Shah Rukh Khan: শাহরুখ খানকে 'না' বলেছিলেন লেডি গাগা ! ফিরিয়েছিলেন প্রেমের প্রস্তাব !

Last Updated:
শাহরুখ খানের সঙ্গে ডেট? এ তো না চাইতে হাতের কাছে স্বর্গ পাওয়া ! কিং খানের সঙ্গে ডেটে কে না যেতে চাইবে!
1/5
শাহরুখ খানের সঙ্গে ডেট? এ তো না চাইতে হাতের কাছে স্বর্গ পাওয়া ! কিং খানের সঙ্গে ডেটে কে না যেতে চাইবে! এ তো স্বপ্নের মতো। গোটা দেশ শুধু নয় বিশ্ব পাগল শাহরুখের হাসিতে, কিং খানের প্রেমে। এমন পুরুষের সঙ্গে প্রেম করতে কে না চাইবে ! কিন্তু লেডি গাগার ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। তিনি মোটেও যেতে চান না শাহরুখের সঙ্গে ডেটে। উল্টে প্রস্তাব ফেরত দিতে দু'বার ভাবেননি। photo source collected
শাহরুখ খানের সঙ্গে ডেট? এ তো না চাইতে হাতের কাছে স্বর্গ পাওয়া ! কিং খানের সঙ্গে ডেটে কে না যেতে চাইবে! এ তো স্বপ্নের মতো। গোটা দেশ শুধু নয় বিশ্ব পাগল শাহরুখের হাসিতে, কিং খানের প্রেমে। এমন পুরুষের সঙ্গে প্রেম করতে কে না চাইবে ! কিন্তু লেডি গাগার ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। তিনি মোটেও যেতে চান না শাহরুখের সঙ্গে ডেটে। উল্টে প্রস্তাব ফেরত দিতে দু'বার ভাবেননি। photo source collected
advertisement
2/5
কিন্তু শাহরুখের সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব কেন ফিরিয়েছিলেন লেডি গাগা? ঘটনাটা ২০১১ সালের। সে সময় ভারতে এসেছিলেন লেডি গাগা। আর শাহরুখ খান একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার নিয়েছিলেন গাগার। photo source collected
কিন্তু শাহরুখের সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব কেন ফিরিয়েছিলেন লেডি গাগা? ঘটনাটা ২০১১ সালের। সে সময় ভারতে এসেছিলেন লেডি গাগা। আর শাহরুখ খান একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার নিয়েছিলেন গাগার। photo source collected
advertisement
3/5
সে সময় শাহরুখ নন, অভিনেতার এক ভক্ত গাগাকে প্রশ্ন করেছিলেন, যদি সুযোগ আসে তাহলে কি কিং খানের সঙ্গে ডেটিংয়ে যাবেন গায়িকা? photo source collected
সে সময় শাহরুখ নন, অভিনেতার এক ভক্ত গাগাকে প্রশ্ন করেছিলেন, যদি সুযোগ আসে তাহলে কি কিং খানের সঙ্গে ডেটিংয়ে যাবেন গায়িকা? photo source collected
advertisement
4/5
উত্তরে সপাটে না বলেছিলেন গাগা। লেডি গাগা জানিয়েছিলেন, তিনি  একটু প্রাচীনপন্থী। তিনি বিবাহিত পুরুষের সঙ্গে কখনই ডেটিং করবেন না। photo source collected
উত্তরে সপাটে না বলেছিলেন গাগা। লেডি গাগা জানিয়েছিলেন, তিনি একটু প্রাচীনপন্থী। তিনি বিবাহিত পুরুষের সঙ্গে কখনই ডেটিং করবেন না। photo source collected
advertisement
5/5
গাগার উত্তরে সকলে অবাক হয়েছিল সে সময়। তবে শাহরুখ খান সেই শোতে মজা করেই বিষয়টা সামলেছিলেন। শাহরুখ বলেছিলেন, আমি এই কারণেই আমার স্বপ্নকে আকাশ ছুঁতে দিই না। মাটিতে রাখি। photo source collected
গাগার উত্তরে সকলে অবাক হয়েছিল সে সময়। তবে শাহরুখ খান সেই শোতে মজা করেই বিষয়টা সামলেছিলেন। শাহরুখ বলেছিলেন, আমি এই কারণেই আমার স্বপ্নকে আকাশ ছুঁতে দিই না। মাটিতে রাখি। photo source collected
advertisement
advertisement
advertisement