কার মৃত্যুতে মুষড়ে পড়লেন আদিল, অর্পিতা ? জানুন ‘অব্যক্ত’ কথা

Last Updated:
1/8
 বেলগাছিয়া মেট্রো স্টেশনের তিন নম্বর গেট ৷ তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি ৷ দূর থেকে শোনা যাচ্ছে কীর্তনের শব্দ ৷ সামনে যেতে দেখা গেল দালানের সামনে পাতা রয়েছে রজনীগন্ধা আর সাদা চাদরে মোড়া খাটিয়া ৷ সেখানে তখন প্রচুর লোকের ভিড় ৷ ছবি: অমৃত হালদার ৷
বেলগাছিয়া মেট্রো স্টেশনের তিন নম্বর গেট ৷ তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি ৷ দূর থেকে শোনা যাচ্ছে কীর্তনের শব্দ ৷ সামনে যেতে দেখা গেল দালানের সামনে পাতা রয়েছে রজনীগন্ধা আর সাদা চাদরে মোড়া খাটিয়া ৷ সেখানে তখন প্রচুর লোকের ভিড় ৷ ছবি: অমৃত হালদার ৷
advertisement
2/8
আসলে এই বাড়িতেই হয়ে গেল পরিচালক অর্জুন দত্ত’র প্রথম ছবি অব্যক্ত’র শ্যুটিং ৷ তখন ছবির একটি ড্রিম সিক্যোয়েন্সের শ্যুটিং চলছে ৷ ছবিতে উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ ‘সাথী’৷ সেই চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় ৷ এই ছবিটি মূলত মা ও ছেলের সম্পর্কের টানাপড়েনের গল্প ৷ আর ছেলে ‘ইন্দ্র’র  ছোটবেলায় চরিত্রটিতে অভিনয় করছে সামন্তক দ্যুতি মিত্র ৷ ছবি: অ্যাডভার্ব ৷
আসলে এই বাড়িতেই হয়ে গেল পরিচালক অর্জুন দত্ত’র প্রথম ছবি অব্যক্ত’র শ্যুটিং ৷ তখন ছবির একটি ড্রিম সিক্যোয়েন্সের শ্যুটিং চলছে ৷ ছবিতে উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ ‘সাথী’৷ সেই চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় ৷ এই ছবিটি মূলত মা ও ছেলের সম্পর্কের টানাপড়েনের গল্প ৷ আর ছেলে ‘ইন্দ্র’র ছোটবেলায় চরিত্রটিতে অভিনয় করছে সামন্তক দ্যুতি মিত্র ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
3/8
এই ছবিতে অর্পিতা অভিনীত চরিত্রটির যুবতী বয়স থেকে মধ্যবয়স পর্যন্ত ধরা পড়বে ৷ আর সেই কারণেই ছবিটিতে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী ৷ তিনি বলেন, ‘‘অভিনেত্রী হিসেবে মনে হয়েছিল এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ৷ এই ছবিতে অভিনয় করার কারণ হিসেবে আরও একটি হাইলাইট হল আদিলের সঙ্গে কাজ করা ৷’’ছবি: অ্যাডভার্ব ৷
এই ছবিতে অর্পিতা অভিনীত চরিত্রটির যুবতী বয়স থেকে মধ্যবয়স পর্যন্ত ধরা পড়বে ৷ আর সেই কারণেই ছবিটিতে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী ৷ তিনি বলেন, ‘‘অভিনেত্রী হিসেবে মনে হয়েছিল এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ৷ এই ছবিতে অভিনয় করার কারণ হিসেবে আরও একটি হাইলাইট হল আদিলের সঙ্গে কাজ করা ৷’’ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
4/8
এই ছবিতে অর্পিতা অভিনীত ‘সাথী’ চরিত্রটির স্বামী ‘কৌশিক’মারা যান ৷ আর সেই সময়কার একটি সিক্যোয়েন্সের শ্যুটিং হচ্ছিল তখন ৷ বেলগাছিয়া রাজবাড়ির দালানের সামনে রজনীগন্ধাফুলে সাজানো খাটিয়া ৷ আর তাঁর উপর শুয়ে ‘কৌশিক’৷ পাশে বসে রয়েছেন স্ত্রী ‘সাথী’ওরফে অর্পিতা ৷ আর শট শেষ হতেই ছুটলেন মেকআপ রুমে ৷ আসলে এই ‘বয়স্ক’ লুকে মিডিয়ার ক্যামেরা থেকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ৷
এই ছবিতে অর্পিতা অভিনীত ‘সাথী’ চরিত্রটির স্বামী ‘কৌশিক’মারা যান ৷ আর সেই সময়কার একটি সিক্যোয়েন্সের শ্যুটিং হচ্ছিল তখন ৷ বেলগাছিয়া রাজবাড়ির দালানের সামনে রজনীগন্ধাফুলে সাজানো খাটিয়া ৷ আর তাঁর উপর শুয়ে ‘কৌশিক’৷ পাশে বসে রয়েছেন স্ত্রী ‘সাথী’ওরফে অর্পিতা ৷ আর শট শেষ হতেই ছুটলেন মেকআপ রুমে ৷ আসলে এই ‘বয়স্ক’ লুকে মিডিয়ার ক্যামেরা থেকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ৷
advertisement
5/8
‘অব্যক্ত’তে আদিলকে দেখা যাবে ‘ইন্দ্র’র বাবার বন্ধু ‘রুদ্র’র চরিত্রে ৷ আদিল বললেন, ‘‘অর্জুন দত্ত যখন আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে এসেছিল ৷ তখন স্ক্রিপ্ট শুনেই আমার ভাল লেগেছিল ৷ মনে হয়েছিল ছেলেটি একটু অন্যভাবে গল্প বলতে চায় ৷ সেই কারণে স্ক্রিপ্ট শোনার পর এক মুহূর্তও সময়  নিইনি হ্যাঁ বলার জন্য ৷’’ছবি: অ্যাডভার্ব ৷
‘অব্যক্ত’তে আদিলকে দেখা যাবে ‘ইন্দ্র’র বাবার বন্ধু ‘রুদ্র’র চরিত্রে ৷ আদিল বললেন, ‘‘অর্জুন দত্ত যখন আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে এসেছিল ৷ তখন স্ক্রিপ্ট শুনেই আমার ভাল লেগেছিল ৷ মনে হয়েছিল ছেলেটি একটু অন্যভাবে গল্প বলতে চায় ৷ সেই কারণে স্ক্রিপ্ট শোনার পর এক মুহূর্তও সময় নিইনি হ্যাঁ বলার জন্য ৷’’ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
6/8
ই ছবিতে অর্পিতার চট্টোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করছেন দিল্লির ছেলে অনুভব কাঞ্জিলাল ৷ পরিচালক অর্জুন কিন্তু এই অভিনেতার কাজে মুগ্ধ ৷ এবং জানিয়েছেন, এই ছবিতে অসাধারণ কাজ করেছেন অনুভব ৷ ছবি মুক্তি পেলেই দর্শকরাও তা অনুভব করতে পারবেন ৷ ছবি: অ্যাডভার্ব ৷
ই ছবিতে অর্পিতার চট্টোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করছেন দিল্লির ছেলে অনুভব কাঞ্জিলাল ৷ পরিচালক অর্জুন কিন্তু এই অভিনেতার কাজে মুগ্ধ ৷ এবং জানিয়েছেন, এই ছবিতে অসাধারণ কাজ করেছেন অনুভব ৷ ছবি মুক্তি পেলেই দর্শকরাও তা অনুভব করতে পারবেন ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
7/8
এই ছবিটিকেই এই বছরের সেরা কাজ মনে করছেন অন্যতম চরিত্র ইন্দ্র অর্থাৎ অনুভব কাঞ্জিলাল। আর অর্পিতার মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করাটাও পরম প্রাপ্তি বলে জানিয়েছেন তিনি ৷ এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে ৷  ছবি: অ্যাডভার্ব ৷
এই ছবিটিকেই এই বছরের সেরা কাজ মনে করছেন অন্যতম চরিত্র ইন্দ্র অর্থাৎ অনুভব কাঞ্জিলাল। আর অর্পিতার মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করাটাও পরম প্রাপ্তি বলে জানিয়েছেন তিনি ৷ এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
8/8
এই ছবিতে ‘ইন্দ্র’র বাবা ‘কৌশিক’-এর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ঘোষ ৷ ছবি: অ্যাডভার্ব ৷
এই ছবিতে ‘ইন্দ্র’র বাবা ‘কৌশিক’-এর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ঘোষ ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
advertisement
advertisement