Madhubala Kishore Kumar Love Marriage: কিশোর কুমার কেন শেষ মুহূর্তে মধুবালার পাশে ছিলেন না? মাসে মাত্র দু'বার সাক্ষাৎ! আসল কারণ শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Madhubala Kishore Kumar Love Marriage: বেঁচেছিলেন মাত্র ৩৬ বছর। আর এই ৩৬ বছরের জীবনে অনেক কষ্ট ও যন্ত্ৰণা সহ্য করে মৃত্যুর কাছে একসময় হার মানেন ঝলমলে এই বলিউড অভিনেত্রী। মধুবালার আসল নাম ছিল...
advertisement
advertisement
advertisement
একসময় দিলীপ কুমারের প্রেমে পড়েন মধুবালা। কিন্তু তাঁদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মধুবালার বাবা। পরে দেব আনন্দের সঙ্গে মধুবালার নাম জড়িয়েছিল বেশ। কিন্তু মধুবালার ভাগ্যে বোধহয় লেখা ছিল অন্য গল্প। ১৯৫৬ সালে, কিশোর কুমারের সঙ্গে 'ধাক কে মহল' চলচ্চিত্রটি করেছিলেন মধুবালা। দুজনের দেখা হয়েছিল ছবির সেটেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই নিয়ে ক্রমশ নানা গুঞ্জনও ছড়াতে শুরু করে ইন্ডাস্ট্রিতে। কিন্তু কিশোর একটি বিবৃতিতে বলেন, যখনই মধুবালা তাঁকে দেখতেন, সামনে পেতেন, তিনি অবিরত কাঁদতেন। আর কান্না তাঁর স্বাস্থ্য এবং হৃদয়ের জন্য ভাল ছিল না। সেজন্যই সেই সময় স্ত্রীর স্বাস্থ্যের কথা ভেবেই তাঁর সঙ্গে মাসে ২-৩ বার দেখা করতেন কিশোর কুমার।
advertisement