৩৯-এ পা কুবরা সেঠের। স্ট্রাগলের অন্ত নেই তাঁর। লড়াই শুরু হয়েছে ছোটবেলা থেকেই। লড়াই চলছে এখনও। তাও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পর থেকে যশ, খ্যাতি লাভ করেছেন কুবরা।
2/ 9
বিশেষ করে 'সেক্রেড গেমস' ওয়েব সিরিজের 'কুক্কু' তাঁর জীবনে নতুন মোড় এনে দেয়। অনুরাগ কশ্যপ পরিচালিত এই সিরিজে তিনি রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন। সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল কুবরাকে।
3/ 9
সেখানে পুরুষের লিঙ্গও দেখাতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি পিছপা হননি। ভয় পাননি। কেবল চরিত্রটি নিয়ে ভেবেছিলেন তিনি। নিজের সবটা দিয়ে অভিনয় করেছিলেন কুবরা।
4/ 9
সিরিজ মুক্তি পাওয়ার পর তাঁকে আক্রমণের শিকার হতে হয়। এমনকি তাঁর এক বন্ধু তাঁকে মেসেজ করেছিলেন, ''খ্যাতি এবং পয়সার জন্য তুমি এতটা নীচে নামতে পারো ভাবিনি।'' কিন্তু কুবরার কাছে সে সব প্রাধান্য পায়নি। বরং তাঁর মায়ের কথা তিনি মনে রেখে দিয়েছেন।
5/ 9
তাঁর মা অনুরাগকে ফোন করে বলেছিলেন, ''আমার মেয়ে যা করেছে, আমি গর্বিত। আপনাকেও অনেক ধন্যবাদ।'' বাকিদের নিন্দা, কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কুবরা।
6/ 9
চলতি বছরেই তিনি নিজের জীবনকাহিনি নিয়ে একটি বই লেখেন। সেখান থেকে জানা যায়, ৩০ বছর বয়সে এক বন্ধুর সঙ্গে আন্দামান বেড়াতে গিয়ে সঙ্গম করেন তিনি। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু সে সময়ে তিনি মা হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাই গর্ভপাত করাতে হয় বাধ্য হয়ে।
7/ 9
ছোটবেলায় তিনি এমনকি শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন তাঁর এক কাকার দ্বারা। বহু দিন পর্যন্ত তিনি সেই বিষয়ে চুপ ছিলেন। কারণ তিনি মুখ খুললে তাঁর পরিবার ধ্বংস হয়ে যেতে পারত।
8/ 9
এক রেস্তরাঁর মালিকের সঙ্গে তাঁর মা, দাদার খুব ভাল সম্পর্ক হয়ে যায় ছোটবেলায়। তিনি আবার তাঁর মাকে আর্থিক সাহায্যও করেছিলেন। লোকটি কুবরাকে 'কাকা' ডাকতেও নিষেধ করেন। তখন তাঁর বয়স মাত্র ১৭।
9/ 9
নিজের জীবনের কঠিন সত্যগুলি তিনি তুলে ধরেন নিজের বইয়ে। কিন্তু সেই সময়টা তিনি পেরিয়ে এসেছেন। এখন তাঁর জীবন রঙিন। ঠিক তাঁরই মতো।