Kriti Sanon : ভোটের ফলের দিনেই কমলা পোশাক! কৃতীর পোস্টে রাজনীতির গন্ধ, নেটিজেন বলছে, জয় শ্রীরাম

Last Updated:
Kriti Sanon : এই পোস্ট দেখেই নানা রকমের কমেন্টে ভরিয়ে দিলেন নেটিজেনরা। কেউ এই পোস্টে পেলেন রাজনৈতিক গন্ধ।
1/6
পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল আজ প্রকাশ্যে এলো। পঞ্জাব ছাড়া চার রাজ্যেই গেরুয়া শিবির জয়ী। বিশেষ করে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় জয়ী বিজেপি। আর এমনই এক দিনে সম্পূর্ণ কমলা রঙের পোশাক পরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী কৃতী স্যানন।
পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল আজ প্রকাশ্যে এলো। পঞ্জাব ছাড়া চার রাজ্যেই গেরুয়া শিবির জয়ী। বিশেষ করে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় জয়ী বিজেপি। আর এমনই এক দিনে সম্পূর্ণ কমলা রঙের পোশাক পরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী কৃতী স্যানন।
advertisement
2/6
এমন ছবি পোস্ট করে অর্থপূর্ণ ক্যাপশনও লিখলেন কৃতী। তাঁর কথায়, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক। তার সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখলেন, #BPPomotion
এমন ছবি পোস্ট করে অর্থপূর্ণ ক্যাপশনও লিখলেন কৃতী। তাঁর কথায়, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক। তার সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখলেন, #BPPomotion
advertisement
3/6
এই পোস্ট দেখেই নানা রকমের কমেন্টে ভরিয়ে দিলেন নেটিজেনরা। কেউ এই পোস্টে পেলেন রাজনৈতিক গন্ধ।
এই পোস্ট দেখেই নানা রকমের কমেন্টে ভরিয়ে দিলেন নেটিজেনরা। কেউ এই পোস্টে পেলেন রাজনৈতিক গন্ধ।
advertisement
4/6
কেউ আবার সরাসরি কৃতীর ছবির তলায় লিখলেন জয় শ্রীরাম। হাসির রোল উঠল নেট দুনিয়ায়।
কেউ আবার সরাসরি কৃতীর ছবির তলায় লিখলেন জয় শ্রীরাম। হাসির রোল উঠল নেট দুনিয়ায়।
advertisement
5/6
এই ছবিটি মূলত কৃতী তাঁর আসন্ন ছবি বচ্চন পান্ডের প্রোমোশনের জন্য আপলোড করেছেন।
এই ছবিটি মূলত কৃতী তাঁর আসন্ন ছবি বচ্চন পান্ডের প্রোমোশনের জন্য আপলোড করেছেন।
advertisement
6/6
খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি।
খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি।
advertisement
advertisement
advertisement