Kaushik Sen Reshmi Sen Anniversary Kiss: ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ৩০ বছর দাম্পত্যের উদযাপন, ভাইরাল কৌশিক-রেশমির বিয়ে-ফুলশয্যার ছবি! দেখুন

Last Updated:
Kaushik Sen Reshmi Sen Anniversary Kiss: কৌশিকের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে স্মৃতিচারণ রেশমির। মা-বাবার চুমুর ছবি দিলেন অভিনেতা ছেলে ঋদ্ধি সেন।
1/8
দাম্পত্যের ৩০ বছর পূর্ণ হল অভিনেতা কৌশিক সেন ও তাঁর স্ত্রী রেশমি সেনের। বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ছেলে ঋদ্ধি সেন।
দাম্পত্যের ৩০ বছর পূর্ণ হল অভিনেতা কৌশিক সেন ও তাঁর স্ত্রী রেশমি সেনের। বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ছেলে ঋদ্ধি সেন।
advertisement
2/8
কৌশিকের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে স্মৃতিচারণ রেশমির। মা-বাবার চুমুর ছবি দিলেন অভিনেতা ছেলে ঋদ্ধি সেন।
কৌশিকের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে স্মৃতিচারণ রেশমির। মা-বাবার চুমুর ছবি দিলেন অভিনেতা ছেলে ঋদ্ধি সেন।
advertisement
3/8
অনেকটা জীবন জোড়া মঞ্চ বা মঞ্চ জোড়া জীবনের অক্লান্ত ‘entry’, ‘exit’এর মধ্যান্তরে থাকুক তিরিশ বছর জোড়া ‘এখন’, থিয়েটার হোক বা জীবন, বিশ্ব মঞ্চে ঘুরে বেড়ানো চরিত্র এবং স্বপ্নদের আয়ু মহাবিশ্বের চতুর্থ ডিমেনশন ‘সময়ের’ সম্মুখে দীর্ঘায়ু লাভ করতে ব্যর্থ হয় শেষমেশ, তাই দিন,ক্ষণ,স্থান,বছরের অর্থহীন হিসেবের গন্ডি পার করে যেকোনো শিল্পমাধ্যম আমাদের পৌঁছে দেয় ‘এখনের’ গন্তব্যে, থিয়েটার হোক বা সাহিত্য বা সিনেমা বা ক্যানভাসে জেগে থাকা একটা স্থির মুহূর্ত কয়েক মুহূর্তে অনায়াসে ছুঁয়ে ফেলে আমাদের হৃদয়,একটা গোটা মানবজীবনের যাত্রা উদ্ঘাটন হয় আমাদের চোখের সামনে মাত্র কয়েক ঘন্টায়, নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলি আমরা সেই যাত্রায়,আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির রাজ্যের নাগরিক হয় হাতে হাত রাখি সময়ের, ‘এখনের’  তাই ৩০ হোক বা ৩০০, বিবাহবার্ষিকী জুড়ে থাকুক এক জীবন জোড়া ‘এখন’।
অনেকটা জীবন জোড়া মঞ্চ বা মঞ্চ জোড়া জীবনের অক্লান্ত ‘entry’, ‘exit’এর মধ্যান্তরে থাকুক তিরিশ বছর জোড়া ‘এখন’, থিয়েটার হোক বা জীবন, বিশ্ব মঞ্চে ঘুরে বেড়ানো চরিত্র এবং স্বপ্নদের আয়ু মহাবিশ্বের চতুর্থ ডিমেনশন ‘সময়ের’ সম্মুখে দীর্ঘায়ু লাভ করতে ব্যর্থ হয় শেষমেশ, তাই দিন,ক্ষণ,স্থান,বছরের অর্থহীন হিসেবের গন্ডি পার করে যেকোনো শিল্পমাধ্যম আমাদের পৌঁছে দেয় ‘এখনের’ গন্তব্যে, থিয়েটার হোক বা সাহিত্য বা সিনেমা বা ক্যানভাসে জেগে থাকা একটা স্থির মুহূর্ত কয়েক মুহূর্তে অনায়াসে ছুঁয়ে ফেলে আমাদের হৃদয়,একটা গোটা মানবজীবনের যাত্রা উদ্ঘাটন হয় আমাদের চোখের সামনে মাত্র কয়েক ঘন্টায়, নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলি আমরা সেই যাত্রায়,আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির রাজ্যের নাগরিক হয় হাতে হাত রাখি সময়ের, ‘এখনের’ তাই ৩০ হোক বা ৩০০, বিবাহবার্ষিকী জুড়ে থাকুক এক জীবন জোড়া ‘এখন’।
advertisement
4/8
দু'জনেই মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। আর কাজের সঙ্গে, সুখে চালিয়েছে সংসারও। এদিন রেশমি নিজেও কৌশিকের সঙ্গে তাঁর বিয়ের সময়কার ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
দু'জনেই মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। আর কাজের সঙ্গে, সুখে চালিয়েছে সংসারও। এদিন রেশমি নিজেও কৌশিকের সঙ্গে তাঁর বিয়ের সময়কার ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
5/8
রেশমি সেনের শেয়ার করা ছবিতে দুই অভিনেতার বিয়ের সাধারণ সাজ। লাল বেনারসি পরে একেবারে সাবেকি সাজে রয়েছেন রেশমি সেন। কৌশিক সেনও একদম বাঙালি বরের বেশে।
রেশমি সেনের শেয়ার করা ছবিতে দুই অভিনেতার বিয়ের সাধারণ সাজ। লাল বেনারসি পরে একেবারে সাবেকি সাজে রয়েছেন রেশমি সেন। কৌশিক সেনও একদম বাঙালি বরের বেশে।
advertisement
6/8
বরকে বরণ করে নিচ্ছেন রেশমির পরিবার। তসরের পাঞ্জাবি, ধুতি পরেই বিয়ে করতে এসেছিলেন অভিনেতা। আনন্দ ভরপুর। পুরনো দিনের বিয়েবাড়ির নস্টালজিয়াই ধরা পড়ল এই ছবিতে।
বরকে বরণ করে নিচ্ছেন রেশমির পরিবার। তসরের পাঞ্জাবি, ধুতি পরেই বিয়ে করতে এসেছিলেন অভিনেতা। আনন্দ ভরপুর। পুরনো দিনের বিয়েবাড়ির নস্টালজিয়াই ধরা পড়ল এই ছবিতে।
advertisement
7/8
ফুলশয্যার একটি ছবিও দিয়েছেন রেশমি সেন। যেখানে তাঁকে দেখা গেল ফুলের সাজে। নতুন বর কৌশিকের গায়ে ধুতি ও পাঞ্জাবি। গলায় মালা। ফুল সাজানো খাটে, একগাল হাসি নিয়ে পোজ দিয়েছেন নবদম্পতি।
ফুলশয্যার একটি ছবিও দিয়েছেন রেশমি সেন। যেখানে তাঁকে দেখা গেল ফুলের সাজে। নতুন বর কৌশিকের গায়ে ধুতি ও পাঞ্জাবি। গলায় মালা। ফুল সাজানো খাটে, একগাল হাসি নিয়ে পোজ দিয়েছেন নবদম্পতি।
advertisement
8/8
স্মৃতিচারণ করে রেশমি লিখেছেন, '৩০ বছর… সত্যি বাবান? আমাদের একসাথে আনন্দ, ঝগড়া, ভালোবাসা, আদর আর একসাথে তৈরি আমাদের শিল্প। আর আমাদের বাবিয়া (ছেলে ঋদ্ধি)। এর বেশি কিছু চাই না। সব কিছু সম্ভব হল আমাদের অটুট বন্ধুত্বের জন্য। পাশে থেকো আমার প্রিয় বন্ধু।'
স্মৃতিচারণ করে রেশমি লিখেছেন, '৩০ বছর… সত্যি বাবান? আমাদের একসাথে আনন্দ, ঝগড়া, ভালোবাসা, আদর আর একসাথে তৈরি আমাদের শিল্প। আর আমাদের বাবিয়া (ছেলে ঋদ্ধি)। এর বেশি কিছু চাই না। সব কিছু সম্ভব হল আমাদের অটুট বন্ধুত্বের জন্য। পাশে থেকো আমার প্রিয় বন্ধু।'
advertisement
advertisement
advertisement