Kiara Advani-Sidharth Malhotra Wedding: এত টাকা একদিনের জন্য! সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্যালেসের ছবি দেখে চোখ কপালে উঠবে

Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: এই বিয়ে বলিউডের অন্যতম খরচসাপেক্ষ বিয়েগুলির মধ্যে একটা। আগামী ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এই হোটেলের ঘর খালি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অতিথিরা অনেক দিন পর্যন্ত থাকবেন।
1/10
৬ ফেব্রুয়ারি বিয়ের আসর বসবে রাজস্থানের জয়সলমীরে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা। ভিক্যাটের পর ডেস্টিনেশন ওয়েডিংয়ের রাজকীয়তার আরও এক নজির গড়বে এই দুই বলি তারকার বিয়ে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
৬ ফেব্রুয়ারি বিয়ের আসর বসবে রাজস্থানের জয়সলমীরে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা। ভিক্যাটের পর ডেস্টিনেশন ওয়েডিংয়ের রাজকীয়তার আরও এক নজির গড়বে এই দুই বলি তারকার বিয়ে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
2/10
মোট চারদিনের জন্য সূর্যগড় প্যালেস বুক করা হয়েছে। দেখুন বিয়ের ভেন্যুর ছবি। পাপারাৎজিদের দৌলতে জানা গিয়েছে, আজই সেজে উঠেছে প্যালেস। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
মোট চারদিনের জন্য সূর্যগড় প্যালেস বুক করা হয়েছে। দেখুন বিয়ের ভেন্যুর ছবি। পাপারাৎজিদের দৌলতে জানা গিয়েছে, আজই সেজে উঠেছে প্যালেস। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
3/10
কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়সজনের উপস্থিতিতেই বিয়ে করবেন ‘শেরশাহ’-র নায়ক-নায়িকা। সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। ৬ তারিখ সাতপাক ঘুরবেন বলি তারকা জুটি। কিন্তু তার আগে ৪ এবং ৫ তারিখও মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়সজনের উপস্থিতিতেই বিয়ে করবেন ‘শেরশাহ’-র নায়ক-নায়িকা। সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। ৬ তারিখ সাতপাক ঘুরবেন বলি তারকা জুটি। কিন্তু তার আগে ৪ এবং ৫ তারিখও মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
4/10
সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে যা ছবি পাওয়া গিয়েছে, তাতে এ কথা স্পষ্ট, এই বিয়ে বলিউডের অন্যতম খরচসাপেক্ষ বিয়েগুলির মধ্যে একটা। আগামী ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এই হোটেলের ঘর খালি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অতিথিরা অনেক দিন পর্যন্ত থাকবেন। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে যা ছবি পাওয়া গিয়েছে, তাতে এ কথা স্পষ্ট, এই বিয়ে বলিউডের অন্যতম খরচসাপেক্ষ বিয়েগুলির মধ্যে একটা। আগামী ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এই হোটেলের ঘর খালি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অতিথিরা অনেক দিন পর্যন্ত থাকবেন। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
5/10
৮৩টি হোটেল ঘর রয়েছে এই প্যালেসে। সব থেকে কম দামের ঘরের দামও প্রায় আকাশছোঁয়া। সপ্তাহের মাঝে এক রাতের জন্য ২৩ হাজার টাকা। সপ্তাহান্তে সেটিই ৩৬ হাজার টাকা। সবথেকে বেশি দামের ঘরের ভাড়া ৭৬ হাজার। ১৩৫০ বর্গফুটের ঘর একেকটি। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
৮৩টি হোটেল ঘর রয়েছে এই প্যালেসে। সব থেকে কম দামের ঘরের দামও প্রায় আকাশছোঁয়া। সপ্তাহের মাঝে এক রাতের জন্য ২৩ হাজার টাকা। সপ্তাহান্তে সেটিই ৩৬ হাজার টাকা। সবথেকে বেশি দামের ঘরের ভাড়া ৭৬ হাজার। ১৩৫০ বর্গফুটের ঘর একেকটি। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
6/10
নানা ধরনের বাগান রয়েছে প্যালেসে। যেখানেও অতিথিদের খাওয়া-দাওয়া, আরাম করার ব্যবস্থাপনা রয়েছে। মরুভূমিতে বসে সূর্যাস্ত দেখার বন্দোবস্তও রয়েছে প্যালেসে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
নানা ধরনের বাগান রয়েছে প্যালেসে। যেখানেও অতিথিদের খাওয়া-দাওয়া, আরাম করার ব্যবস্থাপনা রয়েছে। মরুভূমিতে বসে সূর্যাস্ত দেখার বন্দোবস্তও রয়েছে প্যালেসে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
7/10
কেবল বিয়ে দেখে, খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে যাবেন না কেউই। হবু দম্পতি অতিথিদের জন্য মজাদার কার্যকলাপের বন্দোবস্ত করেছেন। থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ। সাফারি করতে পারবেন অতিথিরা। রাজস্থানি খাবারের স্টল বসবে ফোর্টজুড়ে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
কেবল বিয়ে দেখে, খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে যাবেন না কেউই। হবু দম্পতি অতিথিদের জন্য মজাদার কার্যকলাপের বন্দোবস্ত করেছেন। থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ। সাফারি করতে পারবেন অতিথিরা। রাজস্থানি খাবারের স্টল বসবে ফোর্টজুড়ে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
8/10
রাজস্থানের ফোর্টের আদবকায়দা মতোই বিয়ে করবেন সিড-কিয়ারা। অতিথিদের জন্য রাখছেন হোটেলেই স্পা করানোর সুবিধা। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
রাজস্থানের ফোর্টের আদবকায়দা মতোই বিয়ে করবেন সিড-কিয়ারা। অতিথিদের জন্য রাখছেন হোটেলেই স্পা করানোর সুবিধা। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
9/10
রাজস্থানের জনপ্রিয় লোকগান, নাচ দেখানোর ব্যবস্থাও করেছেন কিয়ারা-সিড। খাবার দাবারেও এলাহি বন্দোবস্ত থাকছে। বিয়ে নয়, এ যেন সফরসূচি! (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
রাজস্থানের জনপ্রিয় লোকগান, নাচ দেখানোর ব্যবস্থাও করেছেন কিয়ারা-সিড। খাবার দাবারেও এলাহি বন্দোবস্ত থাকছে। বিয়ে নয়, এ যেন সফরসূচি! (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
10/10
রাত পোহালেই প্রাক-বিবাহের আচার অনুষ্ঠান শুরু। ইতিমধ্যেই প্যালেসের সামনে ক্যামেরা তাক করে বসে রয়েছেন পাপারাৎজিরা। আলো দিয়ে সেজে উঠেছে প্যালেস। অতিথিরাও একে একে পৌঁছচ্ছেন ভেন্যুতে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
রাত পোহালেই প্রাক-বিবাহের আচার অনুষ্ঠান শুরু। ইতিমধ্যেই প্যালেসের সামনে ক্যামেরা তাক করে বসে রয়েছেন পাপারাৎজিরা। আলো দিয়ে সেজে উঠেছে প্যালেস। অতিথিরাও একে একে পৌঁছচ্ছেন ভেন্যুতে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
advertisement
advertisement