৪ মাস আগে মৃত্যু স্বামীর! ফুটফুটে সন্তানের জন্ম দিলেন বিখ্যাত তারকার স্ত্রী

Last Updated:
তাঁদের বিয়ে হয়েছিল ২০১৬-য়। তাঁদের ১ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।
1/7
• সন্তানকে নিজের চোখে দেখে যাওয়ার ভাগ্য তাঁর হল না । স্বামী’র স্মৃতি বুকে নিয়েই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা সেতুরামণের স্ত্রী উমায়াল।
• সন্তানকে নিজের চোখে দেখে যাওয়ার ভাগ্য তাঁর হল না । স্বামী’র স্মৃতি বুকে নিয়েই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা সেতুরামণের স্ত্রী উমায়াল।
advertisement
2/7
advertisement
3/7
• গর্ভবতী স্ত্রী এই অবস্থায় স্বামীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন । তবে হবু সন্তানের মুখের দিকে তাকিয়ে শক্ত থাকতেই হয় তাঁকে ।
• গর্ভবতী স্ত্রী এই অবস্থায় স্বামীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন । তবে হবু সন্তানের মুখের দিকে তাকিয়ে শক্ত থাকতেই হয় তাঁকে ।
advertisement
4/7
• চেন্নাইয়ের হাসপাতালে গতকাল পুত্র সন্তানের জন্ম দেন উমায়াল। চিকিৎসকরা জানিয়েছেন, মা-সন্তান দু’জনেই এখন ভাল আছেন ।
• চেন্নাইয়ের হাসপাতালে গতকাল পুত্র সন্তানের জন্ম দেন উমায়াল। চিকিৎসকরা জানিয়েছেন, মা-সন্তান দু’জনেই এখন ভাল আছেন ।
advertisement
5/7
• ট্যুইটারে এই খবর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরা । অনেকে তাঁকে ‘কুট্টি সেতু’ বা ‘জুনিয়র সেতু’ বলেও ডাকতে শুরু করেন ।
• ট্যুইটারে এই খবর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরা । অনেকে তাঁকে ‘কুট্টি সেতু’ বা ‘জুনিয়র সেতু’ বলেও ডাকতে শুরু করেন ।
advertisement
6/7
• সেতুরামণ আর উমার বিয়ে হয়েছিল ২০১৬-য়। তাঁদের ১ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।
• সেতুরামণ আর উমার বিয়ে হয়েছিল ২০১৬-য়। তাঁদের ১ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।
advertisement
7/7
• বিয়ের এক বছরের মধ্যে সেতু শিঁরদাঁড়ায় চোট পান । তারপর তাঁর অস্ত্রোপচারও হয় ।
• বিয়ের এক বছরের মধ্যে সেতু শিঁরদাঁড়ায় চোট পান । তারপর তাঁর অস্ত্রোপচারও হয় ।
advertisement
advertisement
advertisement