উপস্থিত থাকতে দেখা যাবে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবেন তিনি। ইতিমধ্যেই আরহানের ভিডিও পডকাস্টে অতিথি হিসেবে দেখা গিয়েছে বাবা আরবাজ এবং কাকা সোহেল খানকে। এখন এই পডকাস্টে অতিথি হিসাবে আসতে চলেছেন আরহানের মা মালাইকা অরোরা। যেখানে তাঁকে নিজের সন্তানকে প্রেম, বিয়ে এবং সোশ্যাল মিডিয়ার বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে।
advertisement
ইতিমধ্যেই এই বিশেষ পর্বের টিজার পডকাস্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যেখানে আরহানের কাছে মালাইকা জানতে চান যে, তিনি কবে নিজের ভার্জিনিটি বা কৌমার্য হারিয়েছেন! মায়ের এহেন সটান প্রশ্নের মুখে পড়ে আরহানের মুখ থেকে যেন একটা কথাও সরছিল না! খানিক থমকে তিনি মালাইকাকে জিজ্ঞাসা করেন যে, “তুমি কি মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করো?” সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী। এর পরে ফের মালাইকার দিকে ধেয়ে আসে পুত্রের প্রশ্নের বাণ। আরহান বলেন, “আমার পরবর্তী প্রশ্নটা হল, তুমি কবে বিয়ে করছো?”
advertisement
advertisement
প্রসঙ্গত আরহানের পডকাস্টের আগের এপিসোডে দাদা সলমন খানের সঙ্গে নিজেদের সম্পর্কের সমীকরণ তুলে ধরেছেন অভিনেতা সোহেল খান এবং আরবাজ খান। আরবাজ বলেন, “আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ। যখন ছোট ছিলাম, তখন আমরা অবশ্যই সকলে একসঙ্গে থাকতাম। এরপর আমরা কাজ শুরু করি এবং বাড়ি থেকে বেরিয়ে আসি। সলমন তো বিয়ে করেননি, কিন্তু আমরা করেছিলাম এবং তারপর আমাদের বিচ্ছেদও হয়েছে। এরপর অবশ্য আমি আবার বিয়ে করেছি।”
advertisement
আরবাজ খান আরও বলেন, “বিষয়টি হল যখন আমরা আমাদের নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, তখন আমরা একসঙ্গে থাকতে পারি না। তবে কেউ সমস্যায় পড়লে আমরা এককাট্টা হই। আসলে এমন পরিস্থিতিতে মানুষ আরও দূরে চলে যায়। সলমন এবং আমার প্রায়ই দেখা হয়ে ওঠে না। কিন্তু যখন ও অনুভব করে যে, আমি সমস্যায় রয়েছি, তখন আমার সঙ্গে দেখা করতে দ্বিধা করে না। সে আমি, সোহেল বা অন্য কেউই হোক।”
advertisement
প্রসঙ্গত, আরবাজ এবং মালাইকা বিয়ের পর ১৯ বছর একসঙ্গে কাটিয়েছেন। এরপর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরবাজ। অন্য দিকে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন মালাইকা। অনেক দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে বলিউডের অন্দরে ফিসফাস চলছে।