একটা নাচের স্টেপের জন্য টানা এক মাস রিহার্সাল ! আর সেই গান থেকেই রাতারাতি সুপারস্টার, প্রথম সারির নায়িকাদের মনেও ভয় ধরিয়েছিলেন এই অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
প্রায় ৩৬-৩৭ বছর আগের কথা। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি। যার হাত ধরে খ্যাতির একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এমনকী ওই ছবির চরিত্রের নামেই পরিচত হয়ে উঠেছিলেন তিনি। বলা ভাল, এই ছবির জন্যই ভাগ্য উজ্জ্বল হয়েছিল তাঁর।
প্রায় ৩৬-৩৭ বছর আগের কথা। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি। যার হাত ধরে খ্যাতির একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এমনকী ওই ছবির চরিত্রের নামেই পরিচত হয়ে উঠেছিলেন তিনি। বলা ভাল, এই ছবির জন্যই ভাগ্য উজ্জ্বল হয়েছিল তাঁর। এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, মাধুরীর কেরিয়ারের কোন ছবির কথা বলা হচ্ছে! এখানে কথা হচ্ছে, ‘তেজাব’ ছবির। এই ছবির আগে অবশ্য মাধুরী বেশ কিছু ফ্লপ ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু এরপরে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। ভক্তদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছিল। এমনকী, আজও তাঁর ভক্তের সংখ্যা উর্ধ্বমুখী।
advertisement
advertisement
দুর্ধর্ষ নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত। তা সত্ত্বেও এই ছবির একটি গানের একটি স্টেপ তুলতে গিয়ে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছিল অভিনেত্রীকে। আর এই গানটি হল - ‘এক তেরা করুঁ দিন গিন গিন কে ইন্তেজার আজা পিয়া আয়ি বাহার’... সেই যুগে রীতিমতো হইচই ফেলে গিয়েছিল এই গান। এমনকী, আজও তা ভক্তদের পছন্দের তালিকায় রয়েছে। শুধু গানই নয়, মাধুরীর নাচ, অভিনয় এবং স্টাইল - সব কিছুই ভক্তদের মধ্যে উন্মাদনা জাগিয়ে তুলেছিল।
advertisement
advertisement
advertisement
advertisement