Madhuri Dixit First Hero: মাধুরীর প্রথম নায়ক ছিলেন টলিউডের এই দাপুটে অভিনেতা! আর কখনওই খুঁজে পাওয়া যাবে না তাঁকে

Last Updated:
মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল তাপস পালকে।
1/8
বরাবরই তাঁর হাজার ওয়াটের হাসিতে ঘায়েল হতেন ভক্তরা।
বরাবরই তাঁর হাজার ওয়াটের হাসিতে ঘায়েল হতেন ভক্তরা।
advertisement
2/8
১৯৯৯ সালে ডা. নেনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বলিউড থেকে বিদায় নিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন। এর পর ২০০৩ এবং ২০০৫ সালে দুই পুত্রের জন্ম দেন অভিনেত্রী।
১৯৯৯ সালে ডা. নেনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বলিউড থেকে বিদায় নিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন। এর পর ২০০৩ এবং ২০০৫ সালে দুই পুত্রের জন্ম দেন অভিনেত্রী।
advertisement
3/8
পরে ফের ভারতে ফিরে বলিউডে কামব্যাক করেন মাধুরী। বর্তমানে কাজের পাশাপাশি সুখেই ঘরকন্না করছেন তিনি।
পরে ফের ভারতে ফিরে বলিউডে কামব্যাক করেন মাধুরী। বর্তমানে কাজের পাশাপাশি সুখেই ঘরকন্না করছেন তিনি।
advertisement
4/8
আজ, ১৫ মে মাধুরী দীক্ষিতের জন্মদিন ৷ ১৯৬৭ সালে মুম্বইয়ে জন্ম মাধুরীর, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ মাত্র তিন বছর বয়সেই নাচ শেখা শুরু ৷ ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন... সব সময়েই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে মাধুরী ৷
আজ, ১৫ মে মাধুরী দীক্ষিতের জন্মদিন ৷ ১৯৬৭ সালে মুম্বইয়ে জন্ম মাধুরীর, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ মাত্র তিন বছর বয়সেই নাচ শেখা শুরু ৷ ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন... সব সময়েই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে মাধুরী ৷
advertisement
5/8
সেই সময়ে বলিউডের অন্যতম সেরা নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক কানাঘুষো চলেছে ৷ ৯০-এর দশকে শুধু নয়, আজও সঞ্জয় ও মাধুরীর বিষয়ে নানা চর্চা হয়ে থাকে ৷ বিভিন্ন সূত্রের দাবি, একটা সময়ে সঞ্জয় দত্তও চেয়েছিলেন মাধুরীকে বিয়ে করতে ৷ কিন্তু সেই সময় সঞ্জয় বিবাহিত হওয়াতে দু'জনের বিয়েতে বাধা এসেছিল ৷
সেই সময়ে বলিউডের অন্যতম সেরা নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক কানাঘুষো চলেছে ৷ ৯০-এর দশকে শুধু নয়, আজও সঞ্জয় ও মাধুরীর বিষয়ে নানা চর্চা হয়ে থাকে ৷ বিভিন্ন সূত্রের দাবি, একটা সময়ে সঞ্জয় দত্তও চেয়েছিলেন মাধুরীকে বিয়ে করতে ৷ কিন্তু সেই সময় সঞ্জয় বিবাহিত হওয়াতে দু'জনের বিয়েতে বাধা এসেছিল ৷
advertisement
6/8
তবে মাধুরীর সঙ্গে বাংলার যোগ রয়েছে তা অনেকেই জানেন না।  পরিচালক হীরেন নাগের ছবি অবোধে ডেবিউ করেছিলেন মাধুরী। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল তাপস পালকে।
তবে মাধুরীর সঙ্গে বাংলার যোগ রয়েছে তা অনেকেই জানেন না। পরিচালক হীরেন নাগের ছবি অবোধে ডেবিউ করেছিলেন মাধুরী। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল তাপস পালকে।
advertisement
7/8
অবোধ ছবিতে কাজের সময় মাধুরীর বয়স ছিল মাত্র ১৬।
অবোধ ছবিতে কাজের সময় মাধুরীর বয়স ছিল মাত্র ১৬।
advertisement
8/8
সুপার সিঙ্গার থ্রি-তে অতিথি হয়ে এসেছিলেন মাধুরী। সেই সময়ও কলকাতার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলেছিলেন তিনি।
সুপার সিঙ্গার থ্রি-তে অতিথি হয়ে এসেছিলেন মাধুরী। সেই সময়ও কলকাতার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলেছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement