Kiara Advani, Sidharth Malhotra Reception: রবিবারেই গালা পার্টি দিচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা, বাদ নেই বলিউডের কেউ! শুধু আসবেন না সলমন খান, কারণ...

Last Updated:
Kiara Advani, Sidharth Malhotra Reception: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস ১৬-র আজ চূড়ান্ত পর্ব৷ শোনা যাচ্ছে তার সঞ্চালনার জন্যই সলমন খান উপস্থিত থাকতে পারবেন না৷
1/6
গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। তার চার দিন আগে থেকে প্যালেসের বাইরে ঘাঁটি গেড়েছিলেন পাপারাৎজিরা।
গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। তার চার দিন আগে থেকে প্যালেসের বাইরে ঘাঁটি গেড়েছিলেন পাপারাৎজিরা।
advertisement
2/6
নেটিজেনদের মতে, একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন। কারও মতে, একেবারে রুপোলি পর্দার মতো গাঁটছড়া বেঁধেছেন 'শেরশাহ' ছবির নায়ক-নায়িকা।
নেটিজেনদের মতে, একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন। কারও মতে, একেবারে রুপোলি পর্দার মতো গাঁটছড়া বেঁধেছেন 'শেরশাহ' ছবির নায়ক-নায়িকা।
advertisement
3/6
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে ওঠেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে ওঠেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
advertisement
4/6
এবার পালা বলিউডের পার্টির। আলিয়া ভাট, , ক্যাটরিনা খুব ঘনিষ্ট মহলের মধ্যেই বিয়েকে সীমিত রেখেছিলেন। তবে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার ক্ষেত্রে তেমনটা ঘটল না। তালিকা থেকে বাদ পড়েননি কেউই৷
এবার পালা বলিউডের পার্টির। আলিয়া ভাট, , ক্যাটরিনা খুব ঘনিষ্ট মহলের মধ্যেই বিয়েকে সীমিত রেখেছিলেন। তবে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার ক্ষেত্রে তেমনটা ঘটল না। তালিকা থেকে বাদ পড়েননি কেউই৷
advertisement
5/6
তবে শোনা যাচ্ছে এই পার্টিতে হয়তো উপস্থিত থাকতে পারবেন না সলমন খান৷ ভাইজানের অনুপস্থিতির নেপথ্যে কী কারণ?
তবে শোনা যাচ্ছে এই পার্টিতে হয়তো উপস্থিত থাকতে পারবেন না সলমন খান৷ ভাইজানের অনুপস্থিতির নেপথ্যে কী কারণ?
advertisement
6/6
হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস ১৬-র আজ চূড়ান্ত পর্ব৷ শোনা যাচ্ছে তার সঞ্চালনার জন্যই সলমন খান উপস্থিত থাকতে পারেবেন না৷
হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস ১৬-র আজ চূড়ান্ত পর্ব৷ শোনা যাচ্ছে তার সঞ্চালনার জন্যই সলমন খান উপস্থিত থাকতে পারেবেন না৷
advertisement
advertisement
advertisement