Kiara Advani: নিজের সৌন্দর্য এবং সুস্থতার রহস্য ফাঁস করলেন কিয়ারা আডবাণী; এই প্রসঙ্গে কী মত পুষ্টি বিশেষজ্ঞদের?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Kiara Advani does not believe in fad diets: জানালেন যে, ফ্যাড ডায়েটে বিশ্বাস নন তিনি। বরং ঘরে তৈরি খাবার খেতেই ভালবাসেন।
advertisement
‘হোয়াট উওম্যান ওয়ান্ট’ শোয়ে অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে আলাপচারিতায় কিয়ারা বলেন, “আমি তাঁদের দলে পড়ি না, যাঁরা ফ্যাড ডায়েট কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। আমার ক্ষেত্রে বাড়ির খাবার - পুরোপুরি সেদ্ধ করা এবং অতিরিক্ত মশলা ছাড়া। আর আমি সাধারণত একরকম খাবার খেতেই ভালবাসি। ভিন্ডি, স্যামন, কুমড়ো এগুলো খাওয়ার জন্য মুখিয়ে থাকি। আসলে এই খাবারগুলোই আমি খেতে ভালবাসি।” Photo: Instagram
advertisement
এর পাশাপাশি নিজের ফিটনেস রুটিনের কথাও জানালেন সিদ্ধার্থ ঘরণী। বললেন, কখনওই তেমন ভারি চেহারার ছিলেন না তিনি। কিয়ারার কথায়, “আমার দ্রুত ওজন বাড়ে, আবার সমান দ্রুততার সঙ্গে তা ঝরেও যায়। বেড়ে ওঠার সময় আমি নাচ করতে এবং সাঁতার কাটতে ভালবাসতাম। আর আমি কোনও না কোনও রকম শারীরিক কসরতের মধ্যেই থাকতাম। কিন্তু ছবির দুনিয়ায় আসার পর আমি বিষয়টাকে সচেতন ভাবেই নিজের রোজনামচায় বেঁধে ফেলি।
advertisement
advertisement
advertisement