Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ! নবদম্পতি দশ গোল দেবেন নায়ক-নায়িকাদের, সই সুন্দরীর বিয়ে

Last Updated:
Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : প্রচারের আলোর থেকে দূরে থাকা তারকা-সন্তান এবার হোয়াইট ওয়েডিংয়ের সুবাদে নেটিজেনদের নজরে এসেছেন। অনিরুদ্ধ-কন্যার সৌন্দর্যে মুগ্ধ জনতা।
1/12
আবারও জ্বলজ্বল করে উঠল বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রেম, ভালবাসা, আনন্দ, স্নেহের এক অপরূপ মিশ্রণ। মেয়ের বিয়ের আরও কিছু ছবি পোস্ট করলেন টনি।
আবারও জ্বলজ্বল করে উঠল বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রেম, ভালবাসা, আনন্দ, স্নেহের এক অপরূপ মিশ্রণ। মেয়ের বিয়ের আরও কিছু ছবি পোস্ট করলেন টনি।
advertisement
2/12
৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক। আমেরিকান বংশোদ্ভূত পাত্রের সঙ্গে মার্কিন মুলুকেই বিয়ে হয়েছে গত ৮ জুলাই।
৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক। আমেরিকান বংশোদ্ভূত পাত্রের সঙ্গে মার্কিন মুলুকেই বিয়ে হয়েছে গত ৮ জুলাই।
advertisement
3/12
অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের আরও নতুন কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার পরেই দেখা গেল, অনিরুদ্ধও মেয়ে-জামাইয়ের ছবিতে ভরিয়ে তুলেছেন ইনস্টাগ্রাম।
অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের আরও নতুন কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার পরেই দেখা গেল, অনিরুদ্ধও মেয়ে-জামাইয়ের ছবিতে ভরিয়ে তুলেছেন ইনস্টাগ্রাম।
advertisement
4/12
সই সাদা গাউনে অপরূপ, গাঢ় নীল স্যুটে রূপবান জনি। একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন অধিকাংশ ছবিতে। খ্রিস্টান বিয়ের সমস্ত রীতি মেনেই পরস্পরকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রেরণা-জনি।
সই সাদা গাউনে অপরূপ, গাঢ় নীল স্যুটে রূপবান জনি। একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন অধিকাংশ ছবিতে। খ্রিস্টান বিয়ের সমস্ত রীতি মেনেই পরস্পরকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রেরণা-জনি।
advertisement
5/12
অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি। শিকাগো প্ল্যানেটোরিয়ামের আকাশে যেন প্রেমের রঙে রাঙা হল।
অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি। শিকাগো প্ল্যানেটোরিয়ামের আকাশে যেন প্রেমের রঙে রাঙা হল।
advertisement
6/12
নবদম্পতি যেন এক তুড়িতে টলি-বলির নায়ক-নায়িকাদের দশ গোল দিয়ে দিতে পারেন। কোনও চলচ্চিত্রের চেয়ে কম জমকালো নয় এই বিয়ে, কোনও নায়ক-নায়িকার চেয়ে কম সুন্দর নন দম্পতি।
নবদম্পতি যেন এক তুড়িতে টলি-বলির নায়ক-নায়িকাদের দশ গোল দিয়ে দিতে পারেন। কোনও চলচ্চিত্রের চেয়ে কম জমকালো নয় এই বিয়ে, কোনও নায়ক-নায়িকার চেয়ে কম সুন্দর নন দম্পতি।
advertisement
7/12
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতা ও মুম্বইয়ে একটি রিসেপশন হবে বলে শোনা গিয়েছিল আগেই।
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতা ও মুম্বইয়ে একটি রিসেপশন হবে বলে শোনা গিয়েছিল আগেই।
advertisement
8/12
‘পিঙ্ক’-এর পরিচালক অনিরুদ্ধ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী আমেরিকা পাড়ি দিয়েছিলেন বিয়ের আগে। ফিরে এসে মন খারাপ হয়েছিল বলে মেয়ে-জামাইয়ের ছবি দিয়ে লিখেছিলেন, ‘বাড়ি ফিরলাম, তোমাদের মিস করছি সোনা।’
‘পিঙ্ক’-এর পরিচালক অনিরুদ্ধ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী আমেরিকা পাড়ি দিয়েছিলেন বিয়ের আগে। ফিরে এসে মন খারাপ হয়েছিল বলে মেয়ে-জামাইয়ের ছবি দিয়ে লিখেছিলেন, ‘বাড়ি ফিরলাম, তোমাদের মিস করছি সোনা।’
advertisement
9/12
মেয়ের বিয়েতে স্যুট পরেছিলেন অনিরুদ্ধে। স্ত্রী ইন্দ্রাণীকে গোলাপি শাড়িতে অসাধারণ লেগেছিল। খ্রিস্টান রীতি মেনে মেয়ের সঙ্গে হেঁটে মঞ্চে উঠেছিলেন।
মেয়ের বিয়েতে স্যুট পরেছিলেন অনিরুদ্ধে। স্ত্রী ইন্দ্রাণীকে গোলাপি শাড়িতে অসাধারণ লেগেছিল। খ্রিস্টান রীতি মেনে মেয়ের সঙ্গে হেঁটে মঞ্চে উঠেছিলেন।
advertisement
10/12
মার্কিনী বেয়াই-বেয়ানদের সঙ্গে বাঙালি দম্পতির একাধিক ছবি ও ভিডিও দেখে বোঝা গেল, দুই পরিবারের মধ্যে বেশ সুসম্পর্ক রয়েছে।
মার্কিনী বেয়াই-বেয়ানদের সঙ্গে বাঙালি দম্পতির একাধিক ছবি ও ভিডিও দেখে বোঝা গেল, দুই পরিবারের মধ্যে বেশ সুসম্পর্ক রয়েছে।
advertisement
11/12
টলিউডের তারকা শিল্পী অপর্ণা সেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিরুদ্ধর পোস্টে। এবার কেবল কলকাতায় রিসেপশনের অপেক্ষা।
টলিউডের তারকা শিল্পী অপর্ণা সেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিরুদ্ধর পোস্টে। এবার কেবল কলকাতায় রিসেপশনের অপেক্ষা।
advertisement
12/12
প্রচারের আলোর থেকে দূরে থাকা তারকা-সন্তান এবার হোয়াইট ওয়েডিংয়ের সুবাদে নেটিজেনদের নজরে এসেছেন। অনিরুদ্ধ-কন্যার সৌন্দর্যে মুগ্ধ জনতা কলকাতায় মার্কিন-জামাই বরণের অপেক্ষায় রয়েছেন যেন।
প্রচারের আলোর থেকে দূরে থাকা তারকা-সন্তান এবার হোয়াইট ওয়েডিংয়ের সুবাদে নেটিজেনদের নজরে এসেছেন। অনিরুদ্ধ-কন্যার সৌন্দর্যে মুগ্ধ জনতা কলকাতায় মার্কিন-জামাই বরণের অপেক্ষায় রয়েছেন যেন।
advertisement
advertisement
advertisement