Kriti Kharbanda: আদুরে পোষ্যের সঙ্গে কেমন কাটে কৃতীর সময়? দেখলে মন ভাল হবে আপনারও

Last Updated:
Kriti Kharbanda : কৃতীর পোষা একটি হাস্কি ও একটি বিগল কুকুর আছে। তাদের সঙ্গে কৃতীর ছবি দেখলে মুখে হাসি ফুটবে সকলের।
1/10
বলিউড সুন্দরী কৃতী খারবান্দার অধিক সময় বাড়িতে কাটে দুই পোষ্য সারমেয়র সঙ্গে। দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।
বলিউড সুন্দরী কৃতী খারবান্দার অধিক সময় বাড়িতে কাটে দুই পোষ্য সারমেয়র সঙ্গে। দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।
advertisement
2/10
কৃতীর পোষা একটি হাস্কি ও একটি বিগল কুকুর আছে। তাদের সঙ্গে কৃতীর ছবি দেখলে মুখে হাসি ফুটবে সকলের।
কৃতীর পোষা একটি হাস্কি ও একটি বিগল কুকুর আছে। তাদের সঙ্গে কৃতীর ছবি দেখলে মুখে হাসি ফুটবে সকলের।
advertisement
3/10
বাড়িতে পোষ্য থাকলে সত্যিই কি আর কিছু লাগে? ওদের সঙ্গে এভাবেই সময় কেটে যায়।
বাড়িতে পোষ্য থাকলে সত্যিই কি আর কিছু লাগে? ওদের সঙ্গে এভাবেই সময় কেটে যায়।
advertisement
4/10
পোষ্যের মায়ায় যারা ভোলে তারাই বুঝবে এই ছবির মর্ম!
পোষ্যের মায়ায় যারা ভোলে তারাই বুঝবে এই ছবির মর্ম!
advertisement
5/10
পোষ্য কুকুর হোক বা বেড়াল, ওদের বসার কায়দা, তাকানো, সবই যেন আনন্দ দেয় মানুষকে।
পোষ্য কুকুর হোক বা বেড়াল, ওদের বসার কায়দা, তাকানো, সবই যেন আনন্দ দেয় মানুষকে।
advertisement
6/10
এই মায়া, এই ভালবাসায় কোনও ভেজাল নেই। এভাবেই ওরা ভালবাসার মানুষকে আঁকড়ে থাকতে চায়.
এই মায়া, এই ভালবাসায় কোনও ভেজাল নেই। এভাবেই ওরা ভালবাসার মানুষকে আঁকড়ে থাকতে চায়.
advertisement
7/10
শুধু একটু খাবার, মাথার উপর ছাদ আর অনেকটা আদর। তাহলেই ওদের চেয়ে আপন আর কেউ না।
শুধু একটু খাবার, মাথার উপর ছাদ আর অনেকটা আদর। তাহলেই ওদের চেয়ে আপন আর কেউ না।
advertisement
8/10
ওই মায়া চোখ দেখলে কে ভাল না বেসে পারে। কৃতীর এই ছবি সত্যিই পশুপ্রেমীদের খুব পছন্দের।
ওই মায়া চোখ দেখলে কে ভাল না বেসে পারে। কৃতীর এই ছবি সত্যিই পশুপ্রেমীদের খুব পছন্দের।
advertisement
9/10
আদর খাওয়ার সময়ে কোনও দিকে মন থাকে না এই অবলা পোষ্যদের।
আদর খাওয়ার সময়ে কোনও দিকে মন থাকে না এই অবলা পোষ্যদের।
advertisement
10/10
মানসিক শান্তি পাওয়া যায় এই অবলা প্রাণীদের ভালবাসা পেলে।
মানসিক শান্তি পাওয়া যায় এই অবলা প্রাণীদের ভালবাসা পেলে।
advertisement
advertisement
advertisement