আর্টিস্ট তৈরির কারখানার জটে অর্ণ! সঙ্গী কলকাতারই একাধিক থিয়েটার কর্মী

Last Updated:
KLIKK Web Series : বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সমদর্শী দত্ত এবং তুহিনা পান্ডেকে
1/6
ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মের পরবর্তী ডার্ক কমেডি- ভিঞ্চি ভারতী অ্যাকাডেমী। গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় সৌমিত দেব।
ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মের পরবর্তী ডার্ক কমেডি- ভিঞ্চি ভারতী অ্যাকাডেমী। গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় সৌমিত দেব।
advertisement
2/6
অভিনয়ে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চ্যাটার্জী, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম ব্যানার্জী, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র এবং আরও অনেকে। বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সমদর্শী দত্ত এবং তুহিনা পান্ডেকে।
অভিনয়ে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চ্যাটার্জী, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম ব্যানার্জী, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র এবং আরও অনেকে। বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সমদর্শী দত্ত এবং তুহিনা পান্ডেকে।
advertisement
3/6
IIC-ইন্ডি ইনস্টিটিউট অব ক্রিয়েটিভিটিতে সুযোগ পাওয়ার জন্যে প্রতিবছর একটা কঠিন পরীক্ষা হয়। বিশ্বের কঠিনতম পরীক্ষা এটি। পাশের হার মাত্র ০.০০২ শতাংশ। Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর ১০লক্ষের বেশি ছাত্র-ছাত্রী IIC পরীক্ষায় বসে, কিন্তু সিট মোটে ১৯৮৪টি। এই IIC পরীক্ষা তৈরি করার জন্যে সারা দেশে ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে প্রচুর নামী দামি প্রতিষ্ঠান। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হল ‘ভিঞ্চিভারতী অ্যাকাডেমী’।
IIC-ইন্ডি ইনস্টিটিউট অব ক্রিয়েটিভিটিতে সুযোগ পাওয়ার জন্যে প্রতিবছর একটা কঠিন পরীক্ষা হয়। বিশ্বের কঠিনতম পরীক্ষা এটি। পাশের হার মাত্র ০.০০২ শতাংশ। Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর ১০লক্ষের বেশি ছাত্র-ছাত্রী IIC পরীক্ষায় বসে, কিন্তু সিট মোটে ১৯৮৪টি। এই IIC পরীক্ষা তৈরি করার জন্যে সারা দেশে ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে প্রচুর নামী দামি প্রতিষ্ঠান। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হল ‘ভিঞ্চিভারতী অ্যাকাডেমী’।
advertisement
4/6
কী হয় এই ভিঞ্চিভারতী অ্যাকাডেমীতে? স্ট্যান্ড আপ কমেডিয়ান শিলাদিত্যকে তাঁর বাবা IIC-তে পরীক্ষার জন্য তৈরি হতে ভিঞ্চিভারতী অ্যাকাডেমীতে ভর্তি করে দিয়ে আসেন। তারপরেই শুরু হয় নতুন গল্প। প্রথম দিন এসেই তাঁর আলাপ হয় ব্যাচেরই কিছু ছাত্র-ছাত্রীর সঙ্গে। তার মধ্যে ছিলেন থিয়েটার আর্টিস্ট অনুজয়, ক্রিটিক শ্রেয়া, রকস্টার বাবি, স্ট্যাণ্ড আপ কমিক শাশ্বতী ইত্যাদি। সঙ্গে কৌশানী, সুলগ্না, পলাশ ইত্যাদি সিনিয়ারের সঙ্গেও আলাপ হয় তাঁদের আর বদলে যেতে থাকে এতদিন ধরে চলে আসা যাবতীয় বিশ্বাস।
কী হয় এই ভিঞ্চিভারতী অ্যাকাডেমীতে? স্ট্যান্ড আপ কমেডিয়ান শিলাদিত্যকে তাঁর বাবা IIC-তে পরীক্ষার জন্য তৈরি হতে ভিঞ্চিভারতী অ্যাকাডেমীতে ভর্তি করে দিয়ে আসেন। তারপরেই শুরু হয় নতুন গল্প। প্রথম দিন এসেই তাঁর আলাপ হয় ব্যাচেরই কিছু ছাত্র-ছাত্রীর সঙ্গে। তার মধ্যে ছিলেন থিয়েটার আর্টিস্ট অনুজয়, ক্রিটিক শ্রেয়া, রকস্টার বাবি, স্ট্যাণ্ড আপ কমিক শাশ্বতী ইত্যাদি। সঙ্গে কৌশানী, সুলগ্না, পলাশ ইত্যাদি সিনিয়ারের সঙ্গেও আলাপ হয় তাঁদের আর বদলে যেতে থাকে এতদিন ধরে চলে আসা যাবতীয় বিশ্বাস।
advertisement
5/6
তাঁদের রয়েছে বেশ কিছু নিয়মও। প্রথমত, তাঁদের ইন্সটিটিউট থেকে বেরোতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, এখানে ছেলে, মেয়ে, সিনিয়র, জুনিয়রকে থাকতে হয় একসঙ্গে। তৃতীয়ত এখানে প্রেম নিষিদ্ধ। চতুর্থত, এখানে না খেয়ে থাকা অভ্যেস করতে হয় কারণ আর্টিস্টদের যে খাওয়া জুটবে না এ তো সর্বৈব সত্য।
তাঁদের রয়েছে বেশ কিছু নিয়মও। প্রথমত, তাঁদের ইন্সটিটিউট থেকে বেরোতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, এখানে ছেলে, মেয়ে, সিনিয়র, জুনিয়রকে থাকতে হয় একসঙ্গে। তৃতীয়ত এখানে প্রেম নিষিদ্ধ। চতুর্থত, এখানে না খেয়ে থাকা অভ্যেস করতে হয় কারণ আর্টিস্টদের যে খাওয়া জুটবে না এ তো সর্বৈব সত্য।
advertisement
6/6
শুরু হয় প্রস্ততি, চলে পড়াশুনো, প্র্যাকটিস। আসে প্রেম যা কিনা নিষিদ্ধ। আসে আরও নানাবিধ সমস্যা, জটিলতা আর এই সব কিছু পেরিয়ে কে জিতবে সুস্থ এই প্রতিযোগিতা, তাই নিয়েই এগিয়েছে প্রথম সিজনের এই ছ’টি এপিসোডের গল্প।
শুরু হয় প্রস্ততি, চলে পড়াশুনো, প্র্যাকটিস। আসে প্রেম যা কিনা নিষিদ্ধ। আসে আরও নানাবিধ সমস্যা, জটিলতা আর এই সব কিছু পেরিয়ে কে জিতবে সুস্থ এই প্রতিযোগিতা, তাই নিয়েই এগিয়েছে প্রথম সিজনের এই ছ’টি এপিসোডের গল্প।
advertisement
advertisement
advertisement